*সিপিআই(এম) টেক্সমাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে আজ সমস্ত ওয়ার্ড-এর সমস্ত বুথে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ড থেকে ২৯ নম্বর ওয়ার্ড এই সাতটি ওয়ার্ডের প্রত্যেক বুথে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়* 

বলরাম বোস,ডি. পি নগর : সিপিআই(এম) টেক্সমাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে আজ সমস্ত  ওয়ার্ড-এর সমস্ত বুথে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ড থেকে ২৯ নম্বর ওয়ার্ড এই সাতটি ওয়ার্ডের প্রত্যেক বুথে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় l নীলগঞ্জ রোড ও মিলিটারি রোডের সংযোগস্থলে শালপাতা বাগান, বটতলা অঞ্চলে নিউ বাসুদেবপুর রোডে, দেশপ্রিয় নগর বাজার, k8 বাস স্ট্যান্ডে ,নীলগঞ্জ রোড এই সমস্ত অঞ্চলে ৭ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় l আরফান ঝড় কে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে ,কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হসপিটাল করোনা চিকিৎসার পাশাপাশি সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষকে দিতে হবে, সাধারণ মানুষ যখন সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আন্দোলন করছিল সেই সময় তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী এই সাধারন মানুষের উপর আক্রমণ করে l তার প্রতিবাদে বেলঘড়িয়া থানায় ডেপুটেশন ও বিক্ষোভ দেখাতে গিয়ে কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ   ২৩ থেকে ২৫ জন জাতীয় কংগ্রেস সহ বামপন্থী কর্মীরা আক্রান্ত হয় l এর প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয় l এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার, সিপিআই(এম) টেক্সমাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটি অন্যান্য সদস্যসহ ছাত্র-যুব সিপিএমের কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করে l তারই প্রতিবাদে আজ প্রতিটি ওয়ার্ড জুড়ে সিপিআই(এম )পক্ষ থেকে ধিক্কার ও প্রতিবাদ জানান l

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো