সবুজ বাঁচাতে বিক্ষোভের পথে জেলা
বরুন গুহ, ডানকুনিঃ হুগলি জেলার ডানকুনি হাউসিং মোড়ে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় । উড়িষ্যার কালাহান্ডির খান্ডুলমালি জঙ্গলকে রাতের অন্ধকারে লকডাউনের মধ্যেই কেটে সাফ করার প্রতিবাদ জানানো হয় এই বিক্ষোভে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার সংস্থার সম্পাদক সেখ মাবুদ আলী, সর্বভারতীয় সভাপতি আবু আজাদ সহ সবুজ সৈনিকের দল। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড বিভিন্ন জেলায় জেলায় এই প্রতিবাদ সভা করে চলেছে।এছাড়া পথ চলতি অনেক মানুষ এই সভায় এসে যোগ দেন। বহু মানুষের সহযোগিতায় গর্জে উঠে আজকের এই বিক্ষোভ কর্মসূচীর। সবুজ ধ্বংসের বিরুদ্ধে এই লড়াই আগামীতেও জারি থাকবে বলে কড়া হুঁশিয়ারি বিক্ষোভকারীদের । তাদের আরও দাবি যে ১৯১টি সবুজ ধংসের প্রোজেক্ট পাশ করা হয়েছে তা বাতিল করতে হবে এবং যে ৯০টি পরিবারকে উৎখাত করা হয়েছে তাদের ওখানেই স্থায়ীভাবে বসবাস করা ব্যবস্থা করে দিতে হবে।
Comments
Post a Comment