নারীত্বের উজ্জাপনে বোনফোঁটা
শুভ ঘোষ, সল্টলেকঃ বোনফোঁটা। ক'দিন আগেই গেছে ভাতৃদ্বিতীয়া। এবার বোনফোঁটার আয়োজন হলো সল্টলেকে। নারীত্বের মহিমা বিন্যাসে এই অভিনব অনুষ্ঠান আয়োজন করেছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী ইন্দ্রানি গাঙ্গুলী ও অভিনেত্রী জিনিয়া মুখোপাধ্যায় এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। উপস্থিত ছিলেন বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী, সঙ্গীত শিল্পী জোজো, অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ, দেবীকা মুখোপাধ্যায় প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে জিনিয়া মুখোপাধ্যায় জানান, "শুধু মাত্র পুরষদের জন্যই কেন সব অনুষ্ঠান হবে। মঙ্গল কামনা তো নারীরও প্রয়োজন। তাই আজ আমরা এই বোনফোঁটার আয়োজন করেছি।"
Comments
Post a Comment