রিষড়া স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

 


নিজস্ব প্রতিবেদন, রিষড়াঃ দীর্ঘদিন ধরে ট্রেন বন্ধ। লকডাউন শুরুর মূহুর্ত থেকে রেল পরিষেবা স্থগিত রাখা হয়েছে নিত্য যাত্রীদের জন্যে। যাতায়াতের ব্যাপক অসুবিধা হচ্ছে অনেক যাত্রীদের। বেশি টাকা ভাড়া দিয়ে রোজ গন্তব্যস্থলে যেতে হচ্ছেআসাধারণ মানুষদের। একপ্রকার আয়ের থেকে আয় ব্যয় বেশি হয়ে দাঁড়িয়েছে। তারজন্যে রেল পরিষেবা স্বাভাবিক হওয়ার দাবিতে রিষড়া রেল স্টেশন অবরোধ করে বিক্ষোভ যাত্রীদের।

ধাপে ধাপে নিউ নর্মালে ফিরছে রাজ্য। স্বাভাবিক হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি। তার মাঝে নিত্য যাত্রীদের সুবিধার্থে রেল পরিষেবা চালানো প্রয়োজন। এই দাবিতে বেশ খানিকক্ষণ ধরে চলে যাত্রীদের বিক্ষোভ।  

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো