"বাইক দুর্ঘটনায় ফুটবলারের মৃত্যু আহত আরও এক""

কৌশর আলি, বসিরহাটঃ উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাট থানা মেরুদন্ডী সুইচ গেট এলাকার ঘটনা। ২৮ বছরের নামি ফুটবলার অমিত দে,তার বন্ধু সৌভিক রায়, দুই বন্ধু আজ সোমবার ভোররাতে স্বরূপনগর থানার কৈজুরী সীমান্তে কালী পূজার ঠাকুর দেখতে গিয়েছিল।



সেখান থেকে বসিরহাট ধলতিথাতে বাড়ি ফেরার পথে মেরুদন্ডী সুইট গেটের  ব্রিজ থেকে নামতেই বাম্পার, সেই বাম্পার বাঁচাতে গিয়ে মোটরবাইক উল্টে যায়  ঘটনাস্থলেই মৃত্যু হয় অমিতের। আরো এক বন্ধু সৌভিকের অবস্থা আশঙ্কাজনক, তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ,পুলিশ সূত্রের খবর এদের মাথায় কোন হেলমেট ছিল না, গাড়ির গতি বেগ ছিল অনেক বেশি, তাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে বাইকটি। ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে ধলতিথা গ্রামে।পাশাপাশি প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের এত ঘটা করে পথ নিরাপত্তা সপ্তাহ সেভ লাইফ সেভ ড্রাইভ প্রচার করছে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে। তাহলে কি এখনো মানুষের হুসফিরছে না? তার ওপরে দীপাবলি রাত্রে উদ্যম গতিতে বাইক চালানোর জন্য মৃত্যু হল ফুটবলারের। আরো একজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো