১৩ দফা দাবি নিয়ে সরব সর্ব ভারতীয় ক্ষেতমজুর ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদন,জলপাইগুড়িঃ করোনার সাথে লড়াই করতে করতে হিমসিম খেতে হচ্ছে গোটা বিশ্বকে। আর সেই মহামারি মোকাবিলায় আর্থিক সংকটে শিকার বহু মানুষ। কেউ হারিয়ে বসে আছেন ঘরবাড়ি। আবার কেউ ঠিকমত পাচ্ছেন না খাবার।এই সমস্ত সমস্যার সমাধানে এবার সরব হল সর্ব  ভারতীয় ক্ষেতমজুর ইউনিয়ন সদর ব্লক থানা কমিটির সদস্যরা। এই কমিটির উদ্যোগে বৃহস্পতিবার জেলার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে একটি স্মারকলিপি প্রদান করা হল। এই স্মারকলিপিতে ১৩টি বিষয় নিয়ে দাবি জানানো হয়। ইউনিয়নের নেতৃবৃন্দরা জানান যে,  অবিলম্বে রেগার কাজ প্রতি পরিবারের জন্য প্রতিটি বুথ এলাকায় বছরে ২০০ দিন কাজ দিতে হবে, প্রতি শ্রমদিবসের জন্য কমপক্ষে ৩০০ টাকা মজুরির ব‍্যবস্থা করতে হবেসরকারের ঘোষণা অনুযায়ী রেগা ১০০ দিনের কাজ শুরু হয়ে যাওয়ার কথা থাকলেও এখনও বেশ কিছু এলাকায়  কাজ শুরু হয়নি বলে অভিযোগও করেন তারা। অবিলম্বে এই কাজ শুরু করার দাবি জানানো হয় এই স্মারকলিপিতে।ভিন রাজ্য থেকে ফিরে আসা বহু পরিযায়ী শ্রমিকরা আজ কর্মহীন হয়েছেন। লকডাউনের জেরে ঠিকমত আয়ের সন্ধানে বেরোতে পারছেন না তারা। অবিলম্বে এই সমস্ত শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে এবং এদের জন্যে “এক দেশ, এক রেশন কার্ড” প্রকল্পের সুবিধা দিতে হবে। যাতে তারা অন্তত পর্যাপ্ত পরিমাণ রেশন সামগ্রীটুকু পান। আশা প্রকাশ করেছেন তারা। পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসতে চাইছেন, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তাদের নিখরচায় নিজ গৃহে ফিরে আসার ব‍্যবস্থা করতে হবে। মৃত ও আহত শ্রমিকদের পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণের ব‍্যবস্থা সহ অন্যান্য দাবিতে এদিন  স্মারকলিপি প্রদান করা হয় জলপাইগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক করণে । এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সভাপতি নবাব আলী , সম্পাদক ইন্দ্রনীল বসুকৌশিক ভট্টাচার্য , সমিজু উদ্দিন আহমেদ , দুলাল রায় , দীপশুভ্র সান‍্যাল সহ অন্যান্যরা ।



Comments

Popular posts from this blog

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি