হিলিতে বাহুমূল্যের তক্ষক পাচারের চক্র ভেস্তে দিল বিএসএফ বাহিনী, উদ্ধার একটি দুষ্প্রাপ্য তক্ষক



সুদীপ পাল, বালুরঘাট:  গোপন সূত্রে খবর পেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে তক্ষক পাচার আটকে দিলো বিএসএফ বাহিনী। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তের নর্থ আগ্রা বিওপি এলাকার ঘটনা। এলাকায় কর্তব্যরত ১৯৯ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা বহু মূল্যের একটি দুষ্প্রাপ্য তক্ষক উদ্ধার করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। 

এদিন ঘটনার পরেই বালুরঘাট বনদপ্তরের আধিকারিকদের খবর দিলে বনকর্মীরা ওই তক্ষক নিজেদের হেফাজতে নেন। 

 বালুরঘাট বনদপ্তরের বিট অফিসার নিখিল ছেত্রী জানিয়েছেন, বিএসএফ জওয়ানরা তক্ষকটি উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিয়েছে। পাচারের উদ্দেশ্যে তা নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক