Posts

Showing posts from 2024

প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি

Image
  নিজস্ব প্রতিবেদন,কলকাতা: প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। শনিবার বারাণসীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। একমাসের বেশি সময় ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। উত্তর প্রদেশের বারাণসীতে একটি সেমিনারে অংশগ্রহণ করতে গিয়ে গত ২৩ অক্টোবর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেমিনার হলেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। এদিন প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি। প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্য পুলিশের আইজি পদে থাকাকালীন অবসরগ্রহণ করেন তিনি।

আয়োজিত হল ১৩তম বঙ্গ গৌরব অনন্য সম্মান-২০২৪

Image
  নিজস্ব প্রতিনিধি,কলকাতা: কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ১৩তম বঙ্গ গৌরব অনন্য সম্মান-২০২৪। রিপোর্টারর্স এ্যান্ড ফটোগ্রাফার এসোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশান ও অলক ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হল।এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, অলক ফাউন্ডেশানের কর্ণধার দেবযানী ঘোষ, আর পি এ-সংস্থার সহ-সভাপতি সনৎ সেন,রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ধন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইলো দে বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজদ্বীপ ব্যানার্জী।১৩ তম বঙ্গ গৌরব অনন্য সন্মান মোট নয়জনকে প্রদান করা হয়। তাদের মধ্যে তিনজন সার্টিফিকেট সহ স্বর্ণপদক লাভ করেন। তারা হলেন যথাক্রমে- শাইলো দে বিশ্বাস, দেবযানী চক্রবর্তী ও বীনা দত্ত কর। এছাড়াও ছয়জন সার্টিফিকেট এবং ট্রফি প্রাপকেরা হলেন সুষেন চৌধুরী, শুভ্রা নায়েক, তারক ধর, নিউজ স্টারডম এর সম্পাদক গোপাল দেবনাথ, অরূপ গুহ ও তপন জানা। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকাশ চ্যাটার্জী, রিয়া দাস, দে...

ভারতের প্রথম সোনা বিজয়ীনিকে সম্মান প্রদান

Image
   শুভ ঘোষ, কলকাতা: কলকাতা প্রেসক্লাবে ভারতীয় সোনা বিজয়ী শিবানী আগারওয়ালের পক্ষ থেকে একটা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বেলজিয়াম শহরে ১৫ তারিখ থেকে ১৭ ই নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ক্যান্ডিড স্পোর্টস মাস্টার্স এর ম্যারাথন কেটব্যল স্পোর্টস বিভাগে শিবানী আগরওয়াল হলেন সেই নাম যিনি ভারতের প্রথম সোনা বিজয়ী মহিলা। মাইথন অলওয়েস লিমিটেড কর্তৃক শ্রি সুভাষ আগরওয়াল গর্বিত হন শিবানির জন্য। শিবানী ও তার স্বামী মায়ঙ্ক আগারওয়াল ও তার কোচ মিস্টার অর্ণব সরকারের পক্ষ থেকে উৎসাহিত হন। পাশাপাশি তিনি জানিয়েছেন নয় বছরের শিশু পুত্রের সাথেও সমানভাবে তাল দিয়ে সংসারের সামলাছেন। 

আসছে বাংলা ছবি রুদ্র

Image
শুভ ঘোষ, সল্টলেক: এদিন সল্টলেক ডাউনটাউন শপিংমলে মিরাজ সিনেমায় ড্রিম মিডিয়া প্রযোজিত কেএস ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্টের সহযোগিতায় ডাইরেক্টর রাজকুমার সোয়েন ও বাপ্পাদিত নন্দী নতুন বাংলা সিনেমা রুদ্র গ্র্যান্ড প্রিমিয়ার। স্টোরী কুন্তল ঘোষাল, মিউজিক- অর্পণ দত্ত, পাণঞ্জল দাষ, ঋষি ঘোষ। নৃত্য পরিচালক রিমু মুখার্জি। ডি.ও.পি-আনমল সাহা, রঞ্জিত মন্ডল। গায়িকা লগ্নজিতা চক্রবর্তী, সোমলতা আচার্য, সিধু, রাহুল দত্ত রাজ বর্মন,। রুদ্ধ বাংলা সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত ও লাবনী সরকার এছাড়া আরো অনেক গুণী শিল্পীরা।

অশোকরাজ এক ব্যায়াম মন্দিরের আয়োজনে স্পোর্টস চ্যাম্পিয়নশিপ

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং কলকাতা জেলা নিয়ে আর্ম ফাইটিং, বডি বিল্ডিং, মেনস ফিজিক এবং আইরন লিফটিং স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ গত ১০ নভেম্বর রবিবার আয়োজিত হলো বাঙ্গুর কলকাকলি মুক্ত মঞ্চে। আয়োজনে- অশোক আখড়া এক ব্যায়াম মন্দির। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমল চন্দ, গোপাল দেবনাথ,পার্থ চন্দ, গৌরাঙ্গ চক্রবর্তী, রাজীব ব্যানার্জী, শ্রীকান্ত মাইতি, তরুণ মাজি, রতন সাহা এবং উজ্জ্বল স্যার। সারাদিন ব্যাপী প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা মিলিয়ে ৮০ জন অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে ২জন প্রবীণ ব্যক্তি এবং একজন শারীরিকভাবে প্রতিবন্ধী ২৩ বছরের যুবক এই খেলায় অংশগ্রহণ করে। এদিনের প্রতিযোগিতায় স্ট্রং উইমেন খেতাব লাভ করে পম্পা বিশ্বাস এবং মঞ্জুলা চৌধুরী। স্ট্রং ম্যান এর খেতাব লাভ করে অমিত ভদ্র, শুভম চ্যাটার্জি, রোহন নন্দন, অমিত সাহা, সুপ্রিয় ঘোষ এবং দেবকুমার কুন্ডু। সংস্থার কর্ণধার অশোকরাজ এর সাথে অনুষ্ঠানটি সফল করতে অফিসিয়াল হিসেবে হাজির ছিল কিশোর দাস, শ্রীমতি মহেশ্বরী, আমিশারাজ, আয়েশারাজ এবং অমররাজ। প্রতিযোগীদের সাথে উপস্থিত অতিথিগণ অশোকরাজ এবং তার সংস্থা অশোকরাজ...

পূজার ব্যানার ফটোশুট

Image
  শুভ ঘোষ, কলকাতা: কাশফুলের গন্ধে ভেসে আসছে ঢাকের বাদ্য আওয়াজ যেনো মনে হয় মা জগদ্ধাত্রী আসছেন। ঠিক সেই মুহূর্তে বাঘাযতীন এ.পি স্টুডিওতে ক্রিয়েটিভ ডাইনামিক ট্যালেন্টস এর উদ্যোগে জগদ্ধাত্রী পূজার ব্যানার ফটোশুটের আয়োজন করা হয়। সাগ্নিক চ্যাটার্জি ও অভিলাষা রায়ের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর ফটোশুট হয়ে গেলো। মডেলদের পোশাক এবং সাজসজ্জা ডিজাইনার হিসেবে উপস্থিত ছিলেন সোমা দাস(বুটিক)। এই দিনের এই ফটোশুটে ছোট-বড় বহু মডেলরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী অনামিকা রক্ষিত, নেহা দাস,পর্ণা বল,পর্ণালী গুহ,ময়ূরীকা সাধুখাঁ।ইনাদের মেকাপ দিয়ে ফুটিয়ে তুলে ধরেছেন মেঘা ঘোষ। ফটোগ্রাফার হিসেবে উপস্থিত ছিলেন ঈশীতা দাস। 

যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: মা কালীর আরাধনার জন্য সাজসাজ রব সারা বাংলা জুড়ে। আলোর উৎসবে মেতে উঠতে প্রস্তুত আপামর বাংলা। মায়ের আশীর্বচন সকলের জীবনে বর্ষিত হোক। মা দিগম্বরীর পুণ্যাশিসে সঞ্চারিত হোক নতুন আশার আলো, সমস্ত মলিনতা ধুয়ে যাক আলোর এই ঝরনা ধারায়। সৌভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক বাংলায়। মা-মাটি-মানুষের শুভকামনায় ব্রতী হয়ে ন্যায়ের প্রতিপালিকা মায়ের কাছে আমার এই প্রার্থনা যে - সকল দ্বেষ-গ্লানি থেকে মুক্ত হোক এই সমাজ। কালী পুজোর প্রাক্কালে কলকাতার বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে একাধিক মন্ডপের দুয়ার দর্শনার্থীদের জন্যে খুলে দেন মুখ্যমন্ত্রী।  এদিন গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব, জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব, ইন্ডিয়া ক্লাব, ভেনাস ক্লাবের কালীপুজোর শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর উদ্যোগে বিজয়া সম্মিলনী

Image
  সায়ন দেবনাথ ,কলকাতা: অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর উদ্যোগে মঙ্গলম ব্যাংকোয়েট এ আয়োজিত হলো বিজয়া সম্মিলনী।উপস্থিত ছিলেন সংস্থার সর্বভারতীয় চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা বুম্বা মুখার্জী। সাথে ছিলেন মেট্রোরেলের প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার এবং সংগীতশিল্পী প্রত্যুষ মুখার্জী, মধুসূদন দে, বিমল সাহা, শুভাশীষ গুহ, শেখ আব্দুল সেলিম, আলতামাস সামসি সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজন। বিশিষ্টজনদের উত্তরীয় দিয়ে সন্মান জানানো হয়। প্রত্যুষ বাবু একটি জনপ্রিয় গান পরিবেশন করেন। অন্যান্য বক্তাদের মধ্যে সংস্থার মিডিয়া সেলের সম্পাদক গোপাল দেবনাথ সংস্থার কার্য্যবিধি সম্পর্কে মূল্যবান বক্তব্য পেশ করেন। বুম্বা বাবু আগামী ১০ ডিসেম্বর রোটারি সদনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত সন্মাননা প্রদান অনুষ্ঠানে সকল সদস্যদের সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান। বুম্বা বাবু আরও বলেন কলকাতার সকল সদস্য যেন মানবাধিকার আন্দোলন এবং সেবামূলক কাজে একসাথে ঝাঁপিয়ে পড়েন।

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ

Image
  সৃঞ্চিণী পোদ্দার, বিরাটি: সমন্বয় বিরাটির ডাকে প্রতীকী অনশন মঞ্চে শামিল শতাধিক মানুষ। বাচ্চা থেকে শুরু করে এলাকার সাধারও মানুষ। বহু চিকিৎসক সকলদের নিয়ে সাংস্কৃতিক প্রতিবাদী সন্ধ্যার আয়োজন করা হয়। সমর্থন করেন পথ চলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় দোকানদাররাও।  আরজিকর কান্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা রাজ্য। কলকাতার বুকে সরকারি হাসপাতালের ভিতর হয়ে যাওয়াকে নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সঠিক বিচারের দাবি চিকিৎসক মহল থেকে শুরু করে আমজনতার। তারই মাঝে বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে প্রতিকী অনশনের ডাক দেওয়া হয়। সমন্বয় বিরাটির উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিরাটি বণিক মোর জুড়ে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। এই দিনের এই অনশন মঞ্চে বহু চিকিৎসক থেকে শুরু করে এলাকার শিশু এবং সাধারণ মানুষ সামিল হন । কেউ তুলির টানে প্রতীকী অনশন মঞ্চ থেকে প্রতিবাদের আওয়াজ তুলে। আবার কেউ গানের সুরে স্লোগান তুলে প্রতিবাদে সামিল হন। 

ভিজিটেল হোটেলের সোল কিচেন রেস্তোরাঁয় শক্তিরূপেন মহা ভোজ

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: খাদ্য সংগ্রহ শুধু উদরপূরণের জন্য নয়, শক্তির জন্যই খাদ্য সংগ্রহ। তাই ভিজিটেল হোটেল সংস্থার শক্তিরূপেন পুজোর ভোজ সার্থক নামকরণ।  পূর্ব কলকাতার বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালের পাশে ভিজিটেল হোটেলের সোল (SOUL) কিচেন রেস্তোরাঁয় পুজোর কদিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত লাঞ্চ ও ডিনারে থাকছে শক্তিরূপেন ভোজের আয়োজন। সাধারণ মধ্যবিত্তের সাধ ও সাধ্যের মেলবন্ধন ঘটিয়ে কর সমেত মাত্র ৭৯৯/- টাকার ব্যুফে ও আলাকার্ট ব্যবস্থা থাকছে।  অনলাইনে বুকিং গ্রূপে বুকিং এবং ফোনের মাধ্যমে অগ্রিম বুকিং করলে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। বাংলার সাবেকি ঘরোয়া রান্নার একটি বিশাল তালিকা। আপ্যায়ন পানীয়তে থাকছে আমপোড়া সরবত, গন্ধরাজ ঘোল, কোমল পানীয়। শুরুর পাতে ডিমের ডেভিল, চিকেন টিক্কা , মোচার চপ, ভিক্টোরিয়া বড়া ,ভেজিটেবল কাটলেট। মূল পর্বে বেছে নিতে পারবেন- কলকাতা স্টাইল হান্ডি মুর্গ বিরিয়ানি, মটন কষা, কাঁচা লঙ্কাবাটা দিয়ে ভাপা পারশে সর্ষে, মাছের ডিমের টক, কড়াইশুঁটি -ধোকার ডালনা, আলু -পোস্ত, শুকতো, পাঁচমিশালী চচ্চড়ি, সবজি দিয়ে মুগ ডাল, নারকেল দিয়ে ছোলার ডাল, বাসন্তী পোলা...

অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের উদ্যোগে- শের ই হিন্দুস্থান ও হিন্দুস্থান শ্রী

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: আজকের দিনে ফাস্ট ফুডের যেমন রমরমা ঠিক তেমনই শরীর কে ফিট রাখার জন্য ব্যাঙের ছাতার মতো সর্বত্র গজিয়েছে জিম। জীবনে সুস্থ ভাবে বেঁচে থাকতে গেলে শরীর চর্চার কোনো বিকল্প নেই। মোবাইল ফোন কে একটু দূরে রেখে নিজের শরীরের কথা একবার ভাবা উচিৎ। এই সব কথা মাথায় রেখে বলিউড অভিনেতা এবং স্পোর্টস পার্সন অশোকরাজ মুম্বাই কে বিদায় জানিয়ে এই বাংলার ছেলে মেয়েদের শরীরচর্চার কথা মাথায় রেখে শুরু করলেন অশোক আখড়া এক ব্যাম মন্দির। এই নামের মধ্যে আছে ১০০% শুদ্ধতা। এই সংস্থার উদ্যোগে গত ২৯ সেপ্টেম্বর রবিবার লেকটাউন মুক্ত মঞ্চে আয়োজিত হয়েছিল শের ই হিন্দুস্থান এবং হিন্দুস্থান শ্রী। সহযোগিতায় ছিল আর্ম ফাইটিং ফেডারেশন অফ ইন্ডিয়া। এদিনের বিশেষ আকর্ষণ ছিল রিস্ট ফাইটিং। এর আগে এই দেশে এই খেলা কখনও আয়োজিত হয়নি বলে জানালেন উদ্যোক্তা অশোকরাজ। অন্যান্যদের মধ্যে ছিল আর্মস ফাইটিং, বডি বিল্ডিং, মেনস ফিজিক ও ডেনিম ফিজিক। এদিন অনুষ্ঠান মঞ্চে ছোট বড় পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। মোট ৮টি গ্রূপে ভাগ করা হয়েছিল প্রতিযোগীদের। যাদের বয়স ১২-১৪-১৬ বছরের নিচে। এ ছাড়াও যে সকল প্রতিযো...

হৃদয়ে ঈশ্বর

Image
  অভিজিৎ হাজরা, হাওড়া :-বাঙালীর নজবজাগরণের অন্যতম প্রাণপুরুষ, সমাজসংস্কারক, নারীশিক্ষা বিস্তারের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিবস উপলক্ষে গ্ৰামীণ হাওড়া জেলার আমতা বিধান সভার আমতা ২ নং ব্লকের অন্তর্গত  গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয়ে এদিন মহাসমারোহে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হল বিশেষ অনুষ্ঠান, যার নাম "হৃদয়ে ঈশ্বর"। এদিন সকালে মাল্যদান করে পুষ্পার্ঘ্য নিবেদন করে ঈশ্বরচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়ন দে,সহঃ শিক্ষক - শিক্ষিকা এবং ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকাবৃন্দ সকলেই। এরপর শুরু হয় শিশুদের  "ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কালজয়ী সৃষ্টি বর্ণপরিচয় বইয়ের দুই ভাগ থেকে নির্বাচিত অংশ তুলে ধরে হস্তলিখন প্রতিযোগিতা"। এই প্রতিযোগিতায় প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির উপস্থিত সকল ছাত্রছাত্রী। এরপর বিদ্যাসাগরের জীবন ও কর্মের ওপরে "স্টুডেন্ট ক্যুইজ" সংগঠিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়ন দে ।এরপর ছিল বিদ্যাসাগরের জীবনের কিছু শিক্ষনীয় ঘটনার ওপরে নির্মিত " বিশেষ অ্যানিমেশন ভিডিও" যা দেখার জন্য ছোটদের উৎসাহ ও উদ...

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

Image
     অভিজিৎ হাজরা, হাওড়া :- হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ ও বনদপ্তরের যৌথ উদ্যোগে বন্যপ্রাণ ও সাপ সাথে জলজ জীবজন্তু সংক্রান্ত সচেতনতা ক্যাম্পেনিং করা হয়। আমতা ২ ও উদয়নারায়ণপুর ব্লকের বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকাতে *( শিয়াগড় মোড়, সাব গাছ তলা, খালনা, দক্ষিণ খালনা,তেখাঁলি,জয়পূর, রসপুর, পেডো ,জয়নগর,রাজাপুর,উদয়নারায়ণপুর মোর, উদয়নারায়নপুর ডিহিভূরশুট রোড, মানশ্রী, ভবানীপুর ঘোষপাড়া, চিত্রসেনপুর, বেনাগড়ী, লালবেনাগড়ী, বড়দা,কুলটিকারী,কৃষ্ণ বাটি,) বিভিন্ন স্থানে প্রচারাভিযান চালানো হয়। এই এলাকার প্রচুর গ্রাম বন্যার জলে প্লাবিত হয়েছে, আটকে রয়েছেন বহু মানুষ গবাদি পশু ও বন্যপ্রাণীরা। মঞ্চের এই সর্প ও বন্যপ্রাণ উদ্ধারকারী দল আমতা ২ ও উদয়নারায়ণপুরের বন্যা কবলিত এলাকায় বন্যা পরবর্তী সাপের উপদ্রব থেকে সজাগ ও সচেতন থাকার শিবির ও প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন নিরলস ভাবে। প্রচারাভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী সম্রাট মন্ডল, শুভেন্দু গাঙ্গুলী,দীপঙ্কর পোড়েল,কৌশিক মাইতি,সুমন চক্রবর্তী, সৌমজিৎ শেঠ,শুভজিৎ মাইতি,মইদুল আলী,স্বাধীন ঘোষ, রাকেশ মাখাল,সায়ল মাইতিরা, হাওড়া বন বিভাগের পক...

কলকাতায় এবার খাবারের ক্লাউড কিচেন মিল-ও-মিলেট

Image
  শুভ ঘোষ, কলকাতা: মিলেট শতাব্দি প্রাচীন খাদ্য শস্য।যা ফের জনপ্রিয় হয়ে উঠছে।এর খাদ্যগুণ সেই সঙ্গে বিভিন্ন শারীরিক অসুখে রোগপ্রতিরোধ ক্ষমতার গুণে মিলেটের পরিচিতি আজ "সুপার ফুড" হিসেবে।সম্প্রতি এই বিষয়ে আহার সে আরোগ্য শীর্ষক এক কর্মশালা আয়োজিত হয়েছিল কলকাতায়। পদ্মশ্রী ড:খাদের ভালি এই কর্মশালা থেকেই উদ্বোধন করেন মিল-ও-মিলেট ক্লাউড কিচেনের।  কর্মশালায় মিলেটের ব্যবহার এবং খাদ্যগুণ ছাড়াও অর্থকরী ফসল হিসেবে মিলেটের উৎকৃষ্টতা নিয়ে আলোচনা করেন আইআইটি খড়্গপুরের সহ অধিকর্তা ড: রিন্টু ব্যানার্জী,ছিলেন ডিভিসির চেয়ারম্যান শ্রী সুরেশ কুমার,খাদ্য বিজ্ঞানী ড: অনুপম পাল,চিকিৎসক ডা: অর্পন দত্ত রায় সহ বিশিষ্টরা।এই কর্মশালায় মিল-ও-মিলেটের সহযোগী সংস্থা বেঙ্গল নেচারেলস বিভিন্ন মিলেট পণ্য আত্মপ্রকাশ করে।  *মিল-ও-মিলেট বিষয়ে* মিল-ও-মিলেট কলকাতায় প্রথম ক্লাউড কিচেন হিসেবে আত্মপ্রকাশ করল। মিলেটের প্রচার ও প্রসারের প্রয়োজনেই এই রান্নাঘর নিবেদিত। মিলেটের খাদ্যগুণকে বজায় রেখে সুস্বাদু খাবার খাদ্যরসিকদের সামনে উপস্থাপন করবে বেঙ্গল নেচারেলস ও সিগনাস কালিনারি সার্ভিসেস পরিচালিত এই রান্নাঘর। বিভিন্ন অ্যা...

প্রিয় গোপাল বিষয়ী এবার ডায়মন্ড হারবারে

Image
  শুভ ঘোষ, বেহালা: প্রিয় গোপাল বিষয়ী বেহালার নতুন শোরুম। গত ১৬ই সেপ্টেম্বর দুর্গাপুজোর প্রাক্কালেই দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার রোডের বেহালা ১৪ নম্বরে বিপরীতে প্রিয় গোপাল বিষয়ী নতুন শোরুমের শুভ সূচনা হয়। পুজো মানেই শাড়ি,শাড়ি বললেই একটাই প্রতিষ্ঠান যার নাম প্রিয় গোপাল বিষয়ী।এই নিয়ে ১১তম শাখার শুভসূচনা করেন তার অন্যতম কর্ণধার সুরভী লাহা মহাশয়া।বেহালার প্রিয় গোপাল বিষয়ীর সবচেয়ে ন্যূনতম প্রোডাক্ট এর দাম ৫০০ টাকা থেকে শুরু।

বিধান নগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রের সুবর্ন জয়ন্তী বর্ষ উদযাপন

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: বিধান নগরের ডি ডি ব্লকে এই উপনগনীর প্রায় জন্মলগ্নে স্থাপিত হয়েছিল বিধান নগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র। ১৯৭৪ সালে স্থাপিত হয়েছিল এই কেন্দ্র। শ্রী শ্রী রামকৃষ্ণদেব সারদা মাতা এবং স্বামী বিবেকানন্দের শিষ্য ও ভক্তদের অন্যতম আকর্ষণ কেন্দ্র হলো বিধান নগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র। কলকাতা সহ রাজ্যের ভক্তগণ আসেন এই মন্দির দর্শনে। অসাধারণ পরিবেশ এই মন্দিরের একবার না দেখলে বিশ্বাস করা কঠিন। আজ শনিবার সুবর্ন জয়ন্তী বর্ষ উদযাপন শুরু হলো। ২০২৪-২০২৫ সাল জুড়ে সারা বছর ধরে চলবে নানাবিধ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। এরপর অতিথিদের সংস্থার পক্ষ থেকে ফুল এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রথমে বক্তব্য রাখেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সুপর্ণনন্দ মহারাজ। স্বামীজীর অসাধারণ মর্মস্পর্শী বক্তব্য উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এদিনই বিধান নগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রের ওয়েবসাইটটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন স্বামী সুপর্ননন্দ মহারাজ। এর পরবর্তী সময়ে বক্তব্য রাখেন  উত্তর কলকাতায় বিবেকানন্দ বাড়ির সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ ...

৩য় বর্ষে স্বেচ্ছা রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির

Image
 গোপাল দেবনাথ ,নিউটাউন : নিউটাউন বিশ্ব বাংলা মোড়ের কাছে সি বি ব্লকে তৃতীয়বর্ষ স্বেচ্ছা রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হলো। পরিচালনায়-নিউটাউন-১সিএ টু বিডি ব্লক রেসিডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন। সহযোগিতায়- সেন্ট্রাল ব্ল্যাড ব্যাংক এর (মোবাইলভ্যান) সাথে এপোলো হসপিটাল। রবিবার স্বল্পমূল্যে রক্ত পরীক্ষায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় নিউটাউনের ডাঃ লাল প্যাথ ল্যাব (সি বি ব্লক)। এদিন সাধারণ স্বাস্থ্যের পরীক্ষা সহ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় ৫০জন স্বেচ্ছা রক্তদাতা মোবাইল রক্তদান শিবিরে রক্তদান করেন। সেইসাথে উপস্থিত রক্তদাতাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বাস্থ্য পরীক্ষা করেন। সমগ্ৰ স্বাস্থ্য শিবিরটি সুচারুভাবে পরিচালনা করেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অভিজিৎ সেনগুপ্ত। এই স্বাস্থ্য শিবিরে ডাঃ লাল প্যাথ ল্যাব স্বল্পমূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা করেন। স্বাস্থ্য শিবিরে সংস্থার সভাপতি শ্রীকুমার গুপ্ত বলেন আমরা এই স্বাস্থ্য শিবির টি সদস্য এবং সাধারণ মানুষের কথা ভেবে আয়োজন করেছি।দুর্গাপুজো সহ সারাবছর ধরে অন্যান্য অনুষ্ঠান যেমন আয়োজন করি সেইসাথে মুমূর্ষু ...

সারদানন্দ প্রেক্ষাগৃহে অমিতাভ চৌধুরীর সংগীতানুষ্ঠান

Image
  গোপাল দেবনাথ, কলকাতা: এই দিন উদ্বোধন কার্য্যালয়ে সারদানন্দ প্রেক্ষাগৃহে আয়োজিত হলো স্বামী আত্মস্থানন্দ স্মারক বক্তৃতা। আয়োজনে- শ্রী শ্রী মায়ের বাড়ি, রামকৃষ্ণ মঠ, বাগবাজার। এদিনের বক্তব্যের বিষয় ছিল "আমার" আপন ঘরের ঠিকানা এবং ইন্দ্র বিরোচন সংবাদ। সকাল ১০টায় শুরু হওয়া প্রথম পর্যায়ের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠসংগীতশিল্পী অমিতাভ চৌধুরী। টানা একঘন্টা ধরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মায়ের উপর ভক্তিগীতি পরিবেশন করে সকল শ্রোতাদের ভক্তিরসে ডুবিয়ে মোহিত করে দেন। পুরুষ মহিলা নির্বিশেষে কয়েকশো শ্রোতা সংগীতের মধ্যে ডুবে যান। প্রেক্ষাগৃহের পরিবেশ এতটাই শান্ত ছিল যে একটি পিন পড়লেও তার আওয়াজ শোনা যাবে। এদিনের অনুষ্ঠানে প্রবেশ মূল্য ধার্য্য করা হয়েছিল ২০০/-টাকা। প্রেক্ষাগৃহ ছিল ভক্ত এবং শ্রোতায় পরিপূর্ণ ছিল। অনুষ্ঠান শেষে অমিতাভ চৌধুরীর সংগীতানুষ্ঠান সকল দর্শক শ্রোতাদের ভালো লেগেছে বলে জানা গেছে। দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। এদিনের ভাবগম্ভীর অনুষ্ঠানে একটি অসাধারণ বক্তৃতা দেন রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যাল...

বেলেঘাটা পার্থসারথী মন্দিরে কৃষ্ণসাজা প্রতিযোগিতা

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: বেলেঘাটা সরকার বাজারে শ্রী শ্রী ভগবান পার্থসারথী মন্দির কমিটির পরিচালনায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তিনদিনের কর্মসূচি গ্রহণ করেছিল। প্রথমদিন রবিবার স্বাস্থ্য শিবির খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। পার্থসারথী মন্দির এই বছর এই বছর ৮০তম বর্ষে পদার্পন করলো। আজ সোমবার ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বিশ্বের নানা প্রান্তে এই দিন জন্মাষ্টমী পালিত হচ্ছে মহাধুমধামের সাথে।মন্দিরে জন্মাষ্টমীর দিন সারাদিন ধরে চললো পূজার্চনা এবং বিকেলে আয়োজিত হলো কৃষ্ণ সাজা প্রতিযোগিতা। এই বছর কৃষ্ণসাজা প্রতিযোগিতা ৩৫ বছরে পদার্পন করলো। এদিন ৯ মাস বয়সি শিশু থেকে ১০ বছর বয়সি বালক বালিকাদের কৃষ্ণ সাজা প্রতিযোগিতা আয়োজিত হলো মন্দিরের পাশের স্টেজে। ৪০ জন প্রতিযোগীদের নিয়ে হাজির হয়েছিলেন তাদের অভিভাবকরা। ছোট শিশুদের সাজ পোশাক এবং এত সুন্দর ভাবে সাজানো হয়েছিল শিশুদের যা এক কথায় অনবদ্য। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত ঘোষ, দেবাশীষ মিত্র, বিমলেন্দু শেখর মুখার্জী, ক্ষিতি দত্ত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ কুমার চৌবে। মন্দির কমিটির সম্পাদক অরূপ চক্রবর্তী বলেন আমাদের কাছে সব শিশুই বিজয়ী।...

কৃষ্ণপুরে ঝুলন মহোৎসব ও অশোক ক্ল্যাসিক এন্ড হ্যান্ডস অফ স্টিল

Image
  সায়ন দেবনাথ , কলকাতা: রাধা কৃষ্ণের ঝুলন মহোৎসব সারা বিশ্বের সাথে পালিত হচ্ছে কলকাতার কৃষ্ণপুরে। আয়োজনে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। সেইসাথে ক্লাবের পক্ষ থেকে বিশাল মেলার আয়োজন করা হয়। একদিকে রাধা কৃষ্ণের ঝুলন দর্শনে ভক্তরা মুগ্ধ তার সাথে সুস্বাদু প্রসাদ গ্রহণ। অন্যদিকে মঞ্চে আয়োজিত হলো অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর উদ্যোগে অশোক ক্ল্যাসিক এন্ড হ্যান্ডস অফ স্টিল। আয়োজনে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। এই ক্লাব ১৯৯৪ সাল থেকে এই মেলার আয়োজন করে আসছে। এদিন কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ এবং রাষ্ট্রপতির হাত থেকে বীর চক্র পুরস্কারপ্রাপ্ত বিমল কুমার চন্দ কে সম্মানিত করেন ক্লাব সম্পাদক তাপস প্রামানিক। সাথে ছিলেন অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের কর্ণধার বলিউড অভিনেতা ও স্পোর্টস পার্সন অশোকরাজ বারুই। ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন বিশ্বজিৎ মন্ডল, সনাতন মন্ডল এবং বলরাম মন্ডল। সান্ধ্যকালীন অনুষ্ঠানে অশোকরাজ আয়োজন করে শারীরিক কসরৎ- পুশ আপ, স্কোয়াটস, আর্ম রেস্টলিং, বাইসেপ কার্ল, বডি ব...

অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে আর্ম রেস্টলিং ট্রিপিল- এ ক্ল্যাসিক

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: শরীর সুস্থ রাখতে শরীরচর্চা খুবই জরুরি। বর্তমান সময়ে পড়াশোনার চাপে খেলাধুলার খুব বেশি সুযোগ পায় না এই সময়ের ছেলে মেয়েরা। সেই অর্থে খেলার মাঠ ও খুববেশি নেই। অথচ একটি খেলা আছে যেখানে একটি মাত্র টেবিল হলেই দুজন মিলে আরাম করে খেলতে পারে। এই খেলা আমরা অনেকেই হয়ত ছেলে বেলায় বন্ধু বা বাড়ির কোনো সদস্যদের সঙ্গে খেলেছি সেই খেলাটি হলো পাঞ্জা লড়াই। নিজের শক্তি জাহির করা। আমরা অনেকেই জানিনা এই খেলাটি সারা বিশ্বের বহু দেশে অত্যন্ত জনপ্রিয়। খেলাটির নাম আর্ম রেস্টলিং। দেশের অন্যান্য রাজ্যে এই খেলা নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতা হলেও এই বাংলায় তেমন চর্চা হয় না। বেশ কিছুদিন ধরে বলিউড ও টলিউডের অভিনেতা এবং ক্রীড়াবিদ অশোকরাজ নিজের প্রচেষ্টায় তার নিজের সংস্থা অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের উদ্যোগে রাজ্যজুড়ে নানান প্রান্তে আর্ম রেস্টলিং প্রতিযোগিতার আয়োজন করে চলেছে। গত ২৮ জুলাই রবিবার লেকটাউন মুক্তমঞ্চে আয়োজন করেছিল ট্রিপিল এ ক্ল্যাসিক ২০২৪। সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলে রাত পর্য্যন্ত। ওজন ও বয়স ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে আর্ম রেস্টলিং খেলাটি কে ভাগ করে নেওয়া হয়। সকল প্রত...

অ্যানোয়াল স্টেট কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত হলো

Image
  শুভ ঘোষ, কলকাতা: কলকাতা প্রেস ক্লাবের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যানোয়াল স্টেট কনফারেন্স ২০২৪  অনুষ্ঠিত হয়। এক সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠানটি। ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কিছু দাবি রাখেন সরকারের কাছে ১ রাজ্যের প্রতি মহকুমায় আরএনআই স্বীকৃত জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে অনুমোদিত পাক্ষিক ও সাপ্তাহিক পেপার অনুমোদন দেয়া হোক, ২ সাংবাদিকদের চিকিৎসা ব্যবস্থা আলাদা স্বাস্থ্য কার্ড দেয়া হোক, ৩ সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে অনুসন্ধান করে তাদের প্রশিক্ষণ এবং সরকারী স্বীকৃতি প্রদান করা হোক,৩ কর্মরত সাংবাদিকদের নিরাপত্তাকে গুরুত্ব দেয়া হোক, ৪ প্রবীণ সাংবাদিকদের মাসিক পেনশন বৃদ্ধি করা হোক এছাড়া আরো কিছু দাবি রাখা হয় আজকের সাংবাদিক বৈঠকের মাধ্যমে।  ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানের সুচনা উপস্থিত ছিলেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি অমিতাভ চক্রবর্তী, রজনী মুখার্জী,বিশিষ্ট সাংবাদিক শাহজাহান সিরাজ সীতারাম আগারওয়াল ছাড়াও আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ।

তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের উদ্যোগে প্রস্তুতি সভা

Image
  সমীর দাস, হাওড়া :--আর মাত্র কয়েকটা দিন, বাংলা জুড়ে শহিদ দিবসের প্রস্তুতি জোরকদমে।২১-এর সমাবেশ সফল করতে রাজ্যের প্রত্যেক জেলা থেকেই আসছেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থকেরা। হাওড়া সদর তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেল এর উদ্যোগে রামরাজাতলা উদ্বাস্তু কলোনিতে একুশেজুলাই প্রস্তুতি সভার আয়োজন করে। একুশে জুলাইয়ের (21st july) তাৎপর্য ব্যাখ্যা করলেন একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। একইসঙ্গে এই শহিদ স্মরণকে সামনে রেখে কীভাবে আরও সংঘবদ্ধ ও শক্তিশালী হবে দল সে-কথাও তুলে ধরেন । উক্ত পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের হাওড়া জেলা সভাপতি ধ্রুবজ্যোতি সেন, তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সম্পাদক সমীর দাস, হাওড়া সদর সভাপতি সৈকত দাস দক্ষিণ হাওড়ার ব্লক সভাপতি শিবপ্রসাদ দে, বিশিষ্ট সমাজসেবী সোমা মন্ডল, কৌশিক চট্টোপাধ্যায়, সহ-সভাপতি সুমঙ্গল হাজরা, সাহেব কুরেশি সহ তৃণমূল কংগ্রেসে একাধিক নেতৃত্ববৃন্দ। একুশে জুলাই শহীদ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দিকনির্দেশ করে সেই দিকে তাকিয়ে রয়েছে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।...

মহরমে রক্তদান উৎসব পালন

Image
  শুভ ঘোষ, কলকাতা: পবিত্র মহরমের দিনে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়পুর শামুকপোতা কারবালা মাঠে ২৩ তম বর্ষের কারবালার শহীদ স্মরণের প্রতিষ্ঠাতা শেখ মুনাফ আলি উদ্যোগে পশ্চিমবঙ্গ রক্তদান মেলা কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবির কর্মসূচির আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা অংশগ্রহণ করেন। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার এস.ডি.পি. শুভদীপ ঘোষ, সমাজসেবী নবকুমার বেতাল,বাখরাহাট গ্রাম পঞ্চায়েত প্রধান বুবাই মাল,খাগড়ামুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান শিখারানী নষ্কর,মৌলানা সাহেব সাইদুল ইসলাম,ব্রাহ্মণ পুরোহিত রঘুনাথ চক্রবর্তী, কমিটির সম্পাদক সুব্বুন মল্লিক, কমিটির আরো অনেক সদস্যগণ শামসুল আলাম মির, শেখ সায়ন্তন আলী। মিশন মল্লিক সহ বহু বিশিষ্টরা । 

ভারত সেরা পরিবেশ স্বেচ্ছা সম্মান

Image
 অভিজিৎ হাজরা, বাগনান :- বন ও পরিবেশ রক্ষায় দিনরাত এক করে কাজ করার স্বীকৃতি স্বরূপ ‌' ওয়াইল্ড সোজার্নস ' এর বিচারে 'সেরা পরিবেশ যোদ্ধা ' সম্মানে সম্মানিত হলেন হাওড়ার বাগনানের বাসিন্দা তথা হাওড়া জেলা 'যৌথ পরিবেশ মঞ্চের সদস্যবন্যপ্রাণী সংরক্ষক চিত্রক প্রামাণিক। ‌                          সদ্য শেষ হওয়া কোলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরের প্রকৃতি ও বন্যপ্রাণ ফটোগ্ৰাফী প্রতিযোগিতায় ও অনুষ্ঠান " ‌ ‌' ওয়াইল্ড সোর্জনস নেচার আওয়ার্ডস এ্যান্ড ফেস্টিভ্যাল ২০২৪ ' এ ' ওয়াইল্ড সোর্জনস ' এর বিচারে ' সেরা পরিবেশ যোদ্ধা ' সম্মান পেলেন চিত্রক প্রামাণিক। ‌ যারা তৃণমূল স্তরে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ এর কাজ কোনো বড় অনুদান ছাড়া, কোনো সরকারি সাহায্য ছাড়াই করছে, ' ওয়াইল্ড সোর্জনস ' সারা ভারতবর্ষের এই রকম তিনজন স্বেচ্ছাসেবী - কে ‌' সেরা পরিবেশ যোদ্ধা ‌সম্ম...

কিপফিট যোগা স্টুডিওর নতুন শাখার সূচনা

Image
  গোপাল দেবনাথ : হাওড়া: গত রবিবার  রথযাত্রার পূন্য তিথিতে হাওড়া জেলায় প্রখ্যাত কিপফিট যোগা স্টুডিও এর কদমতলা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিশিষ্ট বলিউড অভিনেতা তথা ক্রীড়া ব্যক্তিত্ব অশোক রাজ বারুই। এছাড়াও এই দিনের এই সূচনা পর্বে সামিল হন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা।  বিশিষ্ট অভিনেতা অশোক রাজ বারুই কেবল একজন অভিনেতাই নন তিনি একাধারে অভিনয় করেন তার পাশাপাশি সিনেমা প্রযোজনা ও পরিচালনার কাজও করেন।অশোক আখড়া ব্যাম মন্দির নামে তার নিজের একটি পাঞ্জা লড়াইয়ের প্রশিক্ষণ কেন্দ্র আছে।  এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট যোগ ব্যক্তিত্ব  অলোক চ্যাটার্জী, তাপস চক্রবর্তী, চন্দনাথ রাম, মানস কুমার সাঁতরা, গোপাল বোস, প্রদীপ শীল, শিবপ্রসাদ ধর চৌধুরী, সুব্রত ঘড়ুই, বনানী দাস, বিশিষ্ট আকু প্রেশার চিকিৎসক সুজিত ভট্টাচার্য, ইনস্টিটিউট অফ যোগ একাডেমীর সভাপতি তথা কবি অনিমেষ কুমার চৌধুরী, কিপ ফিট গ্রুপের সভাপতি তথা আন্তর্জাতিক পাওয়ার লিফটার মিলন কুমার দে, কিপ ফিট গ্রুপের চেয়ারপারসন কৃষ্ণা কাঁড়ার, কিপ ফিট গ্রুপের যোগাসন ও নিত্য বিষয়ক শিক্ষিকা  অন্বেষা চক...

সামাজিক ও পরিবেশ সচেতনতায় আলোচনা সভা সাথে রক্তদান শিবির

Image
  অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া :- ‌  মহেশপুর শক্তিসংঘের রক্তদান শিবিরে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র - ছাত্রীদের নিয়ে গঠিত " ইচ্ছে করে " গ্রুপ কে নিয়ে শিবিরে আগত রক্তদাতা ,ব্লাড ব্যাংকের অধিকারিকগণ ,অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ ও শক্তি সংঘের সদস্যবৃন্দকে সামাজিক ও পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া রাখি পরিয়ে বিদ্যালয় ও সমাজের মেলবন্ধন করে ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এর সাথে সামাজিক ও পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনার মাধ্যমে সামাজিক ও পরিবেশ সচেতনতার উদ্যোগ গড়ে তোলা হয়। প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান আমার বিদ্যালয়ের কচি কাঁচাদের নিয়ে এমন মনোরম পরিবেশে সমাজের বৃহত্তর অংশের মানুষের মধ্যে সামাজিক ও পরিবেশ সচেতনতার মানবিক প্রয়াস কে বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে শক্তিসংঘের কর্তৃপক্ষকে হার্দিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই ভাবে বিদ্যালয় এবং সমাজের মেলবন্ধনের মাধ্যমে সামাজিক ও পরিবেশ সমস্যার গুলি কাটিয়ে ওঠা সম্ভব।

সচেতনতা ও বৃক্ষ প্রদান কর্মসূচী

Image
  অভিজিৎ হাজরা,হাওড়া :-  রথযাত্রা উপলক্ষে ' ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ' এর উদ্যোগে আমতা ও উলুবেড়িয়ায় বন্যপ্রাণ সংরক্ষণ ও ভারতীয় প্রজাতির পাখি ধরা,নিধন ও চোরাচালান রুখতে সচেতনতা ‌শিবির ও বৃক্ষ প্রদান কর্মসূচী পালিত হল। ‌ সচেতনতা শিবির গুলিতে ' ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ' এর সম্পাদক শুভ্রদীপ ঘোষ বলেন, ' আমাদের আশপাশের জীব বৈচিত্রের সঙ্গে আমাদের ভালো থাকা বা মন্দ থাকার সম্পর্ক অত্যন্ত নিবিড়। পরিবেশের জীব বৈচিত্র্য ভালো রাখতে না পারলে আমাদের ভালো থাকা প্রায় অসম্ভব। যুগ যুগান্তর ধরে প্রত্যেক ও পরোক্ষভাবে মানুষ খাদ্যের যোগান দিয়ে চলেছে পাখি। পাশাপাশি গাছের বীজ ছড়িয়ে বনায়ন, পরাগমিলন এবং কৃষিকাজে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে তাদের বংশ বিস্তার রোধ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের চিরকাল মঙ্গল করে চলেছে পাখি।   পাখিদের নয়নাভিরাম বর্ণময়তা নিঃসন্দেহে নান্দনিক মূল্য বহন করে; তাদের কুজন আমাদের মন ভালো করার এক দারুণ ঔষধ।  পাখি যা জীব বৈচিত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যাদের বেঁচে থাকা, সঠিক সংখ্যায় থাকা এবং সুস্থ থাকার সঙ্...

ঠাকুর বাড়ির প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: হাজার হাজার ভক্ত সমাগমের পালিত হল ঠাকুর বাড়ির প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। স্বর্গীয় তান্ত্রিক আচার্য লক্ষীকান্ত চক্রবর্তী স্মৃতি রক্ষার্থে তারই পুত্র বিশিষ্ট তান্ত্রিক কাত্তিক চক্রবর্তী মহারাজের হাত ধরে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয়। দেখতে দেখতে ঠাকুরবাড়ির রথযাত্রা তৃতীয় বর্ষের পদার্পণ করল। এই দিন স্থানীয় পঞ্চনন্দতলার শুলং গড়ী উদয় সংঘ মাঠ থেকে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয় । এই রথযাত্রাকে কেন্দ্র করে ঠাকুরবাড়ি আশপাশে সাতদিন ধরে মেলা বসে। এই রথের মেলার বিশেষ আকর্ষণ পুরুলিয়ার ছৌ নাচ ও নদীয়ার পুতুল নাচ। তান্তিক মহারাজ কার্তিক চক্রবর্তী বলেন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা কে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত যেমন এখানে আসেন তেমনি প্রতিটি ভক্ত ঠাকুরবাড়ি থেকে প্রসাদ গ্রহণ করেন।

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কলকাতার এই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ১৩ ই জুন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে ঢোকার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। রাজ্যপালের অভিযোগ, পুলিশের কাজকর্মে রাজভবনের গরিমা নষ্ট হচ্ছে। সাধারণ মানুষকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করেন তিনি। এর প্রেক্ষিতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যদিও বিনীত গোয়েল এবং ইন্দ্রানী মুখোপাধ্যায় বলেছেন, এই ধরনের কোন পদক্ষেপের কথা তাঁদের জানা নেই।

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো

Image
  নিজস্ব প্রতিবেদন, বাঘাযতীন : ঋতু হিসেবে এখন ঘোর বর্ষা। এর মধ্যেই কালো মেঘের স্তূপ সরিয়ে দিব্য উঁকি দিচ্ছে ঝকঝকে নীল আকাশ। ঝমঝমিয়ে বৃষ্টির ফাঁকেই বর্ষা ভেজা রোদে ঝলমলিয়ে হাসছে শহরের বুকে ঔদ্ধত্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকা স্কাইস্ক্র্যাপারগুলো। আর এসবের মধ্যেই আজ বারেবারে বাঙালির চোখ চলে যাচ্ছে ক্যালেন্ডারের পাতায়।আজ রথ কথার আছে রথ টানলে দুর্গা আসে।তাই আসছে বাঙালির বারো মাসের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । সেই কারণেই, রথের রশি, রথের বাঁশি, তেলেভাজা-পাঁপড় ভাজার গন্ধ ছাপিয়ে যেন নাকে এসে লাগছে শিউলির বাস, দু্গ্গা মায়ের গায়ের মাটির গন্ধ।তাই রথের দিন তাদের খুঁটি পুজো সেরে ফেলল বিদ্দ্যাসাগর সেন্ট্রাল ক্লাব ।এবছর তাদের পুজো ৭৫ তম বর্ষে পদার্পন করল । প্রতি বছরই দর্শনার্থীদের জন্যে নতুন কিছু চমক নিয়ে হাজির হয় এই পুজো। নিজেদের রীতি বজায় রেখে রথের দিন নিজেদের খুঁটি পুজো সেরে নীল তারা। এদিনের খুঁটি পুজো উপলক্ষে উপস্থিতছিলেন বিধায়ক দেবব্রত মজুমদার , ৯৫ নম্বর ওয়ার্ডের পুরপিতা এরূপ চক্রবর্তী , পুলিশ কর্তা জয়ন্ত মুখোপাধ্যায়। পুজো ভাবনায় সোমনাথ মুখোপাধ্যায়। মাতৃ প্রতিমা তৈরী করছেন সনাতন দিন্দা। আল...

আসছে বিগ নিউজ বঙ্গ গৌরব সন্মান

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: বাংলার মাটি সংস্কৃতি, সৃজনশীলতা গঠনমূলক কর্মের মাটি,এই বাংলায় বহু গুণীজন তাঁদের কর্মদক্ষতা, সফলতায় রাজ্য ছাড়িয়ে দেশের এবং বহি দেশেও স্বীকৃতি লাভ করেছেন,সেই সফল ও যোগ্যতম ব্যক্তিদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বিগ নিউজ সোশ্যাল মিডিয়া আগামী ১৩ই জুলাই ভবানীপুরের সরলা মেমোরিয়াল হলে বিকেল ৫ টায় আয়োজিত হতে চলেছে "বিগ নিউজ বাংলা গৌরব সন্মান'২৪"।  প্রথমবারের এই সন্মান প্রদানে বিগ নিউজ সমাজের সাংস্কৃতিক, উদ্যোগ পতি, সমাজসেবী,আলোকচিত্রী,চিকিৎসক, সংগীত পরিচালক,সংগীত শিল্পী, চলচিত্র পরিচালক এবং শিক্ষাবিদ সহ বিভিন্ন ক্ষেত্রের সফল ও যোগ্য ব্যক্তিত্বদের হাতে অর্পণ করা হবে। এই দিন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনই জানালেন উদ্যোক্তারা। এই দিনের এই অনুষ্ঠানের আহ্বায়ক দেবরাজ দে জানান যে অভিনেত্রী দেবশ্রী রায়,অভিনেতা জয় ব্যানার্জী সহ আরো অনেক ব্যক্তিত্বদের উপস্থিতিতে সম্মান প্রদানের সঙ্গে থাকছে সংগীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়ের গান এবং বাংলার ট্র্যাডিশনাল ফ্যাশন শোও। 

জাতীয় চিকিৎসক দিবস পালন

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা:বেলেঘাটা সুভাষ সরোবরের আমরা ব্যতিক্রমী সংস্থার উদ্যোগে বাংলার রূপকার ডাঃ বিধান চন্দ্র রায় এর ১৪২ তম জন্মদিবস এবং সেইসাথে জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষ্যে ডাঃ বি সি রায় পি জি আই পি এস বেলেঘাটা ক্যাম্পাস এ জেলা অগ্রিম নিরীক্ষণ কেন্দ্র (শিশু) বিভাগে এইদিন ডাঃ বিধান চন্দ্র রায় এর প্রতিকৃতিতে মাল্যদানের পর সংস্থার সদস্য এবং নার্সিং সদস্যাগণ পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান। এর পরবর্তী পর্যায়ে এই হাসপাতালের সার্জিক্যাল অর্থোপেডিক এ ভর্তি হওয়া ৫৪ জন শিশুদের মধ্যে উপহার সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন আমরা ব্যতিক্রমীর সদস্যরা। যে সকল শিশু এই হাসপাতালে মায়েদের সাথে ভর্তি রয়েছেন তাদের বয়স ২ মাস থেকে ১২ বছর। দেখা গেল এখানকার পেডিয়াট্রিক আইসিউ ও অসাধারণ মানে। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য, দীপক বিশ্বাস, গোপাল দেবনাথ, স্বপন ভট্টাচার্য, মিহির বালা, শিখা সাহা, আল্পনা চ্যাটার্জী, ইন্দ্রানী বালা সহ হাসপাতালের নার্সিং সদস্যরা এবং সাথে অন্যান্য দপ্তরের সদস্যগণ। হাসপাতালের পরিবেশ যেমন সুন্দর এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন সেইসাথে স্টাফদের ব্যবহার ও মনমুগ্ধকর। কথা প্রসঙ্গে ভর্ত...

আয়রন হ্যান্ড ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশীপ

Image
  গোপাল দেবনাথ , কলকাতা: আয়রন হ্যান্ড ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ ২০২৪ আয়োজিত হলো বাগুইআটির সন্তোষ মিত্র স্মৃতি সংঘে। আয়োজনে আর্ম রেস্টলিং এসোসিয়েশন অফ বেঙ্গল এবং অশোক আখড়া এক ব্যায়াম মন্দির। গত ২৬ মে রবিবার রেমেলা ঘূর্ণিঝড়ের দিনে আয়োজিত হয়েছিল এই ক্রীড়া প্রতিযোগিতা।প্রবল ঘূর্ণিঝড় ও মেঘভাঙা বৃষ্টি কে উপেক্ষা করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসানসোল, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, হুগলি, ডায়মন্ডহারবার, বারাসাত, বনগাঁ, কলকাতা সহ বিভিন্ন শহর থেকে হাজির হয়েছিলেন পুরুষ এবং মহিলা সদস্য মিলিয়ে ৬১জন। অনুষ্ঠানের শুরুতে আয়োজক ক্রীড়াবিদ, প্রযোজক পরিচালক ও বলিউড সিনেমার অভিনেতা অশোক রাজ প্রবল দুর্যোগের মধ্যে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ক্রীড়াবিদ সহ তাদের অভিভাবকদের ধন্যবাদ জানান। প্রথমেই ভারত নাট্যমের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করে সোনালী ঘোষ, দেহ সৌষ্টব প্রদর্শন করেন সৌরদীপ দাস এবং মহেন্দ্র ঠাকুর। এক্রোবেটিক প্রদর্শন করে অভিপ্রীতা হালদার ও আয়েশা রাজ, বলেন্সিং যোগা প্রদর্শন করে আমিশা রাজ। উপস্থিত প্রতিযোগী এবং দর্শকদের সামনে স্বাগত ভাষণ দেন ক্লাব সম্পাদক আশীষ সাহা...

পিতৃ দিবস উপলক্ষে বিশেষ চমক সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস তার সর্বশেষ ব্র্যান্ড ক্যাম্পেইন চালু করেছে, #LegacyOfLove, বিখ্যাত পিতা ও পুত্র জুটি কৌশিক সেন এবং ঋদ্ধি সেন অভিনীত। সেনকো গোল্ড এবং ডায়মন্ডস পিতৃ দিবসে একটি হৃদয়গ্রাহী ডিজিটাল চলচ্চিত্রের #LegacyOfLove সাথে উদযাপন করে। প্রখ্যাত পিতা-পুত্র জুটি কৌশিক সেন এবং ঋদ্ধি সেন ছবিতে অভিনয় করেছেন । এই হৃদয়গ্রাহী প্রচার অভিযান পিতার ভালবাসার গভীর শক্তি উদযাপন করে। তার অটল সমর্থন, নীরব উৎসাহ, এবং অফুরন্ত স্নেহ। ডিজিটাল ফিল্মে, কৌশিক সেন এবং ঋদ্ধি সেন পিতা ও পুত্রের মধ্যে গভীর বন্ধনকে সুন্দরভাবে চিত্রিত করেছেন - একটি প্রেমে গড়া বন্ধন এবং পৈতৃক নির্দেশনার উত্তরাধিকার। ফিল্মটি তার পিতাকে গর্বিত করার জন্য পুত্রের সবচেয়ে বড় আকাঙ্ক্ষাকে ধারণ করে, পাশাপাশি তার নিজের স্বপ্নকে অনুসরণ করে। এটি তার ছেলের সুখের জন্য কৌশিক সেনের মর্মস্পর্শী আকাঙ্ক্ষার সাথে শেষ হয়, সে যে পথই বেছে নেয় না কেন। পিতার গর্ব অটল থাকে, তার উত্তরাধিকার আর্থিক সাফল্য বা কর্মজীবনের মাইলফলক নয়, প্রেমে নিহিত। ছবিটি এখানে দেখুন: https://youtu.be/JBMUgwNlj58?si=Bj13ZNxS...

তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে আয়োজিত কর্মশালা

Image
  সুমন্ত দাস, বাঘাযতীন: জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে সোশ্যাল মিডিয়ার কর্মীদের নিয়ে কর্মশালা আয়োজিত হলো বাঘাযতীনে । লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াকে আরো মজবুত করতে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে আজ বাঘাযতীনে এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মূল উদ্যোক্তা ছিলেন জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী।   এদিন এই অনুষ্ঠানের সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভাশিস চক্রবর্তী জানান সারা রাজ্য জুড়ে ৪২ টি আসনে তৃণমূল প্রার্থীদের জেতানোর লক্ষ্যে সোশ্যাল মিডিয়াকে আরো মজবুত হতে হবে এবং সেই কারণের জন্যই এই কর্মশালা আয়োজন করা হয়েছে। বিজেপির কোৎসা এবং অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূলের সোশ্যাল মিডিয়াকে আরো দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে এবং সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে হবে বলেও তিনি জানান। এদিন না দক্ষিণ ২৪ পরগনার চারটি লোকসভা আসনে তৃণমূলের ভালো ফলাফলের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিলেন শুভাশিস ...

দমদম পার্ক তরুণ সংঘের খুঁটি পুজো

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: দমদম পার্ক তরুণ সঙ্ঘের দুর্গাপুজোর খ্যাতি সারা বাংলা জুড়ে। কলকাতার অন্যতম আকর্ষণীয় পুজো হল দমদম পার্ক তরুণ সঙ্ঘের পুজো। নতুন নতুন ভাবনা দিয়ে মণ্ডপ সজ্জা সেইসাথে মা দুর্গার অসাধারণ মূর্তি বাঙালি সমাজে কে চমকিত করে দেয়। পুজো শুরু হতে বহু মাস বাকি তা সত্ত্বেও রাম নবমীর দিনটি বেছে নেওয়ার অন্যতম কারণ এই দিনেই পুরুষোত্তম রাম চন্দ্র বাসন্তী পুজোর নবমীর দিনটি উদযাপন করেছিলেন বলে  আমরাও আমাদের পুজোর শুভ সূচনা করলাম বলে জানালেন পুজো কমিটির অন্যতম সম্পাদক সায়ন্তন কাঞ্জিলাল। এই পুজো কমিটির এবারের থিম মুক্তধারা। এদিনই ছিল খুঁটি পুজো ও পুজোর প্রচ্ছদ উন্মোচন। দমদম পার্ক তরুণ সংঘের দুর্গাপুজো এই বছর ৩৯ তম বর্ষে পদার্পন করলো।।  খুঁটি পুজোর উদ্বোধন এবং প্রচ্ছদ উন্মোচন করেন এলাকার বিধায়ক ও রাজ্যের অগ্নিনির্বাপক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু। এবারের থিম নির্মাণের দায়িত্বে অনির্বান দাস। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি রবিন গাঙ্গুলি। সম্পাদক মন্ডলীর তিন সদস্য সুনন্দ মিত্র, সায়ন্তন কাঞ্জিলাল এবং সৌর ঘোষ। কার্যকারী সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দেবী প্রসাদ চ...

মন্ত্রী ব্রাত্য বসুকে সাথে নিয়ে ভোট প্রচারে সৌগত রায়

Image
  নিজস্ব প্রতিবেদন, দমদম: মন্ত্রী ব্রাত্য বসুকে সাথে নিয়ে ভোট প্রচার করলেন দমদম লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সম্পন্ন হয় এই দিনের এই মিছিল। দমদম ইন্দিরা ময়দান থেকে শুরু হয়ে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন রেল ময়দানে শেষ হয়।  কয়েকশো কর্মী সমর্থকেরা সামিল হন এই দিনের এই মিছিলে। রাজ্যের শিক্ষক সংগঠনের শিক্ষক-শিক্ষিকা ছাড়াও বিভিন্ন কলেজের তৃণমূল কংগ্রেস পরিচালিত সংগঠন ওয়েব কুপার অধ্যাপক, সদস্যরাও অংশগ্রহণ করেন। 

রাজকুমার পালের ছবি "গলু" এবার বিদেশের মাটিতে

Image
  দেবব্রত রায় চৌধুরী, কলকাতা: একটি শিশুর সাথে পোষ্যর ভালোবাসার গল্প. যা মানুষের প্রতি পোষ্যর ভালোবাসা । আমাদের যান্ত্রিক জীবনযাত্রাকে তুচ্ছ করে এই সমাজকে একটি বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা।  বারাসাতের নারায়ণ স্কুল সহ বারাসতের বিভিন্ন্ অঞ্চলে "গলুর" শুটিং হয়েছে। কল্যাণ সেন বরাটের সুরে এই ছোট্ট ছবিতে রজনীকান্ত সেন ও দ্বিজেন্দ্র লাল রায়ের লেখায় গান গেয়েছেন হৃদিস্রোতা মণ্ডল, উদিতা মাল, শীর্ষা দে এবং মিতা সেন। ছবিতে আবহ সৃষ্টি করছেন কৌস্তভ সেন বরাট। ছবিতে রানু গুহ এর একটি কবিতা অন্য মাত্রা পেয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন পলাশ অধিকারী,বেবী,রাখি, দেবাশীষ মল্লিক চৌধুরী, সাহানা ব্যানার্জী, ও গৌতম সরকার সহ আরো অনেকে,এবং গলুর চরিত্রে পরমিত, ও সহপাঠী বন্ধুর চরিত্রে অদ্রিজা । মৈনাক মুখার্জীর ক্যামেরায়,সুকান্ত শিলের শিল্প নির্দেশনায় এবং অনির্বাণ মজুমদারের সম্পাদনায় ছোট্ট ছবিটি দেশ বিদেশের বিভিন্ন চলচিত্র উৎসবে অংশ নিতে নিতে চলেছে বলে জানিয়েছেন পরিচালক রাজকুমার পাল।