দুদিনের বাংলা সফরে অমিত শাহ

 

ছবিঃ এই সময় 

নিজস্ব প্রতিবেদন, নয়া দিল্লিঃ হাতে গোনা আর মাত্র কয়েকমাস পরেই ২১ এর নির্বাচন। তার জন্যে রাজ্য রাজনীতির লড়াই তুঙ্গে। তার প্রস্তুতিও তুঙ্গে। আগামী সপ্তাহে বাংলায় সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৫ই নভেম্বর এবং ৬ ই নভেম্বর – পরপর দিদিন সাংগঠনিক বৈঠক করবেন তিনি।

২১ এ বিজেপির পাখির চোখ বাংলার মসনদ। কার দখলে হবে বাংলা। দুদিনেই বাংলায় এসে বৈঠক সেরে নেবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফর নিয়ে ব্যপক সমালোচনার সুর বিরোধি দলে। নির্বাচনের আগে বাংলার হালচাল খতিয়ে দেখাই এই সফরের উদ্দেশ্য। মন্তব্য বিরোধিদের।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো