৬১ র অন্তরালে গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টং ক্লবের ভাবনা
শুভ ঘোষ, গিরিশ পার্কঃ করোনা কালের মাঝে উদ্বোধন হয়ে গেল গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোটিং ক্লাবের এ বছরের কালী পূজো মন্ডপ। ৬১ তম বর্ষে গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের ভাবনা অন্তরালে। এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন গিরিশ পার্ক পৌরসভার কোঅর্ডিনেটর স্মিতা বক্সি,সুব্রত বক্সি, এছাড়াও ক্লাবের অন্যান্যরা।।
করোনা সচেতনতা মূলক প্রচার চালাতে মাইকিং এর সাথে সাথে এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে একটি করে মাস্ক এবং স্যানিটাইজার প্রদান করা হয়।।
Comments
Post a Comment