দূর্দশায় খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়ালেন
মদন মিত্র
সৃঞ্চিণী পোদ্দার, কামারহাটিঃ ইতিমধ্যেই বিভিন্ন
ক্লাব এবং সংগঠনের প্রচেষ্টায় বিভিন্ন এলাকার অসহায় দিনমজুরদের খাদ্য সঙ্কট মেটাতে
প্রদান করে হয়েছে খাদ্য সামগ্রী। এবার তৃণমূল নেতা মদন মিত্রের সহযোগিতায় বেলঘরিয়া
২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কামারহাটি মিলন তীর্থ স্পোর্টিং ক্লাবের অসহায় দিনমজুরদের জন্যে
আয়োজন করলেন খাদ্য সামগ্রী। এলাকার গরিব মানুষদের দুর্দশা কিছুটা যাতে লাঘব হয় তাই
নিত্য প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।
ক্লাবের পক্ষ থেকে ক্লাবের চেয়ারম্যান মদন মিত্রের এই সাহায্যে খুবই খুশি এলাকাবাসী। আগামীদিনেও
এলাকার মানুষদের অসহায় দিনে এই ভাবে দাঁড়ানোর আশ্বাসও দিলেন তিনি।
Comments
Post a Comment