বামনের হাজার প্রদ্বীপে সাজালো গ্রাম



নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ ১০০০ প্রদ্বীপ জ্বেলে আলোয় ভরিয়ে দিলেন বাপন দাস। দীপাবলি শুরু হতেই শিলিগুড়ি মহকুমা চটহাট পঞ্চায়েত এলাকার অন্তর্গত দুটি গ্রাম আলোকিত করেন তিনি।নিরগিন গছ এবং ভিমা গছ গ্রামের বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে ঘুরে রাস্তার দু'ধার দিয়ে মাটির প্রদ্বীপ জ্বালিয়ে আলোয় ভরিয়ে দিলেন সমাজকর্মী তথা পুলিশ কর্মী বাপন দাস। 



এলাকার মহিলাদের সাথে নিয়ে গতকাল সূর্যাস্তের আগেই রাস্তার ধার দিয়ে মাটির প্রদ্বীপ জ্বালিয়ে রেখে যান। নিগাম ক্লাবের মহিলা সদস্যদের নিয়ে উলু ধ্বঞ্জ এবং শঙ্খ বাজিয়ে এই কর্মসুচী পালন করা হয়। 



এক অভিনব উদ্যোগ বামন দাসের। গ্রামবাসীরা এমন ব্যাপার আগে দেখেননি। তাদের মতে, হঠাৎ দেখি গ্রামের বিভিন্ন রাস্তা আলোকিত লাগছে। খুব সুন্দর লাগছে দেখতে।। গ্রামবাসীরা ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় ভিড় জমান বামন বাবুর এই সুন্দর কর্মকাণ্ড দেখতে।। বামন দাসের নব ভাবনায় সাজানো সমগ্র গ্রাম যেন এক অসাধারণ রুপ নিয়েছে। পুলিশকর্মী বামন দাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো