স্মার্টকার্ডের মাধ্যমে প্রত্যেকের জন্যে হবে স্বাস্থ্যসাথীর কার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রীর



মুখ্যমন্ত্রী মমতা_ব্যানার্জী রাজ্যের প্রত্যেক বাসিন্দাকে স্বাস্থ্য_সাথী_প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছেন। নবান্নে  ওই প্রকল্পের স্মার্ট কার্ড প্রকাশ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের যেসব বাসিন্দার অন্য কোন স্বাস্থ্য প্রকল্পের আওতায় নেই তাঁরা সকলেই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন। প্রত্যেক বাড়ির পরিবারের প্রধান মহিলার নামে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড দেওয়া হবে। যা দেখিয়ে দিল্লির এইমস এবং ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ সহ রাজ্যের দেড় হাজার বেসরকারি হাসপাতালে পাঁচ’লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে। ১ লা ডিসেম্বর থেকে রাজ্যে ক্যাম্প করে স্বাস্থ্য সাথী প্রকল্পের নাম তোলার কাজ শুরু হবে।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক