বাংলার বেহাল ফেরাতে বিক্ষোভ মিছিল
বিনা পয়সায় রাজ্যে চিকিৎসা ব্যবস্থা চালু করতে হবে" দাবি বারাকপুর ২ নঃ পঞ্চায়েত সমিতির বলোরাম বোস, সোদপুরঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। দিনের পর দিন যেন জাঁকিয়ে বসছে করোনা। এখন ভ্যাকসিন আবিষ্কারই তাই একমাত্র লক্ষ্য। ইতিমধ্যেই বাংলা জুড়ে করোনা মারণ রোগকে ঘিরে চলছে রমরমা ব্যবসা। কোনো রোগী বিনা চিকিৎসায় ঘন্টার পর ঘন্টা ছটফট করতে করতে মারা যাচ্ছেন । আবার কোনো রোগী পরসার অভাবে চিকিৎসার সুযোগ পাচ্ছে না। অথচ রাজ্য সরকার তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের বিনা মূল্যে করোনা চিকিৎসার কথা। অথচ সে সব কোথায় হচ্ছে? এমনকি বহুক্ষণ অ্যাম্বুলেন্সের খোঁজ করলেও তার দেখা নেই। বিনামূল্যে করোনা চিকিৎসার কথা ঘোষণা করলেও সেই কথা কি সমস্ত হাসপাতালগুলো মানে? শুনছে সেই সমস্ত অসহায় করুন রোগীদের কান্নার আওয়াজ? এই সমস্ত প্রশ্নের উত্তরের দাবিতে আজ বারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়। একাধারে বিনামুল্যে কোভিড পরীক্ষার ব্যবস্থা করতে হবে । তার সাথে সাথে রাজ্যের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্...