১২তম বর্ষের জগদ্ধাত্রী পুজোয় "দেবী ঘটেই , দেবী পুজো" ভাবনায় খাদ্য সামগ্রী প্রদান কর্মসূচি পালন



শুভ ঘোষ, কলকাতাঃ শ্রীশ্রী পটুয়াটোলা লেন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির এ বছরের ১২ তম পূজার সূচনা হয়। এই পূজা কমিটি শুধু পুজো নিয়ে থেমে থাকে না।  এই করোনা আবহে এবং আমফান দুর্যোগের সময় সাধারণ গরীব,  অসহায় মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। আর তাই পুজোর জোগাড়জন্তের পাশাপাশি আজও তারা বিড়ম্বনা রাখেনি। তারা সেই মতাদর্শ নিয়েই ৫০ জন অসহায় মানুষদের খাদ্য সামগ্রী স্বরুপ চাল,ডাল দ্রব্য সামগ্রিক প্রদান করেন। মানুষে মানুষে পাশে থাকার সহযোগিতার হাত এভাবেই বাড়িয়ে দেন তারা। 


পটুয়া তলা লেন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার এবছরের মূল ভাবনা দেবী ঘটেই দেবী পুজো। এই দিনের এই পুজো মন্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়ার তলা লেন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির সভাপতি  সিদ্ধার্থ সরকার, সম্পাদক দীপঙ্কর সাহা ,কোষাধ্যক্ষক অলোক ব্যানার্জি এবং আরো বিশিষ্ট ব্যক্তিরা।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ