নেতাজির জন্মদিন কে জাতীয় দেশপ্রেম দিবস ঘোষণার দাবি উঠলো জলপাইগুড়িতে
অরুণকুমার, শিলিগুড়ি:আজ থেকে ঠিক ৭৭ বছর আগে, এই ৩০ ডিসেম্বরই প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পোর্ট ব্লেয়ারের এখন যেটা নেতাজি স্টেডিয়াম, সেসময় জিমখানা গ্রাউন্ড হিসেবেই লোকে চিনত। ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর সেই জিমখানা মাঠেই ওঠে প্রথম জাতীয় পতাকা। এই দিনটি স্মরণে পালিত হল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দাঁড়া স্বল্প উদ্যোগে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি সুভাষ ফাউন্ডেশনের নেতাজির মূর্তি মূর্তিতে মোমবাতি জ্বালিয়ে দিনটিকে স্মরণ করলেন নবীন-প্রবীণ প্রজন্মের প্রতিনিধিরা। যেখানে সামিল হয়েছিলেন কলেজ পড়ুয়া থেকে আরম্ভ করে সমাজসেবী অবসরপ্রাপ্ত বেশকিছু নেতাজি প্রিয় মানুষ। প্রবীণ নাগরিক দেশ নিয়ে গঠিত শহরের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কর্ণধার বাদল দত্ত এই দিনটি স্মরণ করতে গিয়ে 77 টি মোমবাতি জ্বালিয়ে উপস্থিত সকলকে বলেন 30 শে ডিসেম্বর এর গুরুত্ব এবং এই দিনটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামানে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং দু'বছর আগে তিনিও আন্দামানে গিয়েছিলেন এবং সেই জায়গা অভিজ্ঞতা কথা তিনি সকলের সামনে তুলে ধরেন। অপরদিকে নবীন প্রজন্মের তর...