মাঝেরহাট ব্রিজ খোলার দাবীতে বিজেপির বিক্ষোভ




নিজস্ব প্রতিবেদন, তারাতলাঃ কথাতেই আছে আঠেরো মাসে বছর। লকডাউনের অনেক আগে থেকেই বন্ধ রয়েছে মাঝেরহাট ব্রিজ। মেরামতির কাজের জন্যে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে অনেক ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। অবেকদিন তো হলো। এবার নড়েচড়ে একটু তাড়াতাড়ি কাজ সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ গেরুয়া শিবিরের। 

তারাতলা মোড় জুড়ে মাঝেরহাট ব্রিজ চালু করার দাবীতে কলকাতা উত্তর শহরতলী জেলার  বিজেপি মাইনোরিটি মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। এইসিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলী জেলার মাইনোরিটি মোর্চার জেলা সভাপতি শেখ রমজান আলি, কলকাতা উত্তর শহরতলী জেলার  মহিলা মোর্চার সম্পাদিকা সোনিয়া হালদার(ঘোষ) এবং দলীয় অন্যান্য নেতৃত্বরা।।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো