পটুয়ার তলা লেনে জগদ্ধাত্রী পূজোর খুঁটি পূজোয় ত্রাণ প্রদান




নিজস্ব প্রতিবেদন,কলকাতাঃ
বিজয়ার রেষ কাটতে না কাটতেই পটুয়ার তলা লেন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজোর আরম্ভর শুরু হয়ে গেল। ১২ তম বর্ষে এবছর সরকারি সমস্ত বিধি নিষেধ মেনে খুঁটি পূজোর মাধ্যমে জগদ্ধাত্রী পূজোর সুচনা করা হয়। একটি সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এইদিন পুজোর শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়ার তলা লেন জগদ্ধাত্রী পূজা কমিটির সভাপতি সিদ্ধার্থ সরকার, সম্পাদক দীপঙ্কর সাহা, কোষাধ্যক্ষ অলোক ব্যানার্জি, সাংস্কৃতিক সভাপতি শোমালি ব্যানার্জি , এবং পুজো কমিটির আরো অন্যান্য বিশিষ্ট জনেরা। 

করোনা আবহে বহু পরিবার থেকে হারিয়ে গেছে আনন্দ। টান পড়েছে পকেটে। তার উপর আমফান। বহু মানুষকে নিঃশ্ব করে দিয়েছে । এই মারণ ব্যাধীকালের মাঝে জগদ্ধাত্রী পূজো উপলক্ষে আমফানে ক্ষতিগ্রস্ত কিছু পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। এলাকার প্রায় ৫০টি পরিবারকে এদিন চাল, ডাল, আলু, পেঁয়াজ – রকমারি দ্রব্য সামগ্রী প্রদান করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো