গাছ বিতরণ করে সমাজ গড়ার বার্তা তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন, পটাশপুরঃ দিনের পর বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যায়। তার উপর গাছ কেটে ফেলে চারিদিকে গড়ে তোলা হচ্ছে বড় বড় অট্টালিকা। হারিয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য। বেড়ে চলেছে পরিবেশ দূষণের মাত্রাও। গাছ লাগিয়ে প্রাণ বাঁচাতে এবার উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেস। এলাকার সাধারণ মানুষের হাতে উচ্চফলনশীল ফলের চারা গাছ বিতরণ করা হয়। প্রায় ১৫০ জনকে চারাগাছ প্রদান করা হয়। এই কর্মসূচীর মাধ্যমে আগামীদিনে সুস্থ সমাজ গড়ার বার্তাও দেওয়া হয়। এই কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলমাধব দাস অধিকারী এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্তু মাইতি এবং দলীয় আরো কর্মীরা।

Comments

Popular posts from this blog

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি