Posts

Showing posts from 2020

নেতাজির জন্মদিন কে জাতীয় দেশপ্রেম দিবস ঘোষণার দাবি উঠলো জলপাইগুড়িতে

Image
অরুণকুমার, শিলিগুড়ি:আজ থেকে ঠিক ৭৭ বছর আগে, এই ৩০ ডিসেম্বরই প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পোর্ট ব্লেয়ারের এখন যেটা নেতাজি স্টেডিয়াম, সেসময় জিমখানা গ্রাউন্ড হিসেবেই লোকে চিনত। ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর সেই জিমখানা মাঠেই ওঠে প্রথম জাতীয় পতাকা। এই দিনটি স্মরণে পালিত হল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দাঁড়া স্বল্প উদ্যোগে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি সুভাষ ফাউন্ডেশনের নেতাজির মূর্তি মূর্তিতে মোমবাতি জ্বালিয়ে দিনটিকে স্মরণ করলেন নবীন-প্রবীণ  প্রজন্মের প্রতিনিধিরা। যেখানে সামিল হয়েছিলেন কলেজ পড়ুয়া থেকে আরম্ভ করে সমাজসেবী অবসরপ্রাপ্ত বেশকিছু নেতাজি প্রিয় মানুষ। প্রবীণ নাগরিক দেশ নিয়ে গঠিত শহরের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কর্ণধার বাদল দত্ত এই দিনটি স্মরণ করতে গিয়ে 77 টি মোমবাতি জ্বালিয়ে উপস্থিত সকলকে বলেন 30 শে ডিসেম্বর এর গুরুত্ব এবং এই দিনটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামানে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং দু'বছর আগে তিনিও আন্দামানে গিয়েছিলেন এবং সেই জায়গা অভিজ্ঞতা কথা তিনি সকলের সামনে তুলে ধরেন। অপরদিকে নবীন প্রজন্মের তর...

ট্যাব কেনার জন্যে ছাত্রছাত্রীদের দশহাজার টাকা প্রদান রাজ্য সরকারের

Image
চাহিদা অনুযায়ী যোগান না মেলায় রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসায় পড়ুয়াদের ট্যাবের পরিবর্তে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা_ব্যানার্জী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, রাজ্যে ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল এবং ৬৩৬টি মাদ্রাসায় বর্তমানে যে মোট সাড়ে নয় লক্ষ ছাত্র-ছাত্রী রয়েছে তাঁদের অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য প্রথমে প্রত্যেককে একটি করে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু দরপত্র ডেকে দেড় লক্ষের বেশি ট্যাব না মেলায় তাঁদের ব্যাংক একাউন্টে এককালীন দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই টাকায় তাঁরা ট্যাব বা বড় স্মার্ট ফোন কিনে নিতে পারবে। আগামী তিন সপ্তাহের মধ্যে এই টাকা প্রত্যেক ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এজন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটির গঠন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।

*বিজেপি সাংসদের জাতীয় সংগীত বিরোধিতা: প্রতিবাদ সভার আয়োজন করল ঐক্য বাংলা*

Image
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : বিজেপি সাংসদ ও প্রবীণ নেতা সুব্রহ্মণ্যম স্বামী যে কবিগুরুর লেখা জাতীয় সঙ্গীত বদলাতে চেয়েছেন সে কথা সকলেরই জানা। এই বিষয়টি শোনার পর থেকেই নিন্দায় সরব আপামর বাঙালি সমাজ।  সেই নিন্দায় সামিল বাংলার প্রথম মুক্তপন্থী বাঙালি জাতীয়তাবাদী সংগঠন 'ঐক্য বাংলা'ও। বিজেপি সাংসদ সুব্রাহ্মণ্যম স্বামীর এই আবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রবিবার অর্থাৎ ২০শে ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার মোহর কুঞ্জের সামনে প্রতিবাদ সভার আয়োজন করল 'ঐক্য বাংলা'।  তবে প্রতিবাদ সভার আগেও কি কোনো কর্মসূচি গ্ৰহণ করেছিল 'ঐক্য বাংলা' ?  উত্তরে 'ঐক্য বাংলা'র সাধারণ সম্পাদিকা শ্রীমতী সুলগ্না দাশগুপ্ত জানান , " বিষয়টা জানার পর থেকেই আমরা সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়ে এক সপ্তাহব্যাপী কর্মসূচি 'জাতীয় সঙ্গীত সপ্তাহ'-এর আয়োজন করেছিলাম। আমাদের একটাই দাবি ছিল - কোনোভাবেই কবিগুরুর লেখা জাতীয় সঙ্গীত বদল করা যাবে না। আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা ভারতের প্রধানমন্ত্রীকে এই বিষয়ে চিঠি লিখে আবেদন জানাই তাঁরা যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন ...

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি

Image
  গোপাল দেবনাথ, মেদিনীপুরঃ 'শিক্ষা হলো সর্বাঙ্গীণ বিকাশ' এই বিষয়ে আন্তর্জালিক বক্তৃতা দিলেন মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি-পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও রবীন্দ্র গবেষক ড. বিবেকানন্দ চক্রবর্তী। ২০ ডিসেম্বর এক আন্তর্জাতিক আলোচনা সভা, ভারতবর্ষের শিক্ষা জগতের বহু বিশিষ্টজনের আলোচনায়, বেশ উপভোগ্য হয়ে উঠেছিল। সভার শুরুতে টনি টমাস আমন্ত্রিত বক্তাদের পরিচয় প্রদান করেন। অতঃপর সি.এস.আই.আর-এর মুখ্য বিজ্ঞানীঃ অধ্যাপক ড.এইচ.কে.সার্দানা; পদ্মশ্রী ড.বিজয় কুমার শাহ; ইউ.কে.-র ‘সার্কল অব্‌ লাইফ’-এর প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনস্তাত্ত্বিকঃ ডাঃ কুনাল কালা; ‘ব্রেন পাওয়ার সারর্ভিসেস’-এর অধিকর্তা ও মোটিভেশনাল স্পিকার দিলবাগ সিং; মনস্তাত্ত্বিক রিচা ঠাকুর; জি.এইচ.এ. অ্যাম্বাসেডর অব্‌ পিসঃ সি.কে. ভারদ্বাজ প্রভৃতি বিশিষ্ট মানুষ শিক্ষার নানা দিক নিয়ে আলোচনা করেন। পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রিত বক্তা ড. বিবেকানন্দ চক্রবর্তী ‘শিক্ষা হলো সর্বাঙ্গীণ বিকাশ’ এই বিষয়ে একটি মনোজ্ঞ আলোচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ ও মহাত্মা গান্ধীর শিক্ষাদর্শন থেকে উদ্ধৃত করে ড. চক্রব...

মেট্রো রেলে সঠিক আকারে থাকতে হবে বাংলা ভাষা;কলকাতার বুকে বহুমুখী কর্মসূচি 'ঐক্য বাংলা'র

Image
  নিজস্ব সংবাদদাতা, কলকাতা : মাস খানেক আগে থেকেই সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি ঘুরছিল। সেখানে দেখা গিয়েছিল যে দক্ষিণেশ্বর ও বরাহনগর মেট্রো স্টেশনের বিভিন্ন সাইনবোর্ডে রয়েছে হিন্দির প্রাধান্য। বাংলা হরফ থাকলেও সেটা খুবই আবছা ও ক্ষুদ্র। এবার মেট্রো রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বরাহনগর ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন সংলগ্ন চত্বরে পোস্টারিং ও জনসংযোগ কর্মসূচি গ্ৰহণ করল 'ঐক্য বাংলা' । কেন এই কর্মসূচি গ্ৰহণ করা হল ?  উত্তরে 'ঐক্য বাংলা'র সাধারণ সম্পাদিকা শ্রীমতী সুলগ্না দাশগুপ্ত জানান, " মেট্রো রেল কর্তৃপক্ষ তথা বিভিন্ন কেন্দ্রীয় সরকারের সংস্থার বিভিন্ন স্থানে বাংলা ভাষাকে ব্রাত্য করে রাখার বিষয়টি নতুন নয়। একই ঘটনা ঘটে দক্ষিণেশ্বর ও বরাহনগর মেট্রো স্টেশনেও। বাংলার মাটিতে যদি কোথাও বাংলা ভাষাকে সঠিকভাবে গুরুত্ব না দেওয়া হয় এবং সেই জায়গায় যদি হিন্দির প্রাধান্য চোখে পড়ে , তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আপামর বাঙালিকে সচেতন করার জন্য এবং মেট্রো রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা বরাহনগর ও দক্ষিণেশ্বরে পোস্টারিং ও জনসংযোগ কর...

বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃগতিময় জীবনের বাঁধাকে অতিক্রম করতে যে বা যারা সমাজ জীবনে বিশেষভাবে দাগ রেখেছেন বা খ্যাতি লাভ করেছেন তাঁদের অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রম দিয়ে।  সেই সব মানুষদের আলাদা করে বরণ করে বাংলা ও বাঙ্গালীর সকল স্তরের বরণীয় ব্যাক্তিদের নিয়েই গীতাঞ্জলি আয়োজিত "বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০" নেহেরু চিলড্রেনস মিউজিয়ামে হয়ে গেলো। এদিনের সন্ধ্যায় এই পুরষ্কার পেলেন সমাজে বিভিন্ন পেশায় সফল ব্যাক্তিরা।   প্রথমেই মুম্বাই থেকে ভার্চ্যুয়ালের মাধ্যমে পুরষ্কৃত হলেন শ্রীনন্দী (সৃজনশীল নৃত্যশিল্পী)।  এরপর ডাক্তার অরুণাভ লালা ( অস্থি রোগ বিশেষজ্ঞ),  সুধীর দত্ত( সংগীত পরিচালক), সাবির আহমেদ ( সমাজসেবী),  কাশীনাথ দাস ও লক্ষী দাস ( সমাজসেবী)  মৃগাঙ্ক ব্যানার্জী (শিশু সাহিত্যিক),  সোহিনী হুসেন (উদ্যোগপতি ও সমাজসেবী),  অনুপ বর্ধন ( সাংবাদিক),  আলথিয়া ফিলিপস ( সাংবাদিক), সুবীর কুমার ঠাকুর ( অর্থনীতিবিদ),  পরী (সমাজসেবা সংগঠন),  জয়দেব সিকদার ( সমাজকর্মী),  বিশ্বজিৎ মন্ডল ( সমাজসেবক), সমু মিত্র( চলচ্চিত্র সংগঠক), শিবনাথ দে সরকার এবং...

কলকাতায় অনুষ্ঠিত হলো "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবর্ষ স্মৃতি স্মারক সন্মান - ২০২০"

Image
  সায়ন দেবনাথ : কলকাতা, ১৮, ডিসেম্বর ২০২০। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী আজ থেকে ৫০ বছর আগে যার নেতৃত্বে বাংলাদেশের জনগণ স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন সেই মহান মানুষ হলেন জাতির পিতা বিশ্ববরেণ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বরেণ্য মানুষ জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে ১০০ বছর আগে ১৭ই মার্চ ১৯২০ সালে বাংলাদেশের ফরিদপুর জেলার টুঙ্গিপাড়ায়। এই বছর তার জন্মশতবার্ষিকী এবং   বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বিজয় দিবস।  বঙ্গবন্ধু মুজিবুর রহমান কে শ্রদ্ধা জানাতে বিশ্বের নানা প্রান্তে সাথে কলকাতার বাংলাদেশ হাইকমিশন ছাড়াও যে সকল সংস্থা শ্রদ্ধাজ্ঞাপনে উদ্যোগী হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম বাংলা শিল্পী সাহিত্যিক সমাজকর্মী সাংবাদিক সমন্বয় সমিতি এবং আম্বেদকর কালচারাল কলেজ এর সদস্য ও শুভানুধ্যায়ীবৃন্দ। বঙ্গবন্ধুর জন্মদিন কে শ্রদ্ধা ও স্মরণ করে কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে শেখ মুজিবুর রহমান এর জীবনী, আদর্শ, ত্যাগ, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, দেশ গঠনে তার ভূমিকা নিয়ে বিস্তারিত ...

ইউনাইটেড ন্যাশান্স ৭৫বর্ষঃ আন্তর্জাতিক আলোচনাভা রতবর্ষ থেকে আমন্ত্রিত ড.বিবেকানন্দ চক্রবর্তী

Image
ইউনাইটেড ন্যাশান্স ৭৫’ উপলক্ষ্যে ‘ইন্টারন্যাশনাল মাল্টিডিসিপ্লিনারী রিসার্চ ফাউন্ডেশন’, ১৫ ডিসেম্বর, ২০২০ আয়োজন করেছিলো একটি আন্তর্জাতিক মানের আন্তর্জালিক আলোচনাচক্রের। আলোচনার বিষয় ছিলো, ‘ইন্টারন্যাশনাল গোলস্‌-কুয়ালিটি এডুকেশন-দ্য ফিউচার’। এটির উদ্যোগ গ্রহণ করেছিলেন ‘আই এম আর এফ ইন্সটিটিউট অব হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ’। এই আন্তর্জাতিক আলোচনাসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক (ড.) রত্নাকর ডি. বালা, যিনি এই ফাউন্ডেশানের অধিকর্তা। আমন্ত্রিত অতিথি ও বক্তা ছিলেন সারা বিশ্বের শিক্ষা ক্ষেত্রের বিশিষ্ট মানুষজনঃ সিনিয়র কনস্যালটেন্ট, ইউনেসকো, ডব্লিউ এম ও অব ইউ এন, জেনেভা, সুইজারল্যান্ডঃ ড.মান্যভা শিভকুমার; ইউনেসকো এক্সপার্ট স্পেশাল এনভয়, মিনিস্ট্রি অব এডুকেশনঃ ড.জগমোহন বাজাজ; প্রফেসর, স্কুল অব ম্যানেজমেন্ট, মা, ফা, লুয়াঙ ইউনিভার্সিটি, চিয়াং রাই, থাইল্যান্ড, ড.চাই চিং ট্যান; ডাইরেক্টর, প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অব এনাটমিঃ ড.মঙ্গলা কোহলি; জ্যোতি বিদ্যাপীঠ উওমেন্স ইউনিভার্সিটি, রাজস্থানের ভাইস চ্যান্সেলরঃ ড.রহনঙ্গীজ হায়াতি দাহিয়া।  প্রফেসর অব্‌ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, লেভিভ, ইউক্রেনঃ ড...

ঘাটালে রাজ্যের সন্ত্রাস বৃদ্ধির প্রতিবাদে মিছিল

Image
  নিজস্ব প্রতিবেদন, ঘাটালঃ ভোট যতই এগিয়ে আসছে। বাংলার রাজ্য রাজনীতি ততই উত্তাল হচ্ছে। বিরোধীদের অভিযোগ, দিনের পর দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে শতাধিক বিজেপি কর্মী খুন হয়েছে। দিনে দিনে রাজ্যে সন্ত্রাসের পরিমাণ ক্রমশই বাড়ছে। তার বিরুদ্ধে সোচ্চার হতে ভারতীয় জনতা পার্টি ঘাটাল উত্তর মন্ডলের পক্ষ থেকে মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।  মিছিল শেষে ঘাটাল এসসি এসটি ওবিসি মোর্চা সংগঠনের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা ওবিসি মোর্চার ঘাটাল জেলা সভাপতি ডক্টর অনুপ কুমার পাত্র , জেলার সাধারণ সম্পাদক সুজিত মন্ডল , ভারতীয় জনতা মজদুর মোর্চা রাজ্য সম্পাদক সম্রাট চক্রবর্তী এবং জেলা এসসি মোর্চা সাধারণ সম্পাদক অরূপ ভূঁইয়া সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা। এইদিনের এই মিছিলে বহু মানুষ সামিল হন।  

মমতাই নেত্রী, ব্যক্তির কোনো প্রভাব নেই ঝাড়গ্রামে এসে বললেন পার্থ চ্যাটার্জি

Image
  কার্ত্তিক গুহ,ঝাড়গ্রাম:- কেন্দ্রের আনা কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবি কে সমর্থন জানিয়ে মঙ্গলবার ঝাড়গ্রামে সমাবেশ করল ঝাড়গাম জেলা তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো,  এবং ঝারগাম জেলার সদ্য দায়িত্ব পাওয়া দেবাশীষ চৌধুরী। এদিনের সভা মঞ্চ থেকে প্রত্যেকের গলায় বিজেপি বিরোধিতায় শোনা গেল প্রত্যেকেই নানা ভাবে আক্রমণ করলেন,ছত্রধর মাহাতোর জঙ্গলমহল থেকে বিজিপি কে  বিতাড়িত করবার জন্য জঙ্গলমহলের মহিলাদের বঠি ধরতে  নির্দেশ দিয়েছেন, এদিনের সভা মঞ্চ থেকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন সরকার মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে মানুষের অসুবিধা থাকলে মানুষ সেখানে জানাবেন মানুষ সর্বদা মমতা ব্যানার্জির পাশে আছে, মানুষ  আবার ২০২১ এ মমতা ফিরিয়ে আনবেন।   সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চ্যাটার্জি জানান"  দল সঙ্ঘবদ্ধ আছে, ঐক্যবদ্ধ আছে, বিভিন্ন কর্মসুচির মাধ্যমে  জনসেবা করে মানুষদের সংগঠিতকরছি, তিনি একটি  প্রশ্নের উত্তরে জানান মমতা নেত্রী, ব্যক্তির  কোনো প্রভাব নেই, স...

ক্যালকাটা জার্নালিস্ট'স ক্লাবের উদ্যোগে বিশ্বের নানা প্রান্তের ১৫০ জন বিশিষ্ট আলোকচিত্রীদের বাছাই করা তিনশোটি ছবি নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী

Image
  গোপাল দেবনাথ : কলকাতা, ১৩, ডিসেম্বর, ২০২০। আজকের দুনিয়ায় ছবি বা আলোকচিত্র সকলেই পছন্দ করেন। মোবাইল ফোনের কল্যানে এখন সকলেই ফটোগ্রাফার। আগেকার দিনের মতো ছবি তোলার ক্ষেত্রে ঝক্কি ঝামেলা নেই বললেই চলে। মানুষের ছবি থেকে শুরু করে পশু পাখি পাহাড় পর্বত কীট পতঙ্গ একেক জন আলোকচিত্রী তাদের ছবির বিষয় বাছাই করে ছবি তুলে নিজেরা মানসিক আনন্দ পেয়ে থাকে। পরবর্তীকালে সেই ছবি প্রদর্শনীতে স্থান পায়।  কলকাতার প্রাণকেন্দ্রে ৪২ বছরের পুরনো সাংবাদিকদের সংগঠন ক্যালকাটা জার্নালিস্ট'স ক্লাবের উদ্যোগে বিশ্বের নানা প্রান্তের ১৫০ জন বিশিষ্ট আলোকচিত্রীদের বাছাই করা তিনশোটি ছবি নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে কলকাতার 'আই সি সি আর' এর নন্দলাল বসু ও যামিনী রায় গ্যালারিতে। বিশ্বের আটটি দেশ থেকে প্রদর্শনীর জন্য খুবই ভালো মানের ছবি এসেছে বলে জানালেন সংস্থার সভাপতি প্রান্তিক সেন। যে সকল দেশের ছবির কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় তার মধ্যে পেরু, আমেরিকা, ফ্রান্স, ইজরায়েল ও বাংলাদেশ। বাংলাদেশ থেকে ৩৬ টি ছবি এসেছে, সব চেয়ে কম ছবি এসেছে ইজরায়েল থেকে মাত্র একটি। বাংলাদেশ থেকে সব চেয়ে বেশি ছবি আসার কারণে আলাদা ...

মানব সেবায় বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন

Image
গোপাল দেবনাথ : আসানসোল:  আজ বিশ্ব মানবাধিকার দিবস 'ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে' সারা বিশ্বজুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন এই দিনটি মহা সমারোহে উদযাপন করলো। সমস্ত মানবাধিকার সংগঠন তারা তাদের মতো করে পালন করেছে এই দিনটি। আমাদের দেশে এমন এক মানবাধিকার সংগঠন আছে যারা সবসময় সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলে এবং সাধারণ মানুষের জন্য বছরের পর বছর ধরে কাজ করে চলেছে তাদের মুখে অন্ন জুগিয়ে চলেছে। সর্বভারতীয় এই মানবাধিকার সংগঠনটি হলো "অল ইন্ডিয়া হিউম্যান রাইটস"। এই সংগঠনের আয়োজনে আজ বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্র ভবনে আশ্রয় সম্বলহীন মানুষের জন্য খাবারের প্যাকেট, করোনা অতিমারীর কথা মাথায় রেখে হ্যান্ড সানিটাইজার, এই সময়ে কনকনে শীতকালীন সময়ের কথা ভেবে কম্বল দেওয়া হলো উপস্থিত দুঃস্থ অসহায় মানুষদের। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবশ্বরের বিধায়ক ও আসানসোল পুরসভার এডমিনিষ্ট্রেটর শ্রী জীতেন্দ্র তিওয়ারি। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন শ্রী পূর্ণ শশী রায় (মেম্বার বি ও এ, এ এম সি), শ্রী কল্যাণ দাসগুপ্ত (এক্স বোরো চেয়ারম্যান), উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা...

উৎপাদন বৃদ্ধি পেলেও ফিরলো না জুটমিলের শ্রমিকদের ভাগ্য, আশায় দিন গোনা মাত্র

Image
বলোরাম বোস, কামারহাটিঃ কামারহাটি গ্রাম রোডে কামারহাটি জুট মিল শ্রমিকদের উপরে মিল্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে উৎপাদন পরিমাণ দিনের পর দিন বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিসিফট থেকে শ্রমিকদের বিক্ষোভ। যাতে  উৎপাদন বন্ধ হয়ে যায় তার জেরে কামারহাটি জুট মিলের বিম ডিপার্টমেন্টে তিনটে শিফটে কাজ করে প্রায় দেড়শ জনের বেশি শ্রমিক এবং কামারহাটি জুট মিলে শ্রমিক সংখ্যা প্রায় তিন হাজারের উপর বিম ডিপার্টমেন্টে প্রথমে কাপড় উৎপাদনের সংখ্যা ছিল 40 থেকে 50 তা ক্রমশ বাড়তে বাড়তে 90 তে গিয়ে ঠেকে। এখন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের উপরে চাপ দিচ্ছে। একশ কুড়িটি করে বিম উৎপাদন করতে হবে এবং শ্রমিকদের অভিযোগ চায়না মেশিন বসানোর পর থেকে শ্রমিকদের উপরে কোন কাজের চাপ বাড়াচ্ছে কারখানা কর্তৃপক্ষ একজন শ্রমিক ছটি চায়না মেশিন চালাতে হয়।  এইভাবে শ্রমিকদের উপরে বিভিন্ন ডিপার্টমেন্টে মালিক কর্তৃপক্ষ উৎপাদনের চাপ বারা চেষ্টা করা, দীর্ঘদিন ধরেই শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় কয়েকদিন ধরে।  বিম ডিপার্টমেন্টের শ্রমিকরা মালিকদের চাপে ক্ষিপ্ত হয়ে উঠছিল। এদিন সকাল থেকেই এই ক্ষিপ্ততা বাড়তে থাকে বিশিফটে।  তার...

*বাঙালি প্রকাশনী সংস্থার বইয়ে চলছে হিন্দির প্রচার;প্রতিবাদে স্মারকলিপি প্রদান করল 'ঐক্য বাংলা'*

Image
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : অনেকেই দাবি করেন যে ' হিন্দি ভারতের রাষ্ট্রভাষা '। অথচ এটি কেবলই একটি 'মিথ' , ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বাংলা জাতীয়তাবাদী সংগঠনের সৌজন্যে এই তথ্যটি ফের একবার সাধারণ বাঙালির সামনে চলে এসেছে।  তবে নজিরবিহীন ভাবে ' হিন্দি ভারতের রাষ্ট্রভাষা ' দাবি করা একটি প্রকাশনী সংস্থার অফিসে অভিযান করে স্মারকলিপি প্রদান করল বাংলার প্রথম মুক্তপন্থী বাঙালি জাতীয়তাবাদী সংগঠন 'ঐক্য বাংলা'।  ঠিক কি কারণে স্মারকলিপি প্রদান করল 'ঐক্য বাংলা' ?  উত্তরে 'ঐক্য বাংলা'র সাধারণ সম্পাদিকা শ্রীমতী সুলগ্না দাশগুপ্ত জানান , " কয়েকদিন আগেই সামাজিক মাধ্যমে আমরা জানতে পারি 'হোলি চাইল্ড পাবলিকেশন' নামক একটি প্রকাশনী সংস্থা তাদের প্রকাশিত একটি সাধারণ জ্ঞানের বইতে প্রচার করে যে 'হিন্দি ভারতের রাষ্ট্রভাষা'। কিন্তু এই তথ্য সম্পূর্ণ ভুল ও অসাংবিধানিক। ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। উপরন্তু এটা এমন একটা ভুল যেটা বাঙালি শিশুদের নিজেদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবতে পরোক্ষভাবে উৎসাহ দেবে। সুতরাং এই শিশুমনে...

*কলকাতার সমস্ত মেট্রো স্টেশনে বাংলা ভাষাকে দিতে হবে অগ্রাধিকার; মেট্রো রেল ভবনে দাবি জানাল 'ঐক্য বাংলা'*

Image
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হচ্ছিল। ছবিতে দেখা গিয়েছিল যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের একটি সাইনবোর্ডে 'দক্ষিণেশ্বর' শব্দটি বাংলা ভাষায় খুবই ছোট আকারে লেখা রয়েছে। অথচ সেই একই শব্দ হিন্দিতে খুবই বৃহৎ ও উজ্জ্বল আকারে লেখা রয়েছে। এরপরেই সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় ওঠে, ক্ষোভ উগরে দেন বাঙালিরা।  এবার সেই প্রতিবাদে সরব হল বাংলার প্রথম মুক্তপন্থী বাঙালি জাতীয়তাবাদী সংগঠন 'ঐক্য বাংলা'।  এই বিষয়ে 'ঐক্য বাংলা'র সাধারণ সম্পাদিকা শ্রীমতী সুলগ্না দাশগুপ্ত জানান , " বাংলার মাটিতে নির্মিত একটি মেট্রো স্টেশনের সাইনবোর্ডে বাংলা ভাষা যে ছোট আকারে লেখা রয়েছে, অথচ হিন্দি বৃহৎ আকারে , উজ্জ্বল হরফে লেখা থাকছে এটা খুবই দুর্ভাগ্যজনক। বাঙালিদের প্রতি এই ধরনের বৈষম্য একেবারেই মেনে নেওয়া যায় না। বাংলার বুকে বাঙালিদের নিজের মাতৃভাষায় সঠিক পরিষেবা পাওয়ার ন্যায্য দাবিতেই এ দিন মেট্রো রেল ভবনে স্মারকলিপি প্রদান করতে গিয়েছিলাম আমরা। "  মেট্রো রেল ভবনে যাওয়ার আগে কি কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল 'ঐক্য বাংলা'...

স্বীকৃতি আদায়ে সন্তানকে নিয়ে ধর্ণায় বসলেন স্ত্রী

Image
কৌশর আলি,মুর্শিদাবাদ : তীব্র শীতকে উপেক্ষা করে স্বামী দাবি করে সন্তান কোলে নিয়ে যুবকের বাড়ির সামনে ধর্ণায় যুবতী । যদিও তাঁর অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি যুবকের পরিবারের। তার স্বামীকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যর  রিসোর গ্রামের বাসিন্দা ওই যুবতীর নাম জয়া সরকার। তাঁর তিনি বলেন , বছর দেড়েক আগে সামশেরগঞ্জের চাচণ্ড এলাকার বাসিন্দা নিমাই দাসের সঙ্গে বিয়ে হয় তাঁর। একটি সন্তান রয়েছে তাঁদের। বর্তমানে অন্তঃসত্ত্বা জয়া। তাঁর অভিযোগ, স্বামী-শ্বশুরবাড়ি কেউ তাঁকে মেনে নিচ্ছে না। সেই কারণেই বুধবার সকালে সন্তানকে কোলে নিয়ে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন ওই যুবতী।  স্বীকৃতী না দেওয়া পর্যন্ত ধরনা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন তিনি। এদিকে অভিযুক্ত যুবকের পরিবারের দাবি, তাঁদের ছেলের সঙ্গে জয়ার বিয়ে হয়নি। অন্য কারও স্ত্রী ওই যুবতী। সেখানে আশ্রয় না পেয়ে তাঁদের বাড়ির দরজায় বসেছে যুবতী। উল্লেখ্য, ভালবাসা ফিরে পেতে প্রথম ধরনার পথ বেছে নিয়েছিল ধূপগুড়ির অনন্ত। জিতেও গিয়েছিল। অবশেষে দীর্ঘদিনের প্রেমিকাকে ফিরে পেয়েছিল সে। তারপর থেকে হারানো ভালবাসা ফিরে পেতে অনেকেই ধরনার পথ বে...

বাবুল সুপ্রিয়র মাতৃবিয়োগ

Image
মারা গেলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মা সুমিত্রা বড়াল। বুধবার রাত ১০টা নাগাদ গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বেশ কয়েক দিন আগে করোনা ধরা পড়েছিল বাবুলের মা এবং বাবা সুনীলচন্দ্র বড়ালের। তাঁদের দু’জনেরই রিপোর্ট পজিটিভ আসে। তার পরই তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। দিন কয়েক আগেই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছিলেন বাবুলের বাবা। হাসপাতালেই ভর্তি ছিলেন সুমিত্রা। হাসপাতাল সূত্রে খবর, দিন সাতেক আগেই সুমিত্রার করোনার রিপোর্ট নেগেটিভ আসে।  কিন্তু শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যায়। চিকিৎসায় খুব একটা সাড়াও দিচ্ছিলেন না। তার পরই আজ রাতে মৃত্যু হয় সুমিত্রার।

বিজেপি করার অপরাধে জমির ফসল পুড়িয়ে দিল তৃণমূল

Image
সঞ্জয় মণ্ডল, বাঁকুড়া :- বিজেপি করার অপরাধে জমিতে রাখা ধানের গাদায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।অভিযোগের তীর তৃণমূলের দিকে।ঘটনা টি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী থানার ধুলাই গ্রামে। ধুলাই গ্রামের তপসিলী জাতির বাবলু বগ্দী একজন প্রান্তিক কৃষক। এই অতিমারি পরিস্থিতিতে খুব কষ্ট করে সামান্য জমিতে ধান চাষ করেছিলেন। ধান কাটার পর আশাকরেছিল বেশ কয়েক মাস হয়ত পরিবার এর ভাতের জোগাড় হয়ে যাবে।কিন্তু বিধি বাম । ফসল ঘরে তোলার আগে জমিতে পুড়ে ছাই হয়ে গেছে। বাবলু বাবু জানান তিনি এলাকার একজন বি জেপি কর্মী। এলাকায় বিজেপিকে শক্তিশালী করার জন্য বাবলু বাবুর অনেক ভুমিকা আছে। বাবলু বাবু জানান তৃণমূলই তার ধানের গাদাতে আগুন ধরিয়ে তাঁকে ভাতে মারার চেষ্টা করছে। ঘটনার খবর পাওয়া মাত্র বিজেপি নেতৃত্ব বাবলু বাবুর বাড়িতে আসেন। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক এর যুব মোর্চার সভাপতি সুশান্ত দাঁ , রাজ্য নেতা তথা যুব মোর্চার পর্যবক্ষেক অনুরণ সেনাপতি , যুবনেতা দেবাশীষ ব্যানার্জি এবং তন্ময় অধিকারী সহ বিজেপি নেতৃত্বএর একটি দল বাবলু বগ্দীর বাড়ীতে এসে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক এর যুব মোর্চার সভাপতি স...

বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার৩০টি তাজা বোমা

Image
  সৌমিত্র পুরকাইত, ঢোলাহাট : ঢোলাহাটে তাজা বোমা উদ্ধার হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে।গোপনসূত্রে খবর পেয়ে,প্রচুর তাজা বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ঢোলাহাট থানার পুলিশ। বৃহস্পতিবার ঢোলাহাটের লক্ষীনারায়ণপুর এলাকায় শাহিদ হুসেন তিয়াদার বাড়িতে হানা দিয়ে ৩০টি তাজা বোমা এবং ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।এই ঘটনায় শাহিদ হুসেন তিয়াদা এবং একবাল তিয়াদাকে গ্রেফতার করেছে পুলিশ।দু'জনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করা হয়েছে।শুক্রবার অভিযুক্ত দু'জনকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। গোপনে  তল্লাশি থেকে শুরু করে তদন্ত এবং পুলিশি কার্যকলাপ নিয়ে সম্পূর্ন ঘটনায় বড়সড় সাফল্য পেল সুন্দরবন পুলিশ জেলা।

আবাদ ভগবানপুরে উদ্ধার নরকঙ্কাল

Image
  সৌমিত্র পুরকাইত, আবাদ ভগবানপুর: দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত আবাদ ভগবানপুরে নদী পার্শ্ববর্তী এলাকায় নরকঙ্কাল উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে খবর,বৃহস্পতিবার সন্ধ্যার সময় কৃষিকাজ সেরে বাড়ি ফেরার পথে ধানখেতের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে থাকা নরকঙ্কালের দিকে নজর পড়ে বেশকিছু কৃষকের। ঘটনার খবর মূহুর্তে চারিদিকে ছড়িয়ে পড়তে এলাকার লোকজন সেখানে ভিড় করে স্বচক্ষে দৃশ্যটি দেখার জন্য। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঢোলাহাট থানার পুলিশ।পুরো ধানখেতে নাকা তল্লাশি চালানে হয়।তারপর নজরে আসা নরকঙ্কালগুলোকে উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। কিভাবে ধানখেতের মধ্যে নরকঙ্কালগুলো আসল সেই দিকটি খতিয়ে দেখছে পুলিশ।

জয় হিন্দ ব্রিজের শুভ সুচনা

Image
শুভ ঘোষ, কলকাতাঃ দীর্ঘ টালবাহানার পর মায়ের হাট ব্রিজ এর শুভ সূচনা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ব্রিজ এর নামকরণ করেন জয় হিন্দ ব্রিজ । এই বৃষ্টি তৈরি করতে রাজ্য সরকারের খরচা হয়েছে311.73 কোটি টাকা।করেন রাজ্য সরকার ব্রিজ তৈরি করবে কেন্দ্র কে টাকা দিতে হবে কেন। এরমধ্যে রেলকে দিতে হয়েছে 34 কোটি টাকা আর পোর্ট ট্রাস্ট 77 লক্ষ টাকা দিতে হয়েছে।

শুভেন্দু অধিকারীর কাছে তৃণমূল অতীত, স্পষ্ট হলো শুভেন্দুর হোয়াটস্যাপে

Image
শেখ আমজাদঃ তৃণমূলের প্রবীণ সংসদ সৌগত রায়কে শুভেন্দু অদিকারীর করা হোয়াটস্যাপ ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। সূত্রে জানা গিয়েছে, ” ‘আমার বক্তব্যের এখনও সমাধান করা হয়নি। সমাধান না করেই আমার ওপর সব চাপিয়ে দেওয়া হচ্ছে। ৬ ডিসেম্বর আমার সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। সাংবাদিক সম্মেলন করে সব জানানোর কথা ছিল। কিন্তু তার আগেই আপনারা প্রেসকে সব জানিয়ে দিলেন। ফলে একসাথে কাজ করা মুশকিল। আমাকে মাফ করবেন। মঙ্গলবার রাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন, তৃণমূলের দুই প্রবীণ সংসদ সৌগত রায় ও সুদীপ বন্দোপাধ্যায়। বৈঠকের পর দলের সৌগত রায় সাংবা মাধ্যমের কাছে দাবি করেছিলেন, সব সমস্যা মিটে গিয়েছে। তৃণমূলেই থাকছেন শুভেন্দু অধিকারী। আরও জানা যায়, বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথাও বলেন শুভেন্দু। কিন্তু মাত্র ১২-ঘণ্টাতেই ছন্দপতন। বুধবার দুপুরেই নিজের অবস্থান স্পষ্ট করলো শুভেন্দু অদিকারী। সূত্রে জানা গিয়েছে, সৌগত রায়কে এসএমএস-এর মাধ্যমে শুভেন্দু নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। শুভেন্দু অধিকারীর হোয়াটস অ্যাপ বার্তায় পালটে দিয়েছে গোটা ছবি।

শ্যামাপ্রসাদ মুখার্জী স্টাডি সার্কেলের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে বিশেষ সভা

Image
  শুভ ঘোষ, কলকাতাঃ 2 ডিসেম্বর2020 কলকাতা প্রেস ক্লাবে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্টাডি সার্কেলের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জী স্টাডি সার্কেলের (প্রেসিডেন্ট )সুব্রত মুখার্জি, সেক্রেটারি ইন্দ্রজিৎ ব্যানার্জি, পদ্মশ্রী খেতাব কাজি মাসুম আক্তার, শ্যামাপ্রসাদ মুখার্জী স্টাডি সার্কেলের মেম্বার সূর্য ব্যানার্জি আরো বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্টাডি  না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।১ এক নম্বর শিয়ালদা রেলওয়ে স্টেশন নাম পরিবর্তন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী টার্মিনাল করার প্রস্তাব।২ নম্বর তদন্ত কমিশন গঠন করতে হবে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রহস্যজনক মৃত্যু সম্পর্কে।৩ নম্বর ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতির উদ্দেশ্যে শিল্প এবং নিগন গড়ে তুলতে হবে। ৪ নম্বর ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মাকেজম্মু কাশ্মীর থেকে কলকাতাতে রথে করে আনার ব্যবস্থা করতে হবে এই মুল বিষয় গুলি বক্তব্য রাখা হয়।

বুধবার থেকে শহরতলির বাইরে প্যাসেঞ্জার ট্রেন চালু করছে

Image
লোকাল ট্রেন চালু হওয়ার পর পূর্ব রেল, আগামী বুধবার থেকে শহরতলির বাইরে প্যাসেঞ্জার_ট্রেন চালু করছে। পূর্ব রেলের হাওড়া, আসানসোল, ও মালদা ডিভিশন এ মোট ৫৪ টি প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে বলে পূর্ব রেল গতকাল এক বিবৃতিতে জানিয়েছে। হাওড়া ডিভিশনে ৩০, আসানসোল ডিভিশনে ২২ টি এবং মালদা ডিভিশনে দুটি ট্রেন চলবে। যাত্রীদের covid নাইন্টিন বিধি অনুসরণ করতে পূর্ব রেলের পক্ষে

নারীত্বের উজ্জাপনে বোনফোঁটা

Image
শুভ ঘোষ, সল্টলেকঃ বোনফোঁটা। ক'দিন আগেই গেছে ভাতৃদ্বিতীয়া। এবার বোনফোঁটার আয়োজন হলো সল্টলেকে। নারীত্বের মহিমা বিন্যাসে এই অভিনব অনুষ্ঠান আয়োজন করেছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী ইন্দ্রানি গাঙ্গুলী ও অভিনেত্রী জিনিয়া মুখোপাধ্যায় এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। উপস্থিত ছিলেন বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী, সঙ্গীত শিল্পী জোজো, অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ, দেবীকা মুখোপাধ্যায় প্রমুখ।  আয়োজকদের পক্ষ থেকে জিনিয়া মুখোপাধ্যায় জানান, "শুধু মাত্র পুরষদের জন্যই কেন সব অনুষ্ঠান হবে। মঙ্গল কামনা তো নারীরও প্রয়োজন। তাই আজ আমরা এই বোনফোঁটার আয়োজন করেছি।"

স্মার্টকার্ডের মাধ্যমে প্রত্যেকের জন্যে হবে স্বাস্থ্যসাথীর কার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Image
মুখ্যমন্ত্রী মমতা_ব্যানার্জী রাজ্যের প্রত্যেক বাসিন্দাকে স্বাস্থ্য_সাথী_প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছেন। নবান্নে  ওই প্রকল্পের স্মার্ট কার্ড প্রকাশ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের যেসব বাসিন্দার অন্য কোন স্বাস্থ্য প্রকল্পের আওতায় নেই তাঁরা সকলেই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন। প্রত্যেক বাড়ির পরিবারের প্রধান মহিলার নামে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড দেওয়া হবে। যা দেখিয়ে দিল্লির এইমস এবং ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ সহ রাজ্যের দেড় হাজার বেসরকারি হাসপাতালে পাঁচ’লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে। ১ লা ডিসেম্বর থেকে রাজ্যে ক্যাম্প করে স্বাস্থ্য সাথী প্রকল্পের নাম তোলার কাজ শুরু হবে।

বনধের প্রভাব পরল না বর্ধমান

Image
প্রবীর মন্ডল,বর্ধমানঃ বামেদের কয়েক দফা দাবি নিয়ে ২৬ শে নভেম্বর ধর্মঘটের ডাক দেওয়া হয়। তার তেমন প্রভাব পরল না শহর বর্ধমানেও। সকাল থেকেই এদিন রাস্তায় দেখা গেল সমস্ত যানবাহন সচল প্রতিদিনের মতন সেই স্বাভাবিক চিত্র।  পাশাপাশি,ল্যাংচার জন্য বিখ্যাত বর্ধমানের শক্তিগড় সেখানেও দিন তেমন ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা গেল না সমস্ত দোকানপাট খোলা, রাস্তায় সরকারি-বেসরকারি ছাড়াও প্রাইভেট গাড়ি ও চলাচল করছে।

আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে বালুরঘাটের সাংসদ

Image
তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের হাতে নিহত স্বাধীন রায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক *শ্রী সায়ন্তন বসু* এবং বালুরঘাটের সাংসদ *ডাঃ সুকান্ত মজুমদার।*

মাঝেরহাট ব্রিজ খোলার দাবীতে বিজেপির বিক্ষোভ

Image
নিজস্ব প্রতিবেদন, তারাতলাঃ কথাতেই আছে আঠেরো মাসে বছর। লকডাউনের অনেক আগে থেকেই বন্ধ রয়েছে মাঝেরহাট ব্রিজ। মেরামতির কাজের জন্যে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে অনেক ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। অবেকদিন তো হলো। এবার নড়েচড়ে একটু তাড়াতাড়ি কাজ সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ গেরুয়া শিবিরের।  তারাতলা মোড় জুড়ে মাঝেরহাট ব্রিজ চালু করার দাবীতে কলকাতা উত্তর শহরতলী জেলার  বিজেপি  মাইনোরিটি মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। এইসিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলী জেলার মাইনোরিটি মোর্চার জেলা সভাপতি শেখ রমজান আলি, কলকাতা উত্তর শহরতলী জেলার   মহিলা মোর্চার  সম্পাদিকা সোনিয়া হালদার(ঘোষ) এবং দলীয় অন্যান্য নেতৃত্বরা।।

প্রয়াত ফুটবলার মারাদোনা

Image
  নিজস্ব প্রতিবেদনঃ মাত্র ৬০ বছর বয়সে মারা গেলেন বিশ্ব খ্যাতনামা ফুটবলার ডিয়াগো মারাদোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। ফুটবল জগতের রাজপুত্র ছিলেন তিনি। মাথায় রক্ত জমাট বাঁধার কারণে তার অস্ত্রোপচারও হয়।  শারীরিক অবস্থার উন্নতি হওয়ার গত ১১ই ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। কিন্তু অতিরিক্ত মদ্যপ পানে সমস্যার কারণে বুয়েনস আয়ার্সের একটি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সপ্তাহ দুয়েক কাটতে না কাটতেই আজ সকালে বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  আর সেখানে যাওয়ার পরেই শেষ নিংশ্বাস ত্যাগ করেন তিনি।

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়, বাড়বএ শীত

Image
নিজস্ব প্রতিবেদনঃ বঙ্গোপসাগরে সামুদ্রিক ঘূর্ণিঝড়_সৃষ্টি হবার প্রেক্ষিতে, ক্যাবিনেট সচিব রাজীব গৌবার পৌরোহিত্যে গতকাল জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কমিটির বৈঠক বসে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরির মুখ্যসচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। ক্ষয়ক্ষতি এড়াতে কি ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে সে সম্পর্কে তাঁরা ক্যাবিনেট সচিবকে অবহিত করেছেন।  আবহাওয়া দপ্তরের মহানির্দেশক ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করেন। এর অভিমুখ নিয়ে রাজ্য সরকারগুলিকে নিয়মিত অবহিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। সম্ভাব্য বিপর্যয় কমাতে NDRF ও SDRF এর দলকেও প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ পরবর্তী ২৪ ঘণ্টায় সামুদ্রিক ঘূর্ণিঝড় নিবর এর আকার নেবে বলে মনে করা হচ্ছে। বুধবার অপরাহ্ণে ঘূর্ণিঝড়টি কারেক্কল এবং চেন্নাইয়ের কাছে মামল্লাপুরমের মধ্যবর্তী স্থানে স্থলভূমিতে আছড়ে পড়বে। বাতাসের সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।

বনধের সমর্থনে বাম-কংগ্রেসের মশাল মিছিল

Image
  বলোরাম বোস, ভাটপাড়াঃ মশাল নিয়ে বন্ধের সমর্থনে সিটুর মিছিল। কেন্দ্রের অনুমোদিত কৃষি বিল থেকে শুরু করে শ্রম কোডের বিরোধিতা করে আগামীকাল বামেদের ডাকা দেশব্যাপী ধর্মঘটের সমর্থনের দাবীতে আজ এক বিরাট মিছিলের আয়োজন করা হয়। জগদ্দল অকল্যান্ড জুট মিল গেট থেকে শুরু করে ভাটপাড়া রিলায়েন্স জুট মিল পর্যন্ত চলে এই মিছিল।  একাধিক দাবিতে আগামীকাল দেশ জুড়ে বামেদের ডাকা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম ও তাদের সহযোগী দলগুলি। আর এই ধর্মঘট সফল করার জন্য বাম ও কংগ্রেস যৌথভাবে এক মহামিছিল আয়োজিত হলো জগদ্দল অকল্যান্ড জুট মিল গেট থেকে শুরু করে ঘোষপাড়া রোড ধরে ভাটপাড়া রিলায়েন্স জুট মিল গেট পর্যন্ত। এই মিছিলে পা মেলান বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।

সাংবাদিক চন্দ্রশেখর কে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক

Image
দেশের আইন কারণ একদিকে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করে। অন্যদিকে সেই আইনকে অপব্যবহার করে ভালো মানুষকে বিপদে ফেলছে, তেমনি উদাহরণ দেশের প্রতিটি রাজ্যের ভুরি ভুরি আছে। রাজনৈতিক হিংসার ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা বাংলার বুকে সাংবাদিকরাও টের পেয়ে যাচ্ছে। অনলাইন নিউজ পোর্টাল নিউজ সারাদিনের সাংবাদিক চন্দ্রশেখর সরকার বাংলার দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার আমঝাড়া হাটখোলাতে বাড়ি।তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলেছে ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশনের তরফ থেকে। গ্রামের একাধিক লোক একটি ঘটনার বিবরণ দিচ্ছে, ২০১৮ এক ভদ্রলোক সাংবাদিক চন্দ্রশেখর এর বাড়ির পাশে টি থাকতো, সেই ব্যক্তি হাজার পনের টাকা ধার নিয়েছিল সাংবাদিক চন্দ্রশেখর সরকারের কাছ থেকে, সেই টাকা চাওয়াতে ভয়াবহ বিপত্তি হয়ে গেল।তার নামে মিথ্যা অভিযোগ করল সেই ভদ্রলোকের  নাবালক মেয়েকে দিয়ে। এই মামলা জাতীয় সিডিউল কাস্ট কমিশন পর্যন্ত গড়ায়। সেই সময় বিষয়টি কমিশনার হস্তক্ষেপে মিটিয়েও যায়। এরপর দুবছর কেটে গেলেও হঠাৎ গতকাল রাতে বাসন্তী থানার পুলিশ সক্রিয় হয়ে সাংবাদিক চন্দ্রশেখর সরকারকে  গ্রেপ্...