বিধায়ক বেচারাম মান্নার বাড়িতে গিয়ে দেখা করলেন হুগলি জেলা তৃণমূলের মুখপাত্র

সুব্রত রায়, হুগলীঃ হরিপাল বিধানসভার তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার বাড়িতে গিয়ে দেখা করলেন হুগলি জেলা তৃণমূলের মুখপাত্র তথা উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।গতকাল বিধায়ক বেচারাম মান্নার পদত্যাগ পত্র বিধানসভার স্পিকারের কাছে জমা দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় হুগলি জেলা রাজনীতিতে।এমনিতেই হুগলি জেলায় তৃণমূল দলের গোষ্টিকোন্দল দীর্ঘদিনের সমস্যা।তারপর হুগলি জেলার নতুন কমিটি গঠনের পরে যেন আগুনে ঘি দেওয়ার মতো অবস্থা হয়েছে।হুগলি জেলার বিভিন্ন জায়গায় নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অনেকই।

কিছুদিন আগেই সিঙ্গুরের বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য দলে থাকবেন কিনা ভেবে দেখার কথা বলেন।এরপর গতকাল আবার হরিপালের বিধায়ক বেচারাম মান্নার পদত্যাগ পত্র জমা দেওয়া নিয়ে শুরু হয় শোরগোল।এরপর জানা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও তৃণমূলের রাজ্যসভাপতি সুব্রত বক্সীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বেচারাম মান্নার পদত্যাগ এর ঘটনায়।কিন্তু হুগলি জেলায় তৃণমূলের একের পর এক ঘটনায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তাহলে কি হুগলি জেলায় তৃণমূল দলের নেতা কর্মীরাই তাদের প্রধান প্রতিপক্ষ বিজেপির হাত শক্ত করছে এসব করে।এই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের