বাঁকুড়া আবারো বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান
*************************
সঞ্জয় মন্ডল. বাঁকুড়াঃ বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর জোর ধাক্কা খেলো বিজেপি। গোটা রাজ্যে যখন শাসক দল তৃণমূল থেকে বি.জে.পি শিবিরে নাম লেখানোর হিড়িক তখন সাংসদ তথা রাজ্য য়ুব মোর্চার সভাপতি সৌমিত্র খান এর নিজের গড়ে ঘটে গেল উল্টো পুরান।গত ৩ থেকে ৪ দিন এর মধ্যে বাকুড়া জেলার বিভিন্ন এলাকায় বি.জে.পি থেকে তৃণমূল শিবিরে যোগ দিয়েছে বহু মানুষ। ওন্দা, সোনামুখি এবং বড়জোড়া বিধান সভার গদার ডিহি এলাকায় প্রায় ৬০ টি পরিবার। বাঁকুড়া জেলার তৃণমূল নেতা সুখেন বিদ গদারডি র ৬০ টি বি.জে.পি পরিবারের হাতে তৃণমূল এর পতাকা তুলে দেন। যদিও বি.জে.পি নেতা তথা জেলা সাংগঠনিক সভাপতি হরকালি প্রতিহার দাবি করেন পুরো ব্যাপারটা সাজানো। ডুবতে বসা তরিতে কেউ উঠে মরতে চায়না।
Comments
Post a Comment