বাম-কংগ্রেসের যৌথ উদ্যোগে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল 

বলরাম বোস, ব্যরাকপুরঃ  সিপিআইএম টিটাগর ব্যারাকপুর এরিয়া কমিটি ও ব্যারাকপুর শহর এরিয়া কমিটির যৌথ ডাকে ব্যারাকপুর বামফ্রন্ট এবং টিটাগর বামফ্রন্টের ব্যারাকপুর এবং টিটাগর অঞ্চলের জাতীয় কংগ্রেসের যৌথ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল দুটি মিছিল সংঘটিত হয় একটি মসজিদ মোড় থেকে শুরু হয়ে অপরটি বড়পোল অঞ্চল থেকে শুরু হয়ে ওল্ড ক্যালকাটা রোডে স্টেট ব্যাংকের মোড়ে সংযুক্ত হয় সেখান থেকে মিছিল দুটি একটি মিছিলে রূপান্তরিত হয়ে ব্যারাকপুর চিড়িয়া মোড়ের উপরে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সভায় এই সভা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুসু পুত্তলিকা পড়ানো হয় এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সি আই টি ইউ উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চ্যাটার্জী প্রাক্তন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তড়িৎ বরণ তরফদার এবং প্রাক্তন ব্যারাকপুর পৌরসভার সিপিআইএমের পৌর প্রধান বিজলি মিত্র জাতীয় কংগ্রেসের নেতা শম্ভু দাস ও মোহম্মদ ওমর সহ তাপস মৈত্র সিপিআই নেতা গৌতম বিশ্বাস সহ বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের কর্মী-সমর্থকরা এই ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন। 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো