কামারহাটিতে দুষ্কৃতি হামলা, অভিযোগ শ্লীলতাহানিরও
নিজস্ব প্রতিবেদন, কামারহাটিঃ লক্ষীপূজোর প্রতিমা বিসর্জনের
পর বাড়ি ফেরার পথে দুষ্কৃতি হামলা। আতঙ্ক কামারহাটি জুড়ে। একের পর এক দুষ্কৃতিদের তান্ডব
কামারহাটি এলাকা জুড়ে। বোমাবাজি, খুন থেকে
আরম্ভ করে ছিনতাই। অপরাধীদের কারখানা গড়ে উঠেছে কামারহাটিতে। কামারহাটিতে বোমাবাজির
ঘটনার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই এই রকম ভয়াবহ ঘটনা। তারই প্রমাণ, দিনে দুপুরে কামারহাটিতে
রাস্তা আটকে তিন মদ্যপ যুবক হামলা চালায় এক গৃহবধু এবং তার ভাই বোনদের ওপর। উঠছে শ্লীলতাহানিরও
অভিযোগ।
শোভাবাজারে নিজের বাপের বাড়ি থেকে লক্ষীপূজোর পর বাড়ির
ঠাকুর বিসর্জনের পর শ্বশুর বাড়ি ফিরছিলেন খড়দহের এক গৃহবধু। সাথে ছিলেন তার ভাই এবং
বোনেরাও। তাদের অভিযোগ, বেলঘরিয়া থানা পেরিয়ে আসার পর থেকেই তাদের স্কুটি লক্ষ্য করছিল
ঐ তিন যুবক। কামারহাটির RD Motors এর দোকানের সামনে আচমকাই ওই তিন দুষ্কৃতিরা তাদের
বাইক দিয়ে গৃহবধু এবং তার ভাইদের স্কুটি আটকে দেয়। ছুঁড়ি দেখিয়ে চলে ছিনতাই। অশ্লীল
ভাষার মাধ্যমে প্ররোচিত করার চেষ্টা চালান ওই তিন যুবক। কুপ্রস্তাব দিয়ে নানা কুরুচিকর
মন্তব্যের অভিযোগ গৃহবধুর।
শ্লীলতাহানির চেষ্টা করায় ওই গৃহবধুর ভাইয়েরা বাধা দিলে
তাদের ওপর মারধর চালায় ওই তিন মদ্যপ যুবক। সেই মুহুর্তে রাস্তা দিয়ে যাওয়ার সময় খড়দহ
থানার পুলিশরা একজন অভিযুক্তকে আটক করলেও বাকি দু’জন পলাতক। অভিযোগকারিরা খড়দহ থানায়
লিখিত অভিযোগ করে। তদন্তে পুলিশ।
Comments
Post a Comment