বুধবার থেকে শহরতলির বাইরে প্যাসেঞ্জার ট্রেন চালু করছে



লোকাল ট্রেন চালু হওয়ার পর পূর্ব রেল, আগামী বুধবার থেকে শহরতলির বাইরে প্যাসেঞ্জার_ট্রেন চালু করছে। পূর্ব রেলের হাওড়া, আসানসোল, ও মালদা ডিভিশন এ মোট ৫৪ টি প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে বলে পূর্ব রেল গতকাল এক বিবৃতিতে জানিয়েছে। হাওড়া ডিভিশনে ৩০, আসানসোল ডিভিশনে ২২ টি এবং মালদা ডিভিশনে দুটি ট্রেন চলবে। যাত্রীদের covid নাইন্টিন বিধি অনুসরণ করতে পূর্ব রেলের পক্ষে

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো