ভুট্টার বস্তা থেকে উদ্ধার ২৫৭ কেজি গাঁজা
নিজস্ব প্রতিবেদন,জলপাইগুড়িঃ করোনাকালে
উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। বুধবার এক ট্রাক ভর্তি গাঁজা উদ্ধার হয়েছে
জলপাইগুড়ি সংলগ্ন জাতীয় সড়কে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল কোতোয়ালি থানার সহায়তায় এই
ট্রাকটিকে আটক করে পুলিশ। গাড়ির চালক সহ আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের
নাম টিঙ্কু মন্ডল এবং আলমগীর মন্ডল। তাঁদের দুজনেই নদীয়া জেলার বাসিন্দা। পুলিশ সূত্রের
খবর, ট্রাকটি থেকে ২৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার দাম আনুমানিক ২৫ লক্ষ টাকা।
ভুট্টা শষ্যের বস্তায় মুড়ে কোচবিহার থেকে লুকিয়ে নিয়ে আসছিল এই ট্রাকটি। আর নদীয়া
যাওয়ার আগেই উদ্ধার হল এই বিপুল পরিমাণ গাঁজা।
Comments
Post a Comment