বড়বাজার কালাকার স্টিড মিলন সংঘের কালীপুজোর সুচনা হলো মাস্ক বিতরণ করে
শুভ ঘোষ,বড়বাজারঃ আজ 13 ই নভেম্বর উপলক্ষে বড়বাজার কালাকার স্টিড মিলন সংঘের কালীপুজো 69 বছরে পা দিল। সুশীল কোঠারির উদ্যোগে কালাকার স্টিড মিলন সংঘ শ্যামা পূজার শুভ সূচনা হয় । কালা কার স্টিড মিলন সংঘের মূর্তি উন্মোচন করেন এমএলএ স্মিতা বক্সি,সঞ্জয় বক্সী, সুশীল কোঠারি, রঘুনাথ আগারওয়াল, দেবেন্দ্র সিং, রূপনারায়ন দিশারী, চেয়ারম্যান বিনয় দুবে উপস্থিত ছিলেন আরো অনেকে।এই করোনা মহামারী কে মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে পুজোর আয়োজন করা হয় এবং মাক্স ও স্যানিটেশন করা হয়।
Comments
Post a Comment