প্রয়াত ফুটবলার মারাদোনা
নিজস্ব প্রতিবেদনঃ মাত্র ৬০ বছর বয়সে মারা গেলেন বিশ্ব খ্যাতনামা ফুটবলার ডিয়াগো মারাদোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। ফুটবল জগতের রাজপুত্র ছিলেন তিনি। মাথায় রক্ত জমাট বাঁধার কারণে তার অস্ত্রোপচারও হয়।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ার গত ১১ই ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। কিন্তু অতিরিক্ত মদ্যপ পানে সমস্যার কারণে বুয়েনস আয়ার্সের একটি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সপ্তাহ দুয়েক কাটতে না কাটতেই আজ সকালে বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানে যাওয়ার পরেই শেষ নিংশ্বাস ত্যাগ করেন তিনি।
Comments
Post a Comment