বড়জোড়া বিধানসভা কেন্দ্রে গৃহ   সম্পর্ক  কর্মসূচির  সূচনা হলো 
*************************

সঞ্জয় মন্ডল.  বাঁকুড়াঃ  সারা   রাজ্যের  প্রতিটি জেলার  মত বাঁকুড়া জেলাতে ও শুরু হল গৃহ সম্পর্ক অভিযান। জেলার বিভিন্ন প্রান্তে রাজ্য ও জেলা নেতাদের উপস্থিতিতে শুরু হয় এই গৃহ সম্পর্ক অভিযান। জেলার অন্যান্য প্রান্তের মত বর্যরা বিধানসভা কেন্দ্রের পখন্না গ্রামে গৃহ সম্পর্ক অভিযানের মতন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসুচিতে অংশগ্রহণ করেন জেলার বিষ্ণুপুর সাংগঠনিক সভাপতি হরো কালী প্রতিহার, রাজ্য নেতা নির্মল কর্মকার জেলার সাধারণ সম্পাদক বিল্লেস্বর সিংহ মন্ডল সভাপতি চন্দ্রশেখর চক্রবর্তীসহ জেলার বিভিন্ন  নেতৃত্ব রা।এদিন  বি.জে.পি নেতা  এবং দলের সাধারণ  সদস্য রা এলাকার মানুষের বাড়ি  বাড়ি  গিয়ে  মানুষের     জীবন  জীবিকার বিষয় এ কথা  বলেন, পাশাপাসি  এই এক বছর  প্রধানমন্ত্রী  ১৩০ কোটি ভারত বাসির জন্য  কি কাজ  করেছেন  তার  খতিয়ান   সমৃদ্ধ  একটি  পত্র পরিবার  গুলির  হাতে  তুলে  দেন।  সাধারণ  মানুষ  নেতা দের কাছে  পেয়ে   তৃণমূল নেতাদের বিরুদ্ধে  একাধিক  দুর্নীতির অভিযোগ করেন।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো