*যখন থেকে লকডাউন চলছে সেই সময় থেকে নিরবে মানুষের পাশে থাকার চেষ্টা করছে দেশপ্রিয় নগর উদ্যোগ- উদ্যোগী*
নিজস্ব সংবাদদাতা, বেলঘড়িয়া : বেলঘড়িয়া দেশপ্রিয় নগর উদ্যোগ - উদ্যোগী স্বেচ্ছাসেবী সংগঠন সারা বছর ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেন l কখনো পুজোতে ছোট ছোট শিশুদের হাতে পুজোর বস্ত্র তুলে দেন l কখনও বা বৃদ্ধ-বৃদ্ধা হাতে খাদ্যসামগ্রী তুলে দেন l সেভাবে লকডাউন চলাকালীন তারা নিরবে পরিযায়ী শ্রমিক ও প্রতিবন্ধীদের পাশে থাকার চেষ্টা করেছে l সেভাবেই তাদের সংগঠনের একজন সদস্য মানস কুমার রায় যিনি প্রচারের আলোয় আসতে চান না l নীরবে মানুষের পাশে থাকতে চান l মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখ কে ভাগ করেন l তিনি তার কাকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র প্রতিবন্ধী ভাই বোনেদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেন l তার কথা কোন কিছু দেওয়া মানে দান বা দয়া নয় l একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকা মানুষের মূল কর্তব্য l তাই তিনি এই লকডাউন সময় তাদের পাশে থাকার চেষ্টা করেছেন এবং আগামী দিনেও তিনি উদ্যোগ - উদ্যোগী সংগঠনের সদস্য হিসাবে তাদের পাশে থাকার চেষ্টা করবেন l
Comments
Post a Comment