বাংলা চলচ্চিত্র মাস্টারমশাই মুক্তি পেতে চলেছে
মনোজ দাস- পরিচালক অভিক রায়,
সানি প্রযোজনার উপস্থাপনায় এক রোমাঞ্চক কাহিনী মাস্টারমশাই l
এই কাহিনী এক প্রখ্যাত গণিত বিশারদ অনিরুদ্ধ সান্যাল এই বছরই পেয়েছেন গণিতে নোবেল পুরস্কার,
আজ পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে তার অকপট স্বীকারোক্তি, তিনি কোনদিনই অংকে ভালো ছিলেন না, যমের মতো ভয়
পেতেন অংক, ছোটবেলার প্রায় প্রত্যেকটা ক্লাসে অংকে ফেল
করতেন, এহেন গণিতে দুর্বল ছেলেটি কোন যাদু কাঠির ছোঁয়ায় আজ
পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গাণিতিক মানুষ "মাস্টারমশাই", কোন মাস্টারমশায়ের সান্নিধ্যে এসে আমাদের ছোট বেলার অনি আজ হলেন সকলে
শ্রদ্ধেয় প্রাপ্ত এক অন্যতম স্বনামধন্য মানুষ অনিরুদ্ধ তারই একটা অনবদ্য চিত্র
কাহিনী তুলে ধরা হয়েছে মাস্টারমশাইতে ,সম্পূর্ণ এই চরিত্রের
গল্পটি লিখেছেন অমল চক্রবর্তী এবং সম্পাদনায় নারায়ণ বিশ্বাস ,প্রযোজক শিবপ্রসাদ মন্ডল , এছাড়া অভিনয় করেছেন
কৌশিক সেন, দেবদূত ঘোষ, মৌমিতা
চক্রবর্তী, সাগরিকা রায়, গৌরিনাথ
ব্যানার্জি, অমিত গাঙ্গুলি, উৎপল দত্ত, এবং মাস্টার নিলাদ্রি ঘোষ ও
গোপাল ঘোষ এবং মহুয়া বিশ্বাস l
Comments
Post a Comment