Posts

Showing posts from September, 2022

মানবতা ও সদিচ্ছার অঙ্গীকার হিসেবে, সীমান্তে আটক ০৬ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

Image
  নিজস্ব প্রতিবেদন, উ: ২৪ পরগণা : ২৩/২৪ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যবর্তী রাতে, ০৬ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের ৬৮ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের, বর্ডার চৌকি জিতপুর, রাংঘাট এবং মধুপুর এলাকার সজাগ জওয়ানরা আটক করে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের কেউ কাজের সন্ধানে ভারতে আসছেন আবার কেউ বাংলাদেশে ফিরে আসছেন। তাদের সবাইকে সীমা অতিক্রম করার সময় বিএসএফ জওয়ানরা হেফাজতে নিয়ে যায়। মানবতা ও সদিচ্ছার ইঙ্গিত হিসেবে আটক কৃত সকল বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। ৬৮ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ডিং অফিসার বলেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। গ্রেফতারকৃতদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং উভয় দেশের বর্ডার গার্ডিং ফোর্সের পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছা বজায় রাখতে কিছু নিরীহ বাংলাদেশীকে নিরাপদে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবস উৎযাপন

Image
  নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর : ২৫শে সেপ্টেম্বর মহালয়ার সকালে  রাষ্ট্রবাদী নেতা তথা ভারতীয় জনতা পার্টির ভাবাদর্শের স্থপতি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৬ তম জন্মবর্ষ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্য দান করে দিনটি উৎযাপন করা হয়।  ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সন্দ্বীপ ব্যানার্জীর তত্ত্বাবধানে সারাদিন ব্যাপী চলে জন্মদিবস উৎযাপনের নানা অনুষ্ঠান। এইদিনের এই অনুষ্ঠানে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন। টিটাগড় ব্রাহ্ম স্থান মোড়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।  টিটাগড় পৌরসভার অন্তর্গত ২০ নং ওয়ার্ডের বিজেপি পার্টি অফিসে পালন করা হয় পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। দলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিক্রিতে মাল্যদান করে এই দিনটি পালন করেন বিজেপির নেতৃত্বরা। 

শুভেন্দু দিলীপের ছবিতে মালা দিয়ে তর্পন, বিতর্কে মদন মিত্র

Image
  বাণীব্রত দত্ত, কলকাতা : মহালয়ার ভোরে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবিতে মালা পড়িয়ে বিজেপির বিদায় চেয়ে তর্পন করলেল কামারহাটির বিধায়ক মদন মিত্র। সঙ্গে মদন অনুগামীরা তারস্বরে তুললেন হরিবোল ধ্বনি। এমনই ছবি ধরা পড়ল কোলকাতার গঙ্গার বাবুঘাটে। এই ঘটনায় হতবাক গঙ্গার ঘাটে পিতৃতর্পণ করতে আসা মানুষজন। মহালয়ার দিনেই পূন্যার্থীরা পিতৃতর্পনের উদ্দেশ্যে ভিড় জমান বিভিন্ন নদী ঘাটে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল অর্পন করেন। এবার পিতৃতর্পনেও লেগে গেল রাজনীতির ছোঁয়া। এদিন সকালে কলকাতার গঙ্গার বাবুঘাটে তর্পন করতে যান কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তর্পন করতে এদিন তিনি সঙ্গে করে নিয়ে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের ছবি। বাবুঘাটে এই দুই বিজেপি নেতার ছবিতে মালা পড়ান মদন মিত্র। মদন মিত্র যখন বিজেপি নেতাদের ছবিতে মালা দিচ্ছিলেন, তখন ‘বলো হরি, হরি বোল’ রবও শোনা গিয়েছে অনুগামীদের মুখে। এদিন মদন মিত্র বলেন, ‘আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির রাজনৈতিক অপমৃত্যু ঘটতে চলেছে, সেই সময় আর তর্পণ করার লোক থাকবে না। তাই আমি আগাম তর্পণ করে গেলাম’। তিনি আরও বলেন...

খিদিরপুর, বেহালায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Image
  জয় গুহ, কলকাতা : মহালয়ার দিনে রাজ্যজুড়ে ২৫৩টি পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজও লম্বা তালিকা। কলকাতা ও জেলা মিলিয়ে অনেকগুলি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত প্রতিটি জেলায় ন্যূনতম দশটি করে পুজো ভার্চুয়ালি উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। কলকাতার কয়েকটি নাম করা পুজোরও উদ্বোধন মহালয়াতেই সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী। আর এবার সোমবারে কলকাতার একডজন পুজো মণ্ডপের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খিদিরপুর, বেহালা অঞ্চলে পুজোগুলি এদিন বিকেল চারটের পর থেকে উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী। খিদিরপুরে দুটি পুজোর উদ্বোধন করেন মমতা। তিনি বলেন, "এই দুটো পুজো পাশাপাশি৷ এখানে অনেক পুজো। খিদিরপুরে এত পুজো হয় আগে কেউ জানত না। এখন সবাই জানে।" মুখ্যমন্ত্রী আরও বলেন, "এই এলাকা একেবারে ভারতবর্ষের মতো। সবাই মিলে এখানে বসবাস করি।" পুজোর থিম প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এই চিন্তাভাবনা কত ভালো। যা দিয়ে দেশ, এলাকা, বদলাতে পারে। মাতৃ রূপের একটা আলাদা চেহারা এখনও। এই পুজো শ্রেষ্ঠত্ব ও কারুকার্যের দিক থেকে দারুণ। সবাই প...

দ্বিতীয় দিনেও রাজ্যবাসীদের স্বার্থে কথা বললেন সুদীপ রায় বর্মন

Image
  ত্রিপুরা বিধানসভার দ্বাদশ অধিবেশনের দ্বিতীয় দিনেও রাজ্যের জনগণের স্বার্থ নিয়ে আলোচনা করেন প্রদেশ কংগ্রেসের বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন । তিনি বলেন : রাজ‍্যের কয়েকটি প্রধান জ্বলন্ত বিষয়বস্তুর মধ‍্যে একটি হলো চাকুরিচ‍্যুত ১০৩২৩, আজকে আমি পবিত্র বিধানসভার দ্বাদশ অধিবেশনের দ্বিতীয় দিনে চাকুরিচ‍্যুত ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকাকে রাজ‍্য সরকারের মানবিক উদ‍্যোগের মাধ‍্যমে সুষ্ঠ সমাধান দেওয়ার জন‍্য রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী-সহ ট্রেজারি বেঞ্চের সকল সদস‍্যদের দৃষ্টি আকর্ষণ করি। চাকুরিচ‍্যুত ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকার মধ‍্যে প্রায় ১৪০ জন শিক্ষক-শিক্ষিকার অকাল মৃত‍্যু হয়েছে, আমরা এদের মধ‍্যে আর কোনো শিক্ষক-শিক্ষিকাকে অকালে হারাতে চাইনা।

অক্ষরভূমি"-সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ ও গুণীজন সংবর্ধনা

Image
  নিজস্ব প্রতিনিধি,কলকাতা: মাতৃপক্ষের সূচনা পর্বে মহালয়ার দিন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির জীবনানন্দ সভাগৃহে চাঁদের হাট বসেছিলো। কবি দশমিক পলাশ (পলাশ পাল)এর সম্পাদনায় "অক্ষরভূমি"- আন্তর্জাতিক সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ ঘটে কবি ও শিশু সাহিত্যিক কার্তিক ঘোষ ও সাহিত্যিক পৃথ্বীরাজ সেন মহাশয়ের হাত দিয়ে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি প্রসূন ভৌমিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী মৃদুল বিশ্বাস, রাজশঙ্কর পাণ্ডে,কুমুদ মেলার সম্পাদক মোল্লা জসিমউদ্দিন, কবি আনারুল ইসলাম প্রামানিক,ভারতীয় মানবাধিকার সংগঠনের রাজ্য সভাপতি মনোতোষ বেরা, কবি ও চলচ্চিত্র পরিচালক রাজকুমার দাসসহ বাউল শিল্পী স্বপন দত্ত, সমাজ সেবক শিবাজী দে প্রমুখরা। পত্রিকার সম্পাদক কবি দশমিক পলাশ জানান সাহিত্যের মাঝে সকল গুণীজন দের একত্রে করে এক মেলবন্ধন তৈরী করার চেষ্টা করেছি।যেন আমরা সর্বদাই সাহিত্য চর্চা করে সমাজের জন্য কিছু করতে পারি।ডিজিটাল যুগে এখনও বেশির ভাগ মানুষ ছাপা পাঠ্য পুস্তক আকারে যেকোনো বই পড়তে ভালোবাসে বলে তিনি মনে করেন। "অক্ষরভূমি" পুরস্কার-2022 তুলে দেওয়া হয় সুদামকৃষ্ণ মন্ডল এর...

মেটাভার্স-এ নতুন করে তৈরি করা হয়েছে

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: মেটাফর্ম এবং এক্সপিঅ্যান্ডডিল্যান্ড আজ বিশ্বের প্রথম মেটাপুজোর কথা ঘোষণা করেছে। এটি ভবিষ্যতের একটি পথ যেখানে কলকাতার আইকনিক দুর্গাপুজো উদযাপনকে মেটাভার্সে নিয়ে আসবে। এই পুজোর মরসুমে, আইকনিক এবং জনপ্রিয় আহিরিটোলা, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল এবং টালা Prattay প্যান্ডেলগুলি মেটাভার্সে ৩ডি টুইনের মাধ্যমে সহজলভ্য হবে। এই অভিজ্ঞতার বিষয়ে বিশদভাবে বলতে গিয়ে মেটাফর্ম এবং এক্সপিঅ্যান্ডডিল্যান্ড-এর কো-ফাউন্ডার সুকৃত সিং বলেন, "ইউনেস্কোর বিশাল স্বীকৃতির পর, এটি দুর্গাপুজোর জন্য আরও একটি বড় আনন্দজনক ঘটনা। আমরা ভক্তি এবং প্রযুক্তির মধ্যে ব্যবধান মেটানোর বিষয়ে অনুপ্রাণিত হয়েছি এবং বিশ্বের বৃহত্তম ভক্তিমূলক এই অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে নতুন কিছু শুরু করার ক্ষেত্রে সবচেয়ে ভাল উপায়গুলির ওপর নির্ভর করতে শুরু করেছি। আমাদের এই উদ্যোগটি মা দুর্গাকে ওয়েব ৩.০-এ একটি উন্নত অবস্থান এনে দিয়েছে, যেখানে সারা বিশ্বের ভক্তরা কলকাতার সবচেয়ে জনপ্রিয় প্যান্ডেলগুলি দর্শন করে প্যান্ডেল গুলির একটি ত্রিমাত্রিক বিনোদনে প্রবেশ করতে এবং তাতে অংশ নিতে সক্ষম হবে। এটি করার সময়, ...

Amazon.in গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল - ২০২২ ডিল প্রকাশ করেছে....।

Image
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : দ্য গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল (GIF) ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে । প্রাইম সদস্যরা ২৪ ঘন্টা আগে অ্যাক্সেস করার সুযোগ পেয়েছিল। • 11 লক্ষ বিক্রেতা এবং 2 লক্ষ স্থানীয় স্টোর থেকে কেনাকাটা করুন: The Great Indian Festival (GIF) লক্ষাধিক বিক্রেতাকে উদযাপন করে, যা Amazon.in-এ গ্রাহকদের কোটি কোটি পণ্য অফার করে, যার মধ্যে ভারতীয় SMB এবং স্থানীয় স্টোর থেকে অনন্য পণ্য রয়েছে • ক্যাটাগরি জুড়ে লঞ্চ: গ্রাহকরা মুদি, ফ্যাশন এবং সৌন্দর্য, স্মার্টফোন, বড় যন্ত্রপাতি এবং টিভি, কনজিউমার ইলেকট্রনিক্স এবং আরও অনেক কিছু সহ বিভাগ জুড়ে 2,000টিরও বেশি নতুন পণ্য লঞ্চ এবং আকর্ষণীয় অফার উপভোগ করবেন • শীর্ষস্থানীয় অংশীদার ব্যাঙ্ক যেমন SBI ব্যাঙ্ক থেকে উত্তেজনাপূর্ণ; এসবিআই ক্রেডিট এবং ডেবিট কার্ড এবং ইএমআই লেনদেনে 10% তাত্ক্ষণিক ছাড়, ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলিতে বিনা খরচে ইএমআই, অন্যান্য শীর্ষস্থানীয় ক্রেডিট/ডেবিট কার্ড থেকে আকর্ষণীয় অফার এবং আরও অনেক কিছু • আরও কিনুন, আরও উপার্জন করুন: গ্রাহকরা কেনাকাটা করে, miniTV-তে বিনামূল্যে বিনোদনমূলক ভিডিও দেখে, FunZone-এ গেম খেলে এবং A...

স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন

Image
  নিজস্ব প্রতিবেদন, টিটাগড়: টিটাগড় ফ্রি ইন্ডিয়া উচ্চ বিদ্যালয়ে বিশ্বকর্মা পুজোর দিন বোমাবাজির ঘটনার প্রতিবাদে সরব প্রিয়াঙ্ক কানুনগো । এদিন স্কুল পরিদর্শনে আসেন। বিদ্যালয়ে ক্লাস চলাকালীন এই রকমভাবে বোম বিস্ফোরণের জেরে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। আর এই বিষয়ে নজরদারি রাখতে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো আসেন বিদ্যালয়ে। স্কুলে এসে এদিন তিনি বোমা বিস্ফোরণ মামলা খতিয়ে দেখেন । সাথে নিজেই তিনি ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এর পাশাপাশি ওনার রিপোর্টে এনআইএ তদন্তের জন্যে জিজ্ঞাসা করবেন বলেও তিনি জানান। এদিন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্রকে সাথে নিয়ে স্কুল পরিদর্শন করেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। প্রয়োজনে পরবর্তীতে ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত ...

সমালোচনায় বীরচন্দ্র সাধারণ গ্রন্থাকারের উদ্যোগে কবিগুরুর “বিসর্জন”(১৯৬০)

Image
  বানীব্রত দত্ত ,বিশেষ প্রতিবেদন: বীরচন্দ্র পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ১৯৬০ সালের জুলাই মাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বিসর্জন ' নাটক মঞ্চস্থ হয় । উমাকান্ত একাডেমির ক্যাম্পাস হলে। নাটকটি মঞ্চস্থ হওয়ার পর সে সময় বিভিন্ন পত্রিকায় আলোচনা সমালোচনা প্রকাশ পায়। নাটকের অভিনয় নিয়ে সাপ্তাহিক 'সমাচার' পত্রিকায় তীব্র সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ পায় ২৪ জুলাই,১৯৬০ সালে। পরবর্তীতে এই নাটকটি বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়েছিল। ১৯৬১ সালের জুলাই মাসেই আগরতলার প্রগতি বিদ্যামন্দিরের জ্ঞান মন্দিরে নাটকটি মঞ্চস্থ হয়েছিল। প্রথম বার এই নাটকের অভিনয়ে যারা ছিলেন তাদের অনেকেই পরবর্তী উপস্থাপনায় ছিলেন না। তবুও নাটকটি নিজের মেজাজেই দ্বিতীয়বার দর্শকদের মন জয় করতে পেরেছিল। কিন্তু প্রথমবার 'বিসর্জন' (১৯৬০) নাটকটি মঞ্চস্থ হওয়ার পর সমাচার পত্রিকার প্রতিবেদনে কি লেখা হয়েছিল, তা উপস্থাপন করা হয় এখানে। "আসন্ন রবীন্দ্র শতবার্ষিকী উৎসবের প্রারম্ভিক অনুষ্ঠান হিসেবে স্থানীয় বীরচন্দ্র সাধারণ পাঠাগারের কর্মীবৃন্দ গত ১৩ই ও ১৪ই জুলাই সন্ধ্যায় একাডেমির ক্যাম্পাস হলে কবিগুরুর বিসর্জন নাটকখানা মঞ্...

প্রয়াত হলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব

Image
  নিজস্ব প্রতিবেদন : প্রয়াত হলেন প্রখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে মারা গেলেন তিনি। দিল্লির এইমস হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। টানা ১ মাস ১১ দিনের লড়াই শেষ করে চলে গেলেন জাদুকর রাজু শ্রীবাস্তব।  গত ১০ই আগস্ট জিম করতে করতে অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যাথা শুরু হয় তার। তাকে সেখান থেকে জিমের প্রশিক্ষক নিজেই দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকে রাজু শ্রীবাস্তবের অবস্থার অবনতির জেরে ভেন্টিলেশনের সাপোর্টও দেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছে। তারপর থেকে দ্রুত অভিনেতা চিকিৎসার জন্য সমস্ত রকম পদ্ধতি প্রয়োগ করেন চিকিৎসাকেরা। এমন কি করা হয়েছিল অ্যাঞ্জিওপ্লাস্টিও। তবে প্রথমের দিকে চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও পরবর্তীতে তার অবস্থা দিনে দিনে অবনতি ঘটতে থাকে। মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকে জ্বর সর্দি কাশি সংক্রমনেও ভুগছিলেন ছিলেন তিনি। শেষ হলো তার এই সমস্ত লড়াই। কানপুরের মাটিতে জন্ম হলেও জাদুকর রাজু শ্রীবাস্তবকে চিনতেন গোটা দেশ। তবে তিনি অনেকের কাছেই বল...

টিটাগরে স্কুলে বোমা বিস্ফোরণের প্রতিবাদে ডেপুটেশন বামেদের

Image
  বলোরাম বোস, ব্যারাকপুর : গত পরশুদিন স্কুলে ক্লাস চলাকালীন আচমকাই টিটাগর সাউথ স্টেশন রোডের পাশে অবস্থিত এক উর্দু মাধ্যম স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ ঘটে। টিটাগর ফ্রি ইন্ডিয়া উচ্চ বিদ্যালয়ে এই ধরনের বোমা বিস্ফোরণের ঘটনায় অবাক এবং আতঙ্কিত স্কুলের ছাত্র ছাত্রীরা আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় আতঙ্ক ছড়ায় এবং ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষা সহকর্মীদের মধ্যেও । শিক্ষা প্রতিষ্ঠানের ছাদের উপরে এইভাবে বোম মারার ঘটনা পরিপ্রেক্ষিতে এদিন বিটি রোড ব্যারাকপুর দক্ষিণ জোনাল কমিটির পক্ষ থেকে টিটাগর থানায় একটি ডেপুটেশন দেওয়া হয়। এই দিনের এই কর্মসূচিতে বিটি রোড ব্যারাকপুর দক্ষিণ জোনাল কমিটির পাঁচজনের প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন দেয় টিটাগর থানায়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দক্ষিণ জোনাল কমিটির সম্পাদক শুভব্রত চক্রবর্তী , বাংলা কমিটির সভাপতি সুরজিৎ দেব, সুব্রত ব্যানার্জি দীপ্ত কণা মহন্ত এবং অমরজিৎ রাম ।

মদন মিত্রের মন্ত্রিত্ব পদ প্রসঙ্গে বিস্ফোরক সাংসদ প্রসুন ব্যানার্জি

Image
  নিজস্ব প্রতিবেদন, কামারহাটি: বিস্ফোরক সাংসদ প্রসূন ব্যানার্জি। মদন মিত্রকে পাশে রেখে এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্রকে মন্ত্রীত্ব পদ থেকে অপসারণ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করলেন তিনি l  তিনি বিধায়ক মদন মিত্র প্রসঙ্গে বলেন, "মদন মিত্রকে ছেড়ে দিলে হবে না। যদি কেউ রাগ করবেন, আমার যায় আসবে না। ক্রীড়া মন্ত্রী যদি পশ্চিমবঙ্গে তৃণমূলে হয়ে থাকে একমাত্র মদন মিত্র। আর কাউকে ক্রীড়ামন্ত্রী মানি না আমি। এ লোক আলাদা লোক, প্রথমদিনের লোক, যখন দিদির পশে একজন - দুজন ঘুরতেন। এখনতো অনেকে ঘুরছে। বলতে বাধ্য আমি, মদন মিত্রকে সন্মান দিতে হবে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমাদের মন্ত্রিসভায় ওর নাম নেই।  আমি কারোর পা ধরে এখানে আসি নি আমাকে হাত ধরে নিয়ে এসেছে দিদি।" 

বক্স অফিস কালেকশনে 'সূর্যবংশী'কে কি টেক্কা দিতে পারবে 'ব্রহ্মাস্ত্র'?

Image
বানীব্রত দত্ত: প্রসঙ্গত, জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে সুহানা খানের। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে আরও দুই স্টার কিডকে। একজন শ্রীদেবী ও বনি কপূরের ছোট মেয়ে খুশি কপূর। অন্যজন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য। এছাড়া মিহির আহুজা, ডট, বেদাঙ্গ রায়না ও যুবরাজ মেন্ডা রয়েছেন ছবিতে। 'আর্চি কমিক্স'-এর ভারতীয় সংস্করণ হিসেবে তৈরি হবে এই ছবি। ভেরোনিকার চরিত্রে দেখা যাবে সুহানাকে। এর আগে সোশ্যাল মিডিয়ায় 'দ্য আর্চিস' ছবির টিজার শেয়ার করে নিয়েছিলেন গৌরী। লিখেছিলেন, 'শুভেচ্ছা। টিম 'দ্য আর্চিস' কে অনেক অনেক শুভেচ্ছা।' এর আগে বলিউড বাদশা শাহরুখ খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য আর্চিস' ছবির টিজার এবং পোস্টার শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন বেশ কিছু কথা। মেয়ের প্রশংসা করার পাশাপাশি তাঁকে অভিনেতা হিসেবে অনেক বেশি দয়ালু হওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন কিং খান। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'দ্য আর্চিস' ছবির টিজার। বেশ প্রশংসিতও হয়েছে। বিশেষত সিনেমার কাস্টিং নজর কেড়েছে। তবে নেপোটিজমের বিতর্কও ফের উস্কে দিয়েছে এই ছবি। সম্প্রতি সি...

দেখতে হুবহু একইরকম! শাহরুখ কন্যার 'হামসকল'কে দেখেছেন?

Image
  বানীব্রত দত্ত: দেখতে হুবহু একইরকম! শাহরুখ কন্যার 'হামসকল'কে দেখেছেন?এবার দেখা পাওয়া গেল সুহানার 'হামসকল'-এর। হুবহু এক দেখতে। ছবি দেখে অবাক হচ্ছেন নেটিজেনরা। বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের। পরিচালক জোয়া আখতারের ছবি দিয়ে ডেবিও হতে চলেছে তাঁর। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশের আগেই সুহানা খানের জনপ্রিয়তা নজরকাড়া। সোশ্যাল মিডিয়ায় বহু ফলোয়ার্স রয়েছে তাঁর। এবার দেখা পাওয়া গেল সুহানার 'হামসকল'-এর। হুবহু এক দেখতে। ছবি দেখে অবাক হচ্ছেন নেটিজেনরা। বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন গৌরী খান, সুহানা খান, মাহিপ কপূর, সনয়া কপূর এবং তাঁদের বন্ধুরা। সেখানেই সুহানার সঙ্গে দেখা হয়ে গেল তাঁর 'হামসকল' বরিহার সঙ্গে। জানা গিয়েছে শাহরুখ কন্যার মতো দেখতে বরিহা আসলে পাকিস্তানের বাসিন্দা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বরিহা সুহানার সঙ্গে ছবি পোস্ট করেছেন। দুজনকে পাশাপাশি দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের। এ তো পুরো যেন এক!

প্রতিশ্রুতি পালন করছে সরকার ; আমরা কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী : মানিক

Image
  বানীব্রত দত্ত, ত্রিপুরা : "আমরা কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী" এই দিশাতেই ভাৱতেৱ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজী'র আদর্শকে সামনে রেখে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এিপুৱা রাজ্যের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়েই "প্রতি ঘরে সুশাসন" অভিযান কর্মসূচি হাতে নেয়া হয়েছে : মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা প্রতিশ্রুতি পালন করছে সরকার। সামাজিক ভাতা যা আগে ৭০০ টাকা ছিল, ২০১৮ তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সেটাকে বৃদ্ধি করে ১০০০ টাকা করা হয়েছিল। আজ যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর জন্মদিনের এই শুভ দিনে রাজ্য সরকার ঘোষণা করেছে যে, সামাজিক ভাতা ১ হাজার টাকা থেকেও বৃদ্ধি করে ২০০০ টাকা করা হবে এবং তার বাস্তবায়ন এই মাস থেকেই শুরু হবে। তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, 2018 সালের পর থেকে ত্রিপুরায় জল জীবন মিশন প্রকল্পেৱ 54% কাজ শেষ হয়ে গেছে। এতে রাজ্য সরকার সফলতাও অর্জন করেছে। এদিকে সংবাদেৱ সত্যতা যাচাই করতে গেলে দেখা যায়, ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে মিশন মুডে কাজ করছে সরকার। যদিও সরকার ঢক্কানিনাদে ...

মঙ্গলাপোতা রাজবাড়ির ইতিকথা

Image
নিজস্ব প্রতিবেদন, পঃ মেদিনীপুরঃ বাঙ্গালীর অন্যতম প্রধান উৎসব দুর্গোৎসব। আশ্বিনের শুক্লপক্ষে পুজিত হন দেবী দুর্গা। থিমের দুনিয়ায় বর্তমানে বহু ক্লাব প্রতিষ্ঠানের পরিচালনায় ধুমধাম আকারে আয়োজিত হয়ে থাকে দুর্গা পুজোর। তবে বাঙ্গালীর আবেগ জড়িয়ে থাকে বনেদী বাড়ির পুজো কিংবা বাঙ্গলার প্রাচীন রাজবাড়ির দুর্গা পুজোতে। আর সেই রকমই একটি প্রাচীন রাজবাড়ির অজানা ইতিকথা তুলে ধরলো বাংলা সংবাদ মাধ্যম TV9 বাংলা। মঙ্গলাপোতা রাজবাড়ির দুর্গাপুজো পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে একটি অন্যতম প্রাচীন দুর্গাপুজো। আর এই পুজোকে ঘিরে রয়েছে নানান রকম কিংবদন্তি এবং ঐতিহ্যবাহী ইতিহাস।  ৪০০ বছরেরও বেশি পুরনো এই জেলার মঙ্গলাপোতা রাজবাড়ির দুর্গাপুজো। তবে এই রাজবাড়ীর দুর্গাপুজোয় বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে। যার টানে ঈশ্বর বিশ্বাসী ভক্তেরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন নিজেদের মঙ্গল কামনায়। পঃ মেদিনীপুর জেলার একটি অন্যতম প্রাচীন এই রাজবাড়ির দুর্গা দালানে আজও রয়েছে মা সর্বমঙ্গলাদেবীর আসল ঘট। যা শত শত বছর পরেও আজও কেবল মঙ্গলাপোতা রাজবাড়ির গল্প বহন করে চলেছে তা নয়; বহন করে চলেছে বাঙালিয়ানার গল্প।  আজ থেকে দেড়শো বছ...

বাংলায় প্রথম অনুষ্ঠিত হলো পঞ্চমুখী শ্রদ্ধাঞ্জলী

Image
নিজস্ব প্রতিবেদন, গড়িয়াঃ গান শুনতে কে না ভালোবাসে। তবে বাংলা হোক কিংবা হিন্দি গান। শ্রোতাদের কাছে কিশোর কুমার, লতা মাঙ্গেশকর, কুমার শানু, নির্মলা মিশ্র, সন্ধ্যা মুখোপাধ্যায় কিংবা মান্না দে এদের মত কিংবদন্তি স্বনামধন্য সংগীত শিল্পীদের গান থাকে কারো স্মরণে। আর তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন USM Musical Group এর পরিচালনায় আয়োজন করা হয় এক সান্ধ্য সঙ্গীতানুষ্ঠানের।  রানা চৌধুরীর তত্ত্বাবধানে উচ্চাঙ্গ সঙ্গীত মহলের আয়োজনে কলকাতার গড়িয়া মহামায়াতলা জয়হিন্দ অডিটোরিয়ামের হলে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান।  প্রথমবার বাংলায় একই মঞ্চে একই সাথে কিংবদন্তি সঙ্গীত শিল্পী কে.কে., কিশোর কুমার, লতা মাঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপী লাহিড়ীকে স্মরণ করে আয়োজিত হল এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের। এইদিন এর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী সুস্মিতা মুখার্জি, অমিত সান্যাল, সংগীত শিল্পী অঙ্কিতা রায়, সংগীত শিল্পী জিৎ , অভিনেতা প্যাঙা পার্থ, অভিনেতা জুনিয়র শক্তি, শিল্পী সন্ধ্যা চৌধুরী, বিশিষ্ট বাদ্যকার রাজকুমার চৌধুরী, থেকে শুরু করে জুনিয়র শাহরুখ, সুস্মিতা মুখার্...

প্রকাশিত হলো বীরভুমের মাইয়া গানের অ্যালবাম

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গোৎসব। আর পুজোতে ঘিরে থাকে সারা বছর জুড়ে হাজার প্ল্যান। পুজোর কয়েক মাস আগে থেকে শুরু হয়ে যায় তারই প্রস্তুতি। আর পুজোতে এবার সিনহা পরিবার নিয়ে এলো একেবারে ভিন্ন স্বাদের এক লোকগীতি। এবার পুজোয় আসছে BKS Film Production PVT LTD নিবেদিত নতুন গান বীরভূমের মাইয়া।  এদিন কলকাতায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো বিপ্লব কুমার সিনহা এবং হিয়া চক্রবর্তী অভিনীত নতুন বাংলা গান বীরভূমের মাইয়া । জিষ্ণু এবং নীলাঞ্জনার যৌথ কণ্ঠে গানটি । গানটি জুড়ে রয়েছে বীরভূমের লাল মাটির কথা। রয়েছে সোনাঝুড়ির ইতিবৃত্ত। ধামসা মাদল এর বোলে যেন একেবারে বীরভূমের মেঠো পথের আঁকেবাঁকের ছবি স্পষ্ট। সবটাই রয়েছে শাহীদ আহমেদ সিরাজী পরিচালিত বীরভূমের মাইয়া গানটি জুড়ে।  এদিন কলকাতায় আনুষ্ঠানিক ভাবে এই গানটি প্রকাশিত হয়। কেক কেটে উৎযাপন করেন গানটির নায়ক বিপ্লব কুমার সিনহা এবং নায়িকা হিয়া চক্রবর্তী। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক তথা প্রযোজক সমিধ মুখার্জি, এই গানের DOP মনজিত রায়, সংগীত শিল্পী জিষ্ণু , নীলাঞ...

নির্মল বিদ্যালয় পাক্ষিক অভিযানে বেলঘরিযা দেশপ্রিয় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়

Image
  নিজস্ব প্রতিবেদন, বেলঘরিয়াঃ চারিদিকে রোগের প্রাদুর্ভাব তার প্রতিরোধেই এগিয়ে এল স্কুলের শিক্ষিকাবৃন্দ, ছাত্রী ও পরিচালন সমিতি। বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রীকুমার ব্যানার্জী এবং প্রধান শিক্ষিকা পম্পা বসু র উদ্যোগে আয়োজিত হলো  নির্মল বিদ্যালয় অভিযান। সরকারি আদেশ অনুসারে এক পক্ষকাল "নির্মল বিদ্যালয় অভিযান" শুরু ১৫সেপ্টেম্বর অভিযান চলবে ২৯ পর্যন্ত । ডেঙ্গু জ্বরের কারণে এই সময়ে সকলের সতর্ক করার লক্ষ্যে, জল ধরো,জল ভরো এবং প্লাস্টিক বর্জন সহ বহুবিধ প্রচার কর্মসূচি পালনের মাধ্যমে স্কুলের ছাত্রী, শিক্ষিকাবৃন্দ সহ অন্যানরা বেলঘরিয়ার দেশপ্রিয় নগর অঞ্চলে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়া এক পক্ষকাল নির্মল বিদ্যালয়ের অভিযানে স্কুলে অঙ্কন প্রতিযোগিতা, প্রবন্ধ, রচনা ইত্যাদির সাথে নিজেদের নির্মল করে তোলাই একমাত্র লক্ষ্য বলে জানান বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি শ্রীকুমার ব্যানার্জী। সারা রাজ্যের সাথে আমাদের বিদ্যালয়ের মেয়েরা অনেক বেশি সচেতন গর্বের সঙ্গে জানালেন প্রধান শিক্ষিকা পম্পা বসু।

আর্থিক সহায়তা স্বচ্ছতা ও সতর্কতায় বঙ্গনিধি

Image
  নিজস্ব প্রতিবেদন : বঙ্গনিধি অ্যাসোসিয়েশন ২০২১ সাল থেকে নিধি কোম্পানিগুলোকে ইকোনমিক স্বচ্ছতা দিতে নিরন্তর কাজ করে চলেছে । এই অ্যাসোসিয়েশন বর্তমানে পশ্চিমবঙ্গে কাজ করলেও ভবিষ্যতে পুরো ভারতবর্ষের সমস্ত নিধি কোম্পানিগুলিকে সঠিক ভাবে কাজ করতে সহযোগিতা করবে । অ্যাসোসিয়েশনটির ম্যানেজমেন্ট এবং কোর কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে । অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান  সুমন সরকার সেক্রেটারি- সন্দীপ মিত্র , জয়েন সেক্রেটারি  আনিসুল শেখ এবং ডাইরেক্টর- মারিকুল ইসলাম  বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে ঘুরে সতর্কতা মূলক ক্যাম্প করে চলেছে যাতে করে নিধি কোম্পানির ম্যানেজমেন্টরা "এম সি এ'এর সঠিক নিয়ম মেনে কাজ করে এবং অন্যদিকে এই সমস্ত নিধি কোম্পানির সদস্যরা যেন কোনভাবে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা । এই সমস্ত অর্থ নগ্নী কোম্পানিগুলি যেন বিপথগামী না হয়ে সঠিকভাবে কাজ করতে পারে , তার জন্য এই এসোসিয়েশন একটি ম্যানেজমেন্ট ট্রেনিং পাঠের ব্যবস্থা রেখেছে এবং অন্যদিকে জেলায় জেলায় অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে তুলছে যে তারা...

মনে পড়ে সুপ্রীতি ঘোষকে!

Image
  সায়ন দেবনাথ , কলকাতা : মহালয়ার ভোরে অল ইন্ডিয়া রেডিওতে দেবীপক্ষের সেই কন্ঠ, "সুপ্রীতি ঘোষের" কথা মনে পড়ে গেল। প্রয়াত সুপ্রীতি ঘোষের কন্যা চৈতি চ্যাটার্জী এবং তাঁর নাতি কৌশিক চ্যাটার্জি এবং নাতনি শালিনী গুপ্তের সহায়তায় একটি সংগীতানুষ্ঠানের মাধ্যমে কিংবদন্তি এই খ্যাতিমান গায়িকাকে শ্রদ্ধা জানানো হয়েছিল। ১৪ই আগস্ট গ্যালারি গোল্ডে তার ১০০ তম জন্মশতবার্ষিকী মাসে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার উপস্থিতিতে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত এবং পায়েল কর সহ ১৫ জনেরও বেশি গায়ক গায়িকা উপস্থিত ছিলেন। এই শিল্পীর জন্ম ২৮ আগস্ট, ১৯২২। সুপ্রীতির, কাকা নৃপেন্দ নাথ মজুমদার, তিনি ছিলেন সেই সময়ের একজন বিখ্যাত সঙ্গীতশিল্পী এবং অল ইন্ডিয়া রেডিওর অন্যতম প্রযোজক। হেমন্ত মুখোপাধ্যায়, পঙ্কজ কুমার মল্লিক, হীরেন বোস, রাইচাঁদ বড়ালের মতো কিংবদন্তিরা তাঁর বাড়িতে আসতেন। বসত গানের আসর। ছোট সুপ্রীতি তাদের দ্বারা অনুপ্রাণিত হন এবং কাকা নৃপেন্দ নাথের অভিভাবকত্বে গার্স্টিন প্লেসে পা রাখেন।  একজন প্রশিক্ষিত রবীন্দ্রসংগীত গায়িকা হিসাবে খ্যাতি লাভ করেন। সুপ্রীতি প্লেব্যাক গায়ক হিসেবেও অনেক ছবিতে গান গেয়ে গেছেন। ...

অভিনেত্রী শ্রীমার পুজোর নতুন কালেকশন The Nud এর পেজে

Image
নিজস্ব প্রতিবেদন ,কলকাতা : বাংলা  ধারাবাহিকের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য পুজো কালেকশন নিয়ে নিয়ে এলেন অনলাইনে কেনাকাটার একটি মাধ্যম। The Nud Official নামে একটি পেজে ইতিমধ্যেই বেশ কিছু নতুন নতুন পোশাকের কালেকশন নিয়ে পুজোয় আসছে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের কালেকশন। যেখানে কেবলমাত্র মহিলাদের জন্য থাকছে নানা রকম Bold Fashion এর পোশাক। নিজের সাধ্যের মধ্যে কেনাকাটার জন্য  The Nud নিয়ে এসেছে এ বছরের পুজো কালেকশন।  Nud fashion এ থাকছে Comfortable febric, in fashion, fast fashion, eco friendly কাপড় ব্যবহৃত পোশাক। নতুন নতুন পোশাকের ডিজাইন থাকছে The Nud এ।  বর্তমান সময়ে অধিকাংশ মানুষই ব্যস্ততার মাঝে অনলাইনেই শপিং করে থাকেন। Comfortable এবং স্টাইলিশ ECO friendly পোশাকের সম্ভার থাকছে The Nud এর ঝুলিতে। অতি শীঘ্রই আসছে ওয়েবসাইটও।  বাংলা সিরিয়ালের অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই মডেলিং পেশার সঙ্গে যুক্ত। নায়ক নায়িকাদের পোশাক থেকে শুরু করে সাজগোজ কিংবা তারা যে ধরনের ফ্যাশন ফলো করেন সেই বিষয়ে তাদের ফ্যানেদের আগ্রহ তাকে অনেক। অধিকাংশ ফ্...

পঞ্চায়েতে দুর্নীতি খুঁজতে তৎপর নবান্ন

Image
  নিজস্ব প্রতিবেদন, নবান্নঃ সামনেই পঞ্চায়েত ভোট। আর কোনো রকম ভুল করতে দেবেন না দলের কর্মীদের। তাই এবার অভিযুক্তদের জন্যে রাজ্য সরকারের নির্দেশে তৎপর হলো নবান্ন। দুর্নীতি খুঁজতে তৈরি হচ্ছে ৫ টি অডিট টিম। প্রতিটি দলে থাকবেন একজন করে অডিটর, একজন ইঞ্জিনিয়ার, আর একজন থাকবেন WBCS অফিসার। এমনকি একটি পোর্টাল করা হচ্ছে যেখানে পঞ্চায়েতে দুর্নীতি থেকে শুরু করে সমস্যার কোথা জানানো যাবে সরাসরি। অভিযোগকারীদের নাম গোপন রেখে অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে পরবর্তীতে। এর পাশাপাশি থাকছে একটি কন্ট্রোল রুমও। এই সম্পূর্ন ত্রিফলা প্রক্রিয়াটি নিয়ে আসছে নবান্ন।   একদিকে একের পর এক দুর্নীতিতে নাম জড়াচ্ছে বাংলার শাসকদলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের। দলের ভাবমুর্তি বাংলার মানুষের কাছে ক্ষুণ হচ্ছে তার জেরে। আর তাই কোন রকম দলের কর্মীদের অন্যায়কে প্রশ্রয় দিতে চান না রাজ্য সরকার তথা তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার নবান্নকে তৎপর হওয়ার নির্দেশ রাজ্যের। কেন্দ্রের তরফে রাজ্যের জন্য যে টাকা বরাদ্দ হয় তা ঠিকমতো কাজে লাগানো না হলে বিভিন্ন গ্রামনোন্নয়ন প্রকল্পের টাকা আর দেওয়া হবে না কেন্দ্রের তর...

রাজ্য সরকারকে দিতে হবে জরিমানা

Image
  নিজস্ব প্রতিবেদনঃ বর্জ্য পদার্থ নিয়ন্ত্রনে ব্যর্থ রাজ্য সরকার। তার জেরে রাজ্য সরকারকে জরিমানা করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ৩৫০০ কোটি টাকা এবার জরিমানা দিতে হবে রাজ্যকে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের দাবি, নিকাশি প্রণালীকে গুরুত্ব দিয়ে দেখছে না রাজ্য   সরকার। ২০২২-'২৩ অর্থবর্ষের বাজেটে নগর এবং পৌরসভা এলাকার উন্নয়নের জন্য ১২ হাজার ৮১৮ কোটি টাকা বরাদ্দ করা হলেও পরিবেশ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দেয়নি রাজ্য সরকার। তাই এবার জরিমানা বাবদ গুনতে হবে তিন হাজার পাঁচশো কোটি টাকা। যেকোন কিছুর মূল বা প্রকৃত রূপ বা অবস্থা, মূল বা প্রাথমিক পদার্থ নিয়েই প্রকৃতি। চারিদিকে ঘাস, গাছ পালা। আর পর্যাপ্ত পরিমান জলাশয়। আর নিয়েই একটি প্রকৃতির স্বাভাবিক বর্ননা। তবে আধুনিকতার ধাঁচে সেজে উঠছে প্রকৃতি। দিনে দিনে সবুজ লোপাট হচ্ছে বড় বড় অট্টালিকা কিংবা কারখানার গ্রাসে। প্রকৃতি হয়ে উঠেছে বিবর্নময়। এর পাশাপাশি প্লাস্টিক হোক কিংবা যে কোনো বর্জ্য পদার্থ এখানে ওখানে ফেলার জেরে বন্ধ হয়ে যাচ্ছে নিকাশী নালা। ফলে দিনে দিনে হারিয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য। বাড়ছে দুষনের পরিমানও। যা ভবিষ্যতে বড় সমস্যার কারন হয়ে দ...