করোনার মাঝেই শুরু হচ্ছে বিশ্বভারতীর পঠনপাঠন

নিজস্ব প্রতিবেদন,বীরভুমঃ বীরভুম জেলায় অবস্থিত শান্তিনিকেতন।বারেণ্য কবি রবীন্দ্রনাথা ঠাকুরের তৈরি বিশভারতী। করোনা সংক্রমণের হাত থেকে নিজেদের বাঁচাতে সারা দেশ জুড়ে এওতদিন লকডাউন জারি ছিল। তার জেরে বিশ্বভারতীর সমস্ত পঠনপাঠন ব্যবস্থাও স্থগিত ছিল। বন্ধ ছিল বিশ্বভারতীতে পর্যটকদের আনাগোনাও। তবে চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ায় কিছুটা স্বস্থির মেজাজ নিয়ে পুনরায় পঠনপাঠন ব্যবস্থা চালু হতে চলেছে বলে সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কতৃপক্ষ। করোনা আতঙ্ক নিয়েই খুলছে বিশ্বভারতী। তার দরুন ২৮শে জুন থেকে ১লা জুলাইয়ের মধ্যে বিশ্বভারতীর সকল ছাত্রছাত্রীদের আবাসনে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সম্পূর্ণ এলাকাটি স্যানিটাইজ করে তারপর ছাত্রছাত্রীদের নিয়ে আগের মত শুরু হবে শিক্ষা গ্রহণ প্রক্রিয়ার কাজ। ক্লাস চালু হওয়ার পর থেকে মাস্ক পড়ে এবং সামাজিক দূরত্ব মেনে বসে ক্লাসে উপস্থিত থাকতে হবে নির্দেশকা জানানো হয়েছে। বাইরে থাকা ছাত্রছাত্রীদের বিশ্বভারতীর নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসার নির্দেশ জানিয়ে মেইল করে বিজ্ঞতি জানিয়ে দেওয়া হয়েছে।  


Comments

Popular posts from this blog

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি