প্রয়াত প্রবীন কংগ্রেস
নেতা বুদ্ধিমান ছেত্রী
নিজস্ব প্রতিবেদন,
সোনভদ্রঃ ফের রাজনৈতিক মহলে নক্ষত্রপতন। আজ প্রয়াত হলেন উত্তর প্রদেশের সোনভদ্র
জেলার খাড়িয়ার এক অন্যতম কংগ্রেস নেতা। ৯২ বছর বয়সে পরলোক গমন করলেন প্রবীন কংগ্রেস
নেতা বুদ্ধিমান ছেত্রী। বাধক্যজনিত বহুদিন ধরেই ভুগছিলেন তিনি। সূত্রের খবর,
ব্রেইন স্টোক হওয়ার কারণে তিনি মারা যান। তার মৃত্যতে শোকাহত গোটা রাজনৈতিক মহল।
আজ তাঁর মরদেহ খাড়িয়ার বাড়িতে নিয়ে আসা হলে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন খড়িয়া
অঞ্চলের কংগ্রেস সভাপতি সত্যব্রত চক্রবর্তী, অল ইন্ডিয়া কংগ্রেস ওয়ার্কাস কমিটির
রাজ্য সভাপতি সমীরণ শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক গণেশ
ঘোষ, এবং অন্যান্য দলীয় কর্মীরা।
বুদ্ধিমানবাবুর প্রয়াণে
শোকের ছায়া এলাকা জুড়ে। তাঁর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন বিধায়ক
দেবপ্রসাদ রায় , কংগ্রেস নেতা তপন কুমার চক্রবর্তী। আরাধনা ক্লাবের পক্ষ থেকে এবং
সানুপাড়া কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
Comments
Post a Comment