বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়, বাড়বএ শীত



নিজস্ব প্রতিবেদনঃ বঙ্গোপসাগরে সামুদ্রিক ঘূর্ণিঝড়_সৃষ্টি হবার প্রেক্ষিতে, ক্যাবিনেট সচিব রাজীব গৌবার পৌরোহিত্যে গতকাল জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কমিটির বৈঠক বসে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরির মুখ্যসচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। ক্ষয়ক্ষতি এড়াতে কি ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে সে সম্পর্কে তাঁরা ক্যাবিনেট সচিবকে অবহিত করেছেন। 


আবহাওয়া দপ্তরের মহানির্দেশক ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করেন। এর অভিমুখ নিয়ে রাজ্য সরকারগুলিকে নিয়মিত অবহিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। সম্ভাব্য বিপর্যয় কমাতে NDRF ও SDRF এর দলকেও প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ পরবর্তী ২৪ ঘণ্টায় সামুদ্রিক ঘূর্ণিঝড় নিবর এর আকার নেবে বলে মনে করা হচ্ছে। বুধবার অপরাহ্ণে ঘূর্ণিঝড়টি কারেক্কল এবং চেন্নাইয়ের কাছে মামল্লাপুরমের মধ্যবর্তী স্থানে স্থলভূমিতে আছড়ে পড়বে। বাতাসের সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের