জলমগ্ন গোটা বিটি রোড 

বলরাম বোস, কামারহাটি, পানিহাটিঃ রাজ্য যখন উন্নয়নের জোয়ারে ভাসছে তখন কামারহাটি পৌরসভা অঞ্চল এবং পানিহাটি পৌরসভা অঞ্চলের উন্নয়নের জোয়ারে ভাসার চিত্র ফুটে উঠলো বি টি রোডে পানিহাটির আল্পেন ডেয়ারি থেকে কামারহাটি পৌরসভার অন্তর্গত 11 নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত সোদপুর এর দিক থেকে ডানলপের দিকে আসার বি টি রোডের জলে ভাসছে বিটি রোড না পুকুর বোঝা যাচ্ছে না এইদিকে জলের পরিমাণ অনেক বেশি এবং উল্টো দিকে ডানলপের দিক থেকে সোদপুরের দিকে যেতে বিটি রোডের উপর এইদিকে জলের পরিমাণ একটু কম তৃণমূলের রাজত্বে উন্নয়ন মানে নীল সাদা রং শুধু বিটি রোডের এই জলের ফলে যানজটের সৃষ্টি হচ্ছে কামারহাটি মোর 11 নম্বর বাস স্ট্যান্ড প্রবর্তক জুটমিলের বাস স্ট্যান্ড এবং পানিহাটির আল্পেন ডেয়ারি এইখানে জলের জন্য জ্যামের সৃষ্টি হচ্ছে সপ্তাহের প্রথম দিন একদিনের বৃষ্টিতে এই জলমগ্ন অবস্থায় মানুষ নাজেহাল হয়ে উঠছে বি টি রোডে আসা মানুষেরা একদিকে সাগর দত্ত হাসপাতাল ইএসআই হাসপাতাল এবং 11 নম্বর বাসস্ট্যান্ডে একটি বেসরকারি নার্সিং হোম এখানে চিকিৎসার জন্য আসা মানুষের নাজেহাল হতে হচ্ছে এটাই হচ্ছে তৃণমূলের সরকারের উন্নয়নের চিত্র 

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক