মনে রাখি  " একটি গাছ একটি প্রাণ"
লেখক - চিন্ময়ী বিশ্বাস 
বিষয় - বিশ্ব পরিবেশ দিবস
আজ বিশ্ব পরিবেশ দিবস, ৫ই জুন। প্রত্যেকে গাছ লাগিয়ে দিনটিকে উদযাপন করুন।
সুইডেন সরকার ১৯৬৮ সালে ২০ মে "জাতিসংঘের" অর্থ নীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠান,প্রাকৃতিক পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়ে। বিস্তারিত আলোচনা ও সমাধানের লক্ষ্যে সুইডেনের রাজধানীর "স্টকহোমে" একটি সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন পর্যন্ত।এটি বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। অতপর ১৯৭২সালে ৫ ই জুন জাতিসংঘ দ্বিতীয় সম্মেলনে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করেন। সেই ঘোষণা অনুসারে ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্ব ব্যাপী পালিত হয়ে আসছে। প্রতি বছর আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনটি পালিত হয়। আমফান ঝড়ে প্রচুর বৃক্ষ নিধন হয়েছে। তাই আসুন আমরা বৃক্ষ রোপন করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে নিজেদের নিয়োজিত করি।


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ