খুদেদের রকমারি খাবার উপহার প্রদান করে পালন করা হলো এবছরের রথযাত্রা উৎসব
সৃঞ্চিনী পোদ্দার, চিড়িয়ামোড়ঃ করোনার জেরে বদলে গেল বাঙালীর অন্যতম পার্বণ রথযাত্রা উৎসবের কিছু প্রথা।তার জেরে এবছর আর রথ চড়া হলো না জগন্নাথ,বলরাম এবং সুভদ্রার। এই তিন ভাইবোনের আপ্যায়নের ব্যবস্থা করা হয় রাজ্যের বিভিন্ন জায়গার জগন্নাথ মন্দিরেই। হতাশময় এই পরিস্থিতিতে কিছুটা আনন্দ দিতে চিড়িয়ামোড় সব্জি অঞ্চলে কচিকাচাদের হাতে জগন্নাথ দেবের মহা প্রসাদ প্রদান করা হয়।কলকাতা পৌরসভা কর্পোরেশনের অন্তর্গত ২নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের কার্যকারী সভাপতি দেবাশীষ বিশ্বাসের তত্বাবধানে রথযাত্রার শুভ লগ্নে এই কর্মসূচীর আয়োজন করা হয়। সংশ্লিষ্ট এলাকার প্রায় ১৫০ জন বাচ্চাদের হাতে তাদের প্রিয় খাবারের রকমারি পদ প্রদান করা হয়। লিস্টে ছিল বিস্কুট, কেক, স্বাস্থ্যকর পানীয়, লজেন্স এবং একটি করে মাস্কও। এইদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মালা সাহা , উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি বিশ্বজিৎ দে এবং দলীয় অন্যান্য কর্মীরাও। করোনা আবহ থেকে বেড়িয়ে দ্রুত আগামী বছরে যাতে এইদিন আগের মত ধুমধাম করে পালন করার কথা প্রার্থনা করলেন কর্মসূচীর সকল সদস্যরা। রথযাত্রার এই শুভলগ্নে রকমারি খাবার উপহার পেয়ে খুশির মেজাজে খুদেরা।     
  

Comments

Popular posts from this blog

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি