বেলঘড়িয়া দেশপ্রিয় নগর উদ্যোগ- উদ্যোগী সেচ্ছাসেবী সংগঠন পক্ষ থেকে ভারত-চীন সীমান্তে বীর সন্তানরা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন

নিজস্ব প্রতিনিধি ,কামারহাটি : বেলঘড়িয়া দেশপ্রিয় নগর উদ্যোগ- উদ্যোগী সেচ্ছাসেবী সংগঠন পক্ষ থেকে ভারত-চীন সীমান্তে  বীর সন্তানরা শহীদ হয়েছে তাদের প্রতি পুষ্প অর্পণ ও মোমবাতি ধরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় l সংগঠনিক সম্পাদক মনোজ দাস ও সংগঠনের সভাপতি সমিরন  দে, এবং সংগঠনের অভিভাবক সনজ মল্লিক শহীদদের পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন, এছাড়া উপস্থিত ছিলেন জয়ন্ত দাস, শুভঙ্কর দাস, মৈনাক দাস, কুনাল শান্তারা, মহিলা সদস্য আরতী সাহা, সৃঞ্চিণী পোদ্দার ,ও সরজিত দাস সোমনাথ দাশগুপ্ত এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল এলাকার মানুষরাও এগিয়ে আসেন ও বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এবং ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের স্মৃতি স্মরণ করা হয় l শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় l

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো