সবুজ বাঁচাতে বিক্ষোভের পথে জেলা বরুন গুহ, ডানকুনিঃ হুগলি জেলার ডানকুনি হাউসিং মোড়ে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় । উড়িষ্যার কালাহান্ডির খান্ডুলমালি জঙ্গলকে রাতের অন্ধকারে লকডাউনের মধ্যেই কেটে সাফ করার প্রতিবাদ জানানো হয় এই বিক্ষোভে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার সংস্থার সম্পাদক সেখ মাবুদ আলী, সর্বভারতীয় সভাপতি আবু আজাদ সহ সবুজ সৈনিকের দল। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড বিভিন্ন জেলায় জেলায় এই প্রতিবাদ সভা করে চলেছে।এছাড়া পথ চলতি অনেক মানুষ এই সভায় এসে যোগ দেন। বহু মানুষের সহযোগিতায় গর্জে উঠে আজকের এই বিক্ষোভ কর্মসূচীর। সবুজ ধ্বংসের বিরুদ্ধে এই লড়াই আগামীতেও জারি থাকবে বলে কড়া হুঁশিয়ারি বিক্ষোভকারীদের । তাদের আরও দাবি যে ১৯১টি সবুজ ধংসের প্রোজেক্ট পাশ করা হয়েছে তা বাতিল করতে হবে এবং যে ৯০টি পরিবারকে উৎখাত করা হয়েছে তাদের ওখানেই স্থায়ীভাবে বসবাস করা ব্যবস্থা করে দিতে হবে।
Posts
Showing posts from June, 2020
- Get link
- X
- Other Apps
বাম- কংগ্রেসের যৌথ উদ্যোগে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল বলরাম বোস, ব্যরাকপুরঃ সিপিআইএম টিটাগর ব্যারাকপুর এরিয়া কমিটি ও ব্যারাকপুর শহর এরিয়া কমিটির যৌথ ডাকে ব্যারাকপুর বামফ্রন্ট এবং টিটাগর বামফ্রন্টের ব্যারাকপুর এবং টিটাগর অঞ্চলের জাতীয় কংগ্রেসের যৌথ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল দুটি মিছিল সংঘটিত হয় একটি মসজিদ মোড় থেকে শুরু হয়ে অপরটি বড়পোল অঞ্চল থেকে শুরু হয়ে ওল্ড ক্যালকাটা রোডে স্টেট ব্যাংকের মোড়ে সংযুক্ত হয় সেখান থেকে মিছিল দুটি একটি মিছিলে রূপান্তরিত হয়ে ব্যারাকপুর চিড়িয়া মোড়ের উপরে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সভায় এই সভা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুসু পুত্তলিকা পড়ানো হয় এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সি আই টি ইউ উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চ্যাটার্জী প্রাক্তন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তড়িৎ বরণ তরফদার এবং প্রাক্তন ব্যারাকপুর পৌরসভার সিপিআইএমের পৌর প্রধান বিজলি মিত্র জাতীয় কংগ্রেসের নেতা শ...
- Get link
- X
- Other Apps
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ বলরাম বোস, বরাহনগরঃ বরানগর সিপিআইএম 1 নম্বর এবং দু'নম্বর এরিয়া কমিটি ও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যৌথভাবে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখানো হলো ডানলপ মোরে পেট্রোল পাম্পের সামনে এবং ডাউনলোড এর উপরে এবং মিছিল সংঘটিত করা হয় যৌথভাবে
- Get link
- X
- Other Apps
জলমগ্ন গোটা বিটি রোড বলরাম বোস, কামারহাটি, পানিহাটিঃ রাজ্য যখন উন্নয়নের জোয়ারে ভাসছে তখন কামারহাটি পৌরসভা অঞ্চল এবং পানিহাটি পৌরসভা অঞ্চলের উন্নয়নের জোয়ারে ভাসার চিত্র ফুটে উঠলো বি টি রোডে পানিহাটির আল্পেন ডেয়ারি থেকে কামারহাটি পৌরসভার অন্তর্গত 11 নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত সোদপুর এর দিক থেকে ডানলপের দিকে আসার বি টি রোডের জলে ভাসছে বিটি রোড না পুকুর বোঝা যাচ্ছে না এইদিকে জলের পরিমাণ অনেক বেশি এবং উল্টো দিকে ডানলপের দিক থেকে সোদপুরের দিকে যেতে বিটি রোডের উপর এইদিকে জলের পরিমাণ একটু কম তৃণমূলের রাজত্বে উন্নয়ন মানে নীল সাদা রং শুধু বিটি রোডের এই জলের ফলে যানজটের সৃষ্টি হচ্ছে কামারহাটি মোর 11 নম্বর বাস স্ট্যান্ড প্রবর্তক জুটমিলের বাস স্ট্যান্ড এবং পানিহাটির আল্পেন ডেয়ারি এইখানে জলের জন্য জ্যামের সৃষ্টি হচ্ছে সপ্তাহের প্রথম দিন একদিনের বৃষ্টিতে এই জলমগ্ন অবস্থায় মানুষ নাজেহাল হয়ে উঠছে বি টি রোডে আসা মানুষেরা একদিকে সাগর দত্ত হাসপাতাল ইএসআই হাসপাতাল এবং 11 নম্বর বাসস্ট্যান্ডে একটি বেসরকারি নার্সিং হোম এখানে চিকিৎসার জন্য আসা মানুষের নাজেহাল হতে হচ্ছে এটাই হচ্ছে তৃণ...
- Get link
- X
- Other Apps
গাছ বিতরণ করে সমাজ গড়ার বার্তা তৃণমূলের নিজস্ব প্রতিবেদন, পটাশপুরঃ দিনের পর বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যায়। তার উপর গাছ কেটে ফেলে চারিদিকে গড়ে তোলা হচ্ছে বড় বড় অট্টালিকা। হারিয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য। বেড়ে চলেছে পরিবেশ দূষণের মাত্রাও। গাছ লাগিয়ে প্রাণ বাঁচাতে এবার উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেস। এলাকার সাধারণ মানুষের হাতে উচ্চফলনশীল ফলের চারা গাছ বিতরণ করা হয়। প্রায় ১৫০ জনকে চারাগাছ প্রদান করা হয়। এই কর্মসূচীর মাধ্যমে আগামীদিনে সুস্থ সমাজ গড়ার বার্তাও দেওয়া হয়। এই কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলমাধব দাস অধিকারী এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্তু মাইতি এবং দলীয় আরো কর্মীরা।
- Get link
- X
- Other Apps
দক্ষিণার টাকা ত্রাণে ব্যবহার করতে আপত্তি তৃণমূলের সঞ্জয় মন্ডল, বিধাননগরঃ শনি মন্দিরে ভক্তদের প্রণামির টাকা দিয়ে দুস্তদের পাশে দাঁড়াতে চাইলে আপত্তি জানাল তৃণমূল কাউন্সিলার বিকাশ নস্কর। প্রতিবাদ জানালে জোটে কেবল বেধরপ মার। ঘটনাটি ঘটেছে বিধাননগর পুরএলাকার কেষ্টপুরের ২৫ নম্বর ওয়ার্ড এলাকায়। সুত্রপাত ২০৬ খেয়া ঘাট লাগোয়া অবস্থিত একটি শনি মন্দির থেকে। লকডাউনের জেরে বহু মানুষের পেটে যথেষ্ট টান পড়ছে। ঠিকমত রুচি রোজগার তেমন নেই বললেই চলে। তার উপর গোঁদের ওপর বিষফোড়ার মত আমফান। এখনও ঠিকমত ক্ষতিপূরণ পাননি বহু রাজ্যবাসী।এইরকম একটি সঙ্কটময় পরিস্থিতিতে কেষ্টপুর এলাকার কিছু দুস্তদের ত্রাণ দিয়ে সাহায্যের কথা ভাবা হয়। তার কারণেই এলাকাবাসীরা ঠিক করেন যে, উল্লেখিত শনি মন্দিরের প্রণামি বাক্সের সমস্ত টাকা দিয়ে এলাকার অসহায় করুণ মানুষদের সাহায্য করার কথা ভাবা হয়। কিন্তু তা আর হলো কই। কোনো কিছু হওয়ার আগেই সব শেষ হয়ে গেল। সূত্রের খবর, দুবৃত্ত তৃণমূল কাউন্সিলার বিকাশ নস্করের ভাই বিভাস নস্কর এবং তার সাক্রেতের দলবল মিলে মদ্যপ পান করে প্রণামির টাকা পয়সা আত্মসাৎ করছিল। তাতে বাধা দেন স্থানীয় দু’জন যুবক। ...
- Get link
- X
- Other Apps
বেলঘড়িয়া দেশপ্রিয় নগর উদ্যোগ- উদ্যোগী সেচ্ছাসেবী সংগঠন পক্ষ থেকে ভারত-চীন সীমান্তে বীর সন্তানরা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন নিজস্ব প্রতিনিধি ,কামারহাটি : বেলঘড়িয়া দেশপ্রিয় নগর উদ্যোগ- উদ্যোগী সেচ্ছাসেবী সংগঠন পক্ষ থেকে ভারত-চীন সীমান্তে বীর সন্তানরা শহীদ হয়েছে তাদের প্রতি পুষ্প অর্পণ ও মোমবাতি ধরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় l সংগঠনিক সম্পাদক মনোজ দাস ও সংগঠনের সভাপতি সমিরন দে, এবং সংগঠনের অভিভাবক সনজ মল্লিক শহীদদের পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন, এছাড়া উপস্থিত ছিলেন জয়ন্ত দাস, শুভঙ্কর দাস, মৈনাক দাস, কুনাল শান্তারা, মহিলা সদস্য আরতী সাহা, সৃঞ্চিণী পোদ্দার ,ও সরজিত দাস সোমনাথ দাশগুপ্ত এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল এলাকার মানুষরাও এগিয়ে আসেন ও বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এবং ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের স্মৃতি স্মরণ করা হয় l শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় l
- Get link
- X
- Other Apps
**কলকাতার অ্যাপার্টমেন্টে আগরওয়ালের অবৈধ ব্যবসা, বাঙালি মহিলাকে হুমকি: প্রতিবাদে সরব ঐক্য বাংলা** নিজস্ব প্রতিবেদন , কলকাতা: খাস কলকাতার বুকে একটি অ্যাপার্টমেন্টের ভিতরে অবৈধ ব্যবসা করছিলেন অশোকলাল আগরওয়াল নামক একজন অবাঙালী হিন্দিভাষী ব্যক্তি। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলের ওই ফ্ল্যাট বাড়ির ভিতরে কমন স্পেসে জিনিসপত্র রেখে গ্যারেজ হিসেবে ব্যবহার করছিলেন। কমন অংশগুলি জিনিসপত্র এতটাই ভরে উঠেছিল যে যাতায়াত করার জায়গা ছিল না। বয়োজ্যেষ্ঠ বাসিন্দারা যাতায়াতের পথে পড়ে গিয়ে এমনকি আহত পর্যন্ত হয়েছেন। তাঁর প্রতিবেশী, ওই ফ্ল্যাট বাড়িতেই বয়স্কা মায়ের সাথে বসবাসরত বাঙালি বোন দেবারতি (ওঁর সুরক্ষার্থে নাম পরিবর্তিত) প্রতিবাদ জানানোতে তাঁর বাঙালি পরিচয় তুলে অপমান এবং খুন জখমের হুমকির মুখে পড়তে হলো তাঁকে। এই পরিস্থিতিতে ঐক্য বাংলার শরণাপন্ন হন দেবারতী। পরিস্থিতি সম্পর্কে দেবারতী জানান , "বেশিরভাগ প্রতিবেশীই বাঙালি কিন্তু তারা কলকাতার বাইরে থাকেন। এই সুযোগে অবৈধ ব্যবসা শুরু করেন ওই অবাঙালি ভদ্রলোক।" তিনি আরো জানান, "সবসময় উনি খারাপ ব্যবহার করেন , জিনিসপত্র...
- Get link
- X
- Other Apps
খুদেদের রকমারি খাবার উপহার প্রদান করে পালন করা হলো এবছরের রথযাত্রা উৎসব সৃঞ্চিনী পোদ্দার, চিড়িয়ামোড়ঃ করোনার জেরে বদলে গেল বাঙালীর অন্যতম পার্বণ রথযাত্রা উৎসবের কিছু প্রথা।তার জেরে এবছর আর রথ চড়া হলো না জগন্নাথ,বলরাম এবং সুভদ্রার। এই তিন ভাইবোনের আপ্যায়নের ব্যবস্থা করা হয় রাজ্যের বিভিন্ন জায়গার জগন্নাথ মন্দিরেই। হতাশময় এই পরিস্থিতিতে কিছুটা আনন্দ দিতে চিড়িয়ামোড় সব্জি অঞ্চলে কচিকাচাদের হাতে জগন্নাথ দেবের মহা প্রসাদ প্রদান করা হয়।কলকাতা পৌরসভা কর্পোরেশনের অন্তর্গত ২নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের কার্যকারী সভাপতি দেবাশীষ বিশ্বাসের তত্বাবধানে রথযাত্রার শুভ লগ্নে এই কর্মসূচীর আয়োজন করা হয়। সংশ্লিষ্ট এলাকার প্রায় ১৫০ জন বাচ্চাদের হাতে তাদের প্রিয় খাবারের রকমারি পদ প্রদান করা হয়। লিস্টে ছিল বিস্কুট, কেক, স্বাস্থ্যকর পানীয়, লজেন্স এবং একটি করে মাস্কও। এইদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মালা সাহা , উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি বিশ্বজিৎ দে এবং দলীয় অন্যান্য কর্মীরাও। করোনা আবহ থেকে বেড়িয়ে দ্রুত আগামী বছরে যাতে এইদিন আগের ম...
- Get link
- X
- Other Apps
চীনের কমিউনিস্ট পার্টির সাথে কংগ্রেসের চুক্তি সম্পর্কে এনআইএ তদন্তের দাবি করলেন সুপ্রীম কোর্টের নিজস্ব প্রতিবেদনঃ বড়ো বিপাকে কংগ্রেস। চীনের কমিউনিস্ট পার্টির সাথে কংগ্রেসের চুক্তি সম্পর্কে এনআইএ তদন্তের দাবি করলেন সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মহেশ জেঠমালানি। রবিবার কংগ্রেস নেতা সোনিয়া ও রাহুল গান্ধীর তৎকালীন চীনা ভাইস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের একটি ছবি টুইট করেছেন । ছবিতে একটি চুক্তি স্বাক্ষর করেছেন রাহুল গান্ধী এমন অভিযোগ করেছেন । সিনিয়র অ্যাডভোকেট ঘটনাটি থেকে উদ্ভূত "দেশের সুরক্ষার জন্য সম্ভাব্য ভয়াবহ প্রভাব" তদন্তের জন্য জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ)র প্রতি আহ্বান জানিয়েছেন। রিপাবলিক টিভিতে কথা বলার সময় , জেঠমালানি বলেছেন, কংগ্রেস এবং চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মধ্যে সহযোগিতার চুক্তি অত্যন্ত বিস্ময়কর এবং বিরোধী শক্তির সাথে এ জাতীয় চুক্তি স্বাক্ষরের পিছনে কী উদ্দেশ্য ছিল তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি এই চুক্তি জনসাধারণের কাছে প্রকাশ করার দাবি জানান। "আপনি কী সহযোগিতা করছেন? আমি এই চুক্তির বিষয়বস্তু জানতে চাই। ২০...
- Get link
- X
- Other Apps
প্রয়াত প্রবীন কংগ্রেস নেতা বুদ্ধিমান ছেত্রী নিজস্ব প্রতিবেদন, সোনভদ্রঃ ফের রাজনৈতিক মহলে নক্ষত্রপতন। আজ প্রয়াত হলেন উত্তর প্রদেশের সোনভদ্র জেলার খাড়িয়ার এক অন্যতম কংগ্রেস নেতা। ৯২ বছর বয়সে পরলোক গমন করলেন প্রবীন কংগ্রেস নেতা বুদ্ধিমান ছেত্রী। বাধক্যজনিত বহুদিন ধরেই ভুগছিলেন তিনি। সূত্রের খবর, ব্রেইন স্টোক হওয়ার কারণে তিনি মারা যান। তার মৃত্যতে শোকাহত গোটা রাজনৈতিক মহল। আজ তাঁর মরদেহ খাড়িয়ার বাড়িতে নিয়ে আসা হলে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন খড়িয়া অঞ্চলের কংগ্রেস সভাপতি সত্যব্রত চক্রবর্তী, অল ইন্ডিয়া কংগ্রেস ওয়ার্কাস কমিটির রাজ্য সভাপতি সমীরণ শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক গণেশ ঘোষ, এবং অন্যান্য দলীয় কর্মীরা। বুদ্ধিমানবাবুর প্রয়াণে শোকের ছায়া এলাকা জুড়ে। তাঁর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন বিধায়ক দেবপ্রসাদ রায় , কংগ্রেস নেতা তপন কুমার চক্রবর্তী। আরাধনা ক্লাবের পক্ষ থেকে এবং সানুপাড়া কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
- Get link
- X
- Other Apps
করোনা রোগী হোম কোয়ারেন্টিনে, এলাকা জুড়ে আতঙ্ক সৃঞ্চিনী পোদ্দার, কামারহাটিঃ লাফিয়ে লাফিয়ে বেরেই চলেছে করোনায় আক্রান্ত্রের সংখ্যা। একদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১৫৬২৫। ফের করোনার হদিশ কামারহাটির শ্রীপল্লী এলাকায়। বছর ৪৭ এর মহিলার শরীরে করোনার নমুনা পাওয়া গেছে। ২৮ নম্বর ওয়ার্ড এলাকার ৯২ নম্বর বাড়ির গৃহকর্ত্রী করোনায় আক্রান্ত। তাঁর নাম ববিতা মুখার্জী। পরিবার সূত্রের খবর, লকডাউন শুরুর পর থেকে ববিতাদেবী বাড়ির বাইরে বেরোননি। তবে কিভাবে তিনি করোনায় আক্রান্ত হলেন সেই বিষয়ে খতিয়ে দেখছে পৌরসভার স্বাস্থ্য বিভাগ। প্রবীর মুখার্জীর স্ত্রী ববিতাদেবী এখন পৌরসভার অনুমতিতেই হোম কোয়ারেন্টিনে আছেন। তবে তাঁর পরিবারের সকলের এখনও হয়নি কোনো স্বাস্থ্য পরীক্ষা। পরিবারে ৫জন সদস্য। প্রবীরবাবু পেশায় একজন পুলিশ প্রশাসক। তিনি পেশাগত সূত্রে বহু জায়গায় ইতিমধ্যে যাওয়া আসা করেছেন। অথচ তাঁর সংস্পর্শে আসা সকলের এখনও কোনো স্বাস্থ্য পরীক্ষা হয়নি। দীর্ঘদিন ধরেই ববিতাদেবী ডায়াবেটিস রোগে ভুগছিলেন। গত দুদিন আগে কলকাতার অ্যাপোলো বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্যে গেলে করোনা পরীক্ষার জন্যে নমুনা সংগ্র...
- Get link
- X
- Other Apps
*সিপিআই(এম) টেক্সমাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে আজ সমস্ত ওয়ার্ড-এর সমস্ত বুথে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ড থেকে ২৯ নম্বর ওয়ার্ড এই সাতটি ওয়ার্ডের প্রত্যেক বুথে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়* বলরাম বোস,ডি. পি নগর : সিপিআই(এম) টেক্সমাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে আজ সমস্ত ওয়ার্ড-এর সমস্ত বুথে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ড থেকে ২৯ নম্বর ওয়ার্ড এই সাতটি ওয়ার্ডের প্রত্যেক বুথে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় l নীলগঞ্জ রোড ও মিলিটারি রোডের সংযোগস্থলে শালপাতা বাগান, বটতলা অঞ্চলে নিউ বাসুদেবপুর রোডে, দেশপ্রিয় নগর বাজার, k8 বাস স্ট্যান্ডে ,নীলগঞ্জ রোড এই সমস্ত অঞ্চলে ৭ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় l আরফান ঝড় কে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে ,কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হসপিটাল করোনা চিকিৎসার পাশাপাশি সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষকে দিতে হবে, সাধারণ মানুষ যখন সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আন্দোলন করছিল সেই সময় তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী এই সাধারন মানুষের উপর আক্রমণ করে l ...
- Get link
- X
- Other Apps
*যখন থেকে লকডাউন চলছে সেই সময় থেকে নিরবে মানুষের পাশে থাকার চেষ্টা করছে দেশপ্রিয় নগর উদ্যোগ- উদ্যোগী* নিজস্ব সংবাদদাতা, বেলঘড়িয়া : বেলঘড়িয়া দেশপ্রিয় নগর উদ্যোগ - উদ্যোগী স্বেচ্ছাসেবী সংগঠন সারা বছর ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেন l কখনো পুজোতে ছোট ছোট শিশুদের হাতে পুজোর বস্ত্র তুলে দেন l কখনও বা বৃদ্ধ-বৃদ্ধা হাতে খাদ্যসামগ্রী তুলে দেন l সেভাবে লকডাউন চলাকালীন তারা নিরবে পরিযায়ী শ্রমিক ও প্রতিবন্ধীদের পাশে থাকার চেষ্টা করেছে l সেভাবেই তাদের সংগঠনের একজন সদস্য মানস কুমার রায় যিনি প্রচারের আলোয় আসতে চান না l নীরবে মানুষের পাশে থাকতে চান l মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখ কে ভাগ করেন l তিনি তার কাকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র প্রতিবন্ধী ভাই বোনেদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেন l তার কথা কোন কিছু দেওয়া মানে দান বা দয়া নয় l একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকা মানুষের মূল কর্তব্য l তাই তিনি এই লকডাউন সময় তাদের পাশে থাকার চেষ্টা করেছেন এবং আগামী দিনেও তিনি উদ্যোগ - উদ্যোগী সংগঠনের সদস্য হিসাবে তাদের পাশে থাকার চেষ্টা করবেন l
- Get link
- X
- Other Apps
বড়জোড়া বিধানসভা কেন্দ্রে গৃহ সম্পর্ক কর্মসূচির সূচনা হলো ************************* সঞ্জয় মন্ডল. বাঁকুড়াঃ সারা রাজ্যের প্রতিটি জেলার মত বাঁকুড়া জেলাতে ও শুরু হল গৃহ সম্পর্ক অভিযান। জেলার বিভিন্ন প্রান্তে রাজ্য ও জেলা নেতাদের উপস্থিতিতে শুরু হয় এই গৃহ সম্পর্ক অভিযান। জেলার অন্যান্য প্রান্তের মত বর্যরা বিধানসভা কেন্দ্রের পখন্না গ্রামে গৃহ সম্পর্ক অভিযানের মতন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসুচিতে অংশগ্রহণ করেন জেলার বিষ্ণুপুর সাংগঠনিক সভাপতি হরো কালী প্রতিহার, রাজ্য নেতা নির্মল কর্মকার জেলার সাধারণ সম্পাদক বিল্লেস্বর সিংহ মন্ডল সভাপতি চন্দ্রশেখর চক্রবর্তীসহ জেলার বিভিন্ন নেতৃত্ব রা।এদিন বি.জে.পি নেতা এবং দলের সাধারণ সদস্য রা এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের জীবন জীবিকার বিষয় এ কথা বলেন, পাশাপাসি এই এক বছর প্রধানমন্ত্রী ১৩০ কোটি ভারত বাসির জন্য কি কাজ করেছেন তার খতিয়ান সমৃদ্ধ ...
- Get link
- X
- Other Apps
বাঁকুড়া আবারো বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ************************* সঞ্জয় মন্ডল. বাঁকুড়াঃ বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর জোর ধাক্কা খেলো বিজেপি। গোটা রাজ্যে যখন শাসক দল তৃণমূল থেকে বি.জে.পি শিবিরে নাম লেখানোর হিড়িক তখন সাংসদ তথা রাজ্য য়ুব মোর্চার সভাপতি সৌমিত্র খান এর নিজের গড়ে ঘটে গেল উল্টো পুরান।গত ৩ থেকে ৪ দিন এর মধ্যে বাকুড়া জেলার বিভিন্ন এলাকায় বি.জে.পি থেকে তৃণমূল শিবিরে যোগ দিয়েছে বহু মানুষ। ওন্দা, সোনামুখি এবং বড়জোড়া বিধান সভার গদার ডিহি এলাকায় প্রায় ৬০ টি পরিবার। বাঁকুড়া জেলার তৃণমূল নেতা সুখেন বিদ গদারডি র ৬০ টি বি.জে.পি পরিবারের হাতে তৃণমূল এর পতাকা তুলে দেন। যদিও বি.জে.পি নেতা তথা জেলা সাংগঠনিক সভাপতি হরকালি প্রতিহার দাবি করেন পুরো ব্যাপারটা সাজানো। ডুবতে বসা তরিতে কেউ উঠে মরতে চায়না।
- Get link
- X
- Other Apps
মনে রাখি " একটি গাছ একটি প্রাণ" লেখক - চিন্ময়ী বিশ্বাস বিষয় - বিশ্ব পরিবেশ দিবস আজ বিশ্ব পরিবেশ দিবস, ৫ই জুন। প্রত্যেকে গাছ লাগিয়ে দিনটিকে উদযাপন করুন। সুইডেন সরকার ১৯৬৮ সালে ২০ মে "জাতিসংঘের" অর্থ নীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠান,প্রাকৃতিক পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়ে। বিস্তারিত আলোচনা ও সমাধানের লক্ষ্যে সুইডেনের রাজধানীর "স্টকহোমে" একটি সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন পর্যন্ত।এটি বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। অতপর ১৯৭২সালে ৫ ই জুন জাতিসংঘ দ্বিতীয় সম্মেলনে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করেন। সেই ঘোষণা অনুসারে ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্ব ব্যাপী পালিত হয়ে আসছে। প্রতি বছর আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনটি পালিত হয়। আমফান ঝড়ে প্রচুর বৃক্ষ নিধন হয়েছে। তাই আসুন আমরা বৃক্ষ রোপন করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে নিজেদের নিয়োজিত করি।
- Get link
- X
- Other Apps
চারাগাছ বিতরণ করে বিশ্ব পরিবেশ দিবস পালন নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ চলতি বছর জুড়ে কেবলই একটার পর একটা পরীক্ষা দিয়ে যেতে হচ্ছে। করোনা।আমফান।আবার নিসর্গ। একেবারে জর্জরিত করে রেখেছে গোটা দেশকে। আজ বিশ্ব পরিবেশ দিবস। করোনা মহামারির মোকাবিলাকালে এই দিনটিকে উৎযাপন করতে বিতরণ করা হল একটি করে চারা গাছ। “গাছ লাগাও, প্রাণ বাঁচাও”। এই শ্লোকটিকে মাথায় রেখে আজ বিশ্ব পরিবেশ দিবসের প্রাকাল্লে শিলিগুড়ি হায়দার পাড়া বাজার এলাকার পথচলতি মানুষদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। SFI ডাবগ্রাম লোকাল কমিটির উদ্যোগে আজ সকাল থেকে এলাকার বিভিন্ন রাস্তার ধার দিয়ে গাছ বপনও করা হয়। লকডাউনে আয় বন্ধ থাকা মানুষদের করুন পরিস্থিতিতে পাশে দাঁড়ানো যেমন আমাদের মানবিক কর্তব্য তার পাশাপাশি প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্যে গাছ লাগিয়ে মানুষের প্রাণ বাঁচানোও আমাদের অন্যতম সামাজিক কর্তব্য। তাই এই উদ্যোগ বলে জানালেন লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল। প্রকৃতি থেকে গাছপালা কেটে ফেলায় ক্রমশই দূষণের পরিমাণ বেড়ে যাচ্ছে। কিন্তু পরিবেশের নাব্যতা বজায় রাখতে গাছের ভুমিকা অপরিসীম। আজকের দিনে দাঁড়িয়ে সেই বার্তা দিলেন তিনি।...
- Get link
- X
- Other Apps
১৩ দফা দাবি নিয়ে সরব সর্ব ভারতীয় ক্ষেতমজুর ইউনিয়ন নিজস্ব প্রতিবেদন,জলপাইগুড়িঃ করোনার সাথে লড়াই করতে করতে হিমসিম খেতে হচ্ছে গোটা বিশ্বকে। আর সেই মহামারি মোকাবিলায় আর্থিক সংকটে শিকার বহু মানুষ। কেউ হারিয়ে বসে আছেন ঘরবাড়ি। আবার কেউ ঠিকমত পাচ্ছেন না খাবার।এই সমস্ত সমস্যার সমাধানে এবার সরব হল সর্ব ভারতীয় ক্ষেতমজুর ইউনিয়ন সদর ব্লক থানা কমিটির সদস্যরা। এই কমিটির উদ্যোগে বৃহস্পতিবার জেলার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে একটি স্মারকলিপি প্রদান করা হল। এই স্মারকলিপিতে ১৩টি বিষয় নিয়ে দাবি জানানো হয়। ইউনিয়নের নেতৃবৃন্দরা জানান যে, অবিলম্বে রেগার কাজ প্রতি পরিবারের জন্য প্রতিটি বুথ এলাকায় বছরে ২০০ দিন কাজ দিতে হবে , প্রতি শ্রমদিবসের জন্য কমপক্ষে ৩০০ টাকা মজুরির ব্যবস্থা করতে হবে । সরকারের ঘোষণা অনুযায়ী রেগা ১০০ দিনের কাজ শুরু হয়ে যাওয়ার কথা থাকলেও এখনও বেশ কিছু এলাকায় কাজ শুরু হয়নি বলে অভিযোগও করেন তারা। অবিলম্বে এই কাজ শুরু করার দাবি জানানো হয় এই স্মারকলিপিতে।ভিন রাজ্য থেকে ফিরে আসা বহু পরিযায়ী শ্রমিকরা আজ কর্মহীন হয়েছেন। লকডাউনের জেরে ঠিকমত আয়ের সন্ধানে বেরো...
- Get link
- X
- Other Apps
করোনার মাঝেই শুরু হচ্ছে বিশ্বভারতীর পঠনপাঠন নিজস্ব প্রতিবেদন,বীরভুমঃ বীরভুম জেলায় অবস্থিত শান্তিনিকেতন।বারেণ্য কবি রবীন্দ্রনাথা ঠাকুরের তৈরি বিশভারতী। করোনা সংক্রমণের হাত থেকে নিজেদের বাঁচাতে সারা দেশ জুড়ে এওতদিন লকডাউন জারি ছিল। তার জেরে বিশ্বভারতীর সমস্ত পঠনপাঠন ব্যবস্থাও স্থগিত ছিল। বন্ধ ছিল বিশ্বভারতীতে পর্যটকদের আনাগোনাও। তবে চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ায় কিছুটা স্বস্থির মেজাজ নিয়ে পুনরায় পঠনপাঠন ব্যবস্থা চালু হতে চলেছে বলে সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কতৃপক্ষ। করোনা আতঙ্ক নিয়েই খুলছে বিশ্বভারতী। তার দরুন ২৮শে জুন থেকে ১লা জুলাইয়ের মধ্যে বিশ্বভারতীর সকল ছাত্রছাত্রীদের আবাসনে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সম্পূর্ণ এলাকাটি স্যানিটাইজ করে তারপর ছাত্রছাত্রীদের নিয়ে আগের মত শুরু হবে শিক্ষা গ্রহণ প্রক্রিয়ার কাজ। ক্লাস চালু হওয়ার পর থেকে মাস্ক পড়ে এবং সামাজিক দূরত্ব মেনে বসে ক্লাসে উপস্থিত থাকতে হবে নির্দেশকা জানানো হয়েছে। বাইরে থাকা ছাত্রছাত্রীদের বিশ্বভারতীর নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসার নির্দেশ জানিয়ে মেইল করে বিজ্ঞতি জানিয়ে দেওয়া হয়েছে।
- Get link
- X
- Other Apps
ভুট্টার বস্তা থেকে উদ্ধার ২৫৭ কেজি গাঁজা নিজস্ব প্রতিবেদন,জলপাইগুড়িঃ করোনাকালে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। বুধবার এক ট্রাক ভর্তি গাঁজা উদ্ধার হয়েছে জলপাইগুড়ি সংলগ্ন জাতীয় সড়কে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল কোতোয়ালি থানার সহায়তায় এই ট্রাকটিকে আটক করে পুলিশ। গাড়ির চালক সহ আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম টিঙ্কু মন্ডল এবং আলমগীর মন্ডল। তাঁদের দুজনেই নদীয়া জেলার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, ট্রাকটি থেকে ২৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার দাম আনুমানিক ২৫ লক্ষ টাকা। ভুট্টা শষ্যের বস্তায় মুড়ে কোচবিহার থেকে লুকিয়ে নিয়ে আসছিল এই ট্রাকটি। আর নদীয়া যাওয়ার আগেই উদ্ধার হল এই বিপুল পরিমাণ গাঁজা।
- Get link
- X
- Other Apps
* করোনা আমফানের জোড়া ফলায় বিদ্ধ বাংলার কেবল অপারেটিং সিস্টেম* সোমনাথ সরকার : করোনা ঠেকাতে লকডাউনের জেরে আর্থিক সংকট ছিলই। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে বিধ্বংসী আমফানের তাণ্ডব। বাংলা জুড়ে ঝড়ের দাপটে ছিঁড়ে পড়ে আছে কেবলের তার। গাছ পড়ে বাড়ি ধসে এমন লণ্ডভণ্ড দশা অভূতপূর্ব। এমতাবস্থায় , কেবল অপারেটররা পরিষেবা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। লকডাউনের জেরে মানুষের কাছ থেকে পাওনা অর্থ চাইতে পারছেন না অনেকেই। সংযোগ বিচ্ছিন্ন করতেও মানবিকতায় বাধছে। অনেকে ওয়ার্ক ফর্ম হোম চালাতে পারছেন এদের ইন্টারনেট পরিষেবার জন্যই। আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বহু জায়গায় এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক নয়।অনেক জায়গায় বিদ্যুতের তার ও কেবলের তার একসঙ্গে ছিঁড়ে পড়ে আছে , বিপজ্জনক অবস্থায়। বাজ পড়ে যন্ত্রাংশের ক্ষতি হয়েছে প্রচুর। সব মিলিয়ে দিশাহারা অবস্থা। তবুও তাঁরা আপ্রাণ চেষ্টা করছেন গ্রাহকদের পরিষেবা দেওয়ার। অন্যদিকে , গ্রাহকদেরও মনে রাখতে হবে কেবল অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত মানুষদেরও পরিবার পরিজন আছে। তাঁদেরও রোগাক্রান্ত হওয়ার ভয় আছে , দুর...