বনধের সমর্থনে বাম-কংগ্রেসের মশাল মিছিল
বলোরাম বোস, ভাটপাড়াঃ মশাল নিয়ে বন্ধের সমর্থনে সিটুর মিছিল। কেন্দ্রের অনুমোদিত কৃষি বিল থেকে শুরু করে শ্রম কোডের বিরোধিতা করে আগামীকাল বামেদের ডাকা দেশব্যাপী ধর্মঘটের সমর্থনের দাবীতে আজ এক বিরাট মিছিলের আয়োজন করা হয়। জগদ্দল অকল্যান্ড জুট মিল গেট থেকে শুরু করে ভাটপাড়া রিলায়েন্স জুট মিল পর্যন্ত চলে এই মিছিল।
একাধিক দাবিতে আগামীকাল দেশ জুড়ে বামেদের ডাকা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম ও তাদের সহযোগী দলগুলি। আর এই ধর্মঘট সফল করার জন্য বাম ও কংগ্রেস যৌথভাবে এক মহামিছিল আয়োজিত হলো জগদ্দল অকল্যান্ড জুট মিল গেট থেকে শুরু করে ঘোষপাড়া রোড ধরে ভাটপাড়া রিলায়েন্স জুট মিল গেট পর্যন্ত। এই মিছিলে পা মেলান বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।
Comments
Post a Comment