Posts

Showing posts from November, 2020

বুধবার থেকে শহরতলির বাইরে প্যাসেঞ্জার ট্রেন চালু করছে

Image
লোকাল ট্রেন চালু হওয়ার পর পূর্ব রেল, আগামী বুধবার থেকে শহরতলির বাইরে প্যাসেঞ্জার_ট্রেন চালু করছে। পূর্ব রেলের হাওড়া, আসানসোল, ও মালদা ডিভিশন এ মোট ৫৪ টি প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে বলে পূর্ব রেল গতকাল এক বিবৃতিতে জানিয়েছে। হাওড়া ডিভিশনে ৩০, আসানসোল ডিভিশনে ২২ টি এবং মালদা ডিভিশনে দুটি ট্রেন চলবে। যাত্রীদের covid নাইন্টিন বিধি অনুসরণ করতে পূর্ব রেলের পক্ষে

নারীত্বের উজ্জাপনে বোনফোঁটা

Image
শুভ ঘোষ, সল্টলেকঃ বোনফোঁটা। ক'দিন আগেই গেছে ভাতৃদ্বিতীয়া। এবার বোনফোঁটার আয়োজন হলো সল্টলেকে। নারীত্বের মহিমা বিন্যাসে এই অভিনব অনুষ্ঠান আয়োজন করেছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী ইন্দ্রানি গাঙ্গুলী ও অভিনেত্রী জিনিয়া মুখোপাধ্যায় এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। উপস্থিত ছিলেন বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী, সঙ্গীত শিল্পী জোজো, অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ, দেবীকা মুখোপাধ্যায় প্রমুখ।  আয়োজকদের পক্ষ থেকে জিনিয়া মুখোপাধ্যায় জানান, "শুধু মাত্র পুরষদের জন্যই কেন সব অনুষ্ঠান হবে। মঙ্গল কামনা তো নারীরও প্রয়োজন। তাই আজ আমরা এই বোনফোঁটার আয়োজন করেছি।"

স্মার্টকার্ডের মাধ্যমে প্রত্যেকের জন্যে হবে স্বাস্থ্যসাথীর কার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Image
মুখ্যমন্ত্রী মমতা_ব্যানার্জী রাজ্যের প্রত্যেক বাসিন্দাকে স্বাস্থ্য_সাথী_প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছেন। নবান্নে  ওই প্রকল্পের স্মার্ট কার্ড প্রকাশ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের যেসব বাসিন্দার অন্য কোন স্বাস্থ্য প্রকল্পের আওতায় নেই তাঁরা সকলেই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন। প্রত্যেক বাড়ির পরিবারের প্রধান মহিলার নামে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড দেওয়া হবে। যা দেখিয়ে দিল্লির এইমস এবং ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ সহ রাজ্যের দেড় হাজার বেসরকারি হাসপাতালে পাঁচ’লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে। ১ লা ডিসেম্বর থেকে রাজ্যে ক্যাম্প করে স্বাস্থ্য সাথী প্রকল্পের নাম তোলার কাজ শুরু হবে।

বনধের প্রভাব পরল না বর্ধমান

Image
প্রবীর মন্ডল,বর্ধমানঃ বামেদের কয়েক দফা দাবি নিয়ে ২৬ শে নভেম্বর ধর্মঘটের ডাক দেওয়া হয়। তার তেমন প্রভাব পরল না শহর বর্ধমানেও। সকাল থেকেই এদিন রাস্তায় দেখা গেল সমস্ত যানবাহন সচল প্রতিদিনের মতন সেই স্বাভাবিক চিত্র।  পাশাপাশি,ল্যাংচার জন্য বিখ্যাত বর্ধমানের শক্তিগড় সেখানেও দিন তেমন ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা গেল না সমস্ত দোকানপাট খোলা, রাস্তায় সরকারি-বেসরকারি ছাড়াও প্রাইভেট গাড়ি ও চলাচল করছে।

আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে বালুরঘাটের সাংসদ

Image
তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের হাতে নিহত স্বাধীন রায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক *শ্রী সায়ন্তন বসু* এবং বালুরঘাটের সাংসদ *ডাঃ সুকান্ত মজুমদার।*

মাঝেরহাট ব্রিজ খোলার দাবীতে বিজেপির বিক্ষোভ

Image
নিজস্ব প্রতিবেদন, তারাতলাঃ কথাতেই আছে আঠেরো মাসে বছর। লকডাউনের অনেক আগে থেকেই বন্ধ রয়েছে মাঝেরহাট ব্রিজ। মেরামতির কাজের জন্যে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে অনেক ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। অবেকদিন তো হলো। এবার নড়েচড়ে একটু তাড়াতাড়ি কাজ সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ গেরুয়া শিবিরের।  তারাতলা মোড় জুড়ে মাঝেরহাট ব্রিজ চালু করার দাবীতে কলকাতা উত্তর শহরতলী জেলার  বিজেপি  মাইনোরিটি মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। এইসিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলী জেলার মাইনোরিটি মোর্চার জেলা সভাপতি শেখ রমজান আলি, কলকাতা উত্তর শহরতলী জেলার   মহিলা মোর্চার  সম্পাদিকা সোনিয়া হালদার(ঘোষ) এবং দলীয় অন্যান্য নেতৃত্বরা।।

প্রয়াত ফুটবলার মারাদোনা

Image
  নিজস্ব প্রতিবেদনঃ মাত্র ৬০ বছর বয়সে মারা গেলেন বিশ্ব খ্যাতনামা ফুটবলার ডিয়াগো মারাদোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। ফুটবল জগতের রাজপুত্র ছিলেন তিনি। মাথায় রক্ত জমাট বাঁধার কারণে তার অস্ত্রোপচারও হয়।  শারীরিক অবস্থার উন্নতি হওয়ার গত ১১ই ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। কিন্তু অতিরিক্ত মদ্যপ পানে সমস্যার কারণে বুয়েনস আয়ার্সের একটি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সপ্তাহ দুয়েক কাটতে না কাটতেই আজ সকালে বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  আর সেখানে যাওয়ার পরেই শেষ নিংশ্বাস ত্যাগ করেন তিনি।

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়, বাড়বএ শীত

Image
নিজস্ব প্রতিবেদনঃ বঙ্গোপসাগরে সামুদ্রিক ঘূর্ণিঝড়_সৃষ্টি হবার প্রেক্ষিতে, ক্যাবিনেট সচিব রাজীব গৌবার পৌরোহিত্যে গতকাল জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কমিটির বৈঠক বসে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরির মুখ্যসচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। ক্ষয়ক্ষতি এড়াতে কি ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে সে সম্পর্কে তাঁরা ক্যাবিনেট সচিবকে অবহিত করেছেন।  আবহাওয়া দপ্তরের মহানির্দেশক ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করেন। এর অভিমুখ নিয়ে রাজ্য সরকারগুলিকে নিয়মিত অবহিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। সম্ভাব্য বিপর্যয় কমাতে NDRF ও SDRF এর দলকেও প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ পরবর্তী ২৪ ঘণ্টায় সামুদ্রিক ঘূর্ণিঝড় নিবর এর আকার নেবে বলে মনে করা হচ্ছে। বুধবার অপরাহ্ণে ঘূর্ণিঝড়টি কারেক্কল এবং চেন্নাইয়ের কাছে মামল্লাপুরমের মধ্যবর্তী স্থানে স্থলভূমিতে আছড়ে পড়বে। বাতাসের সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।

বনধের সমর্থনে বাম-কংগ্রেসের মশাল মিছিল

Image
  বলোরাম বোস, ভাটপাড়াঃ মশাল নিয়ে বন্ধের সমর্থনে সিটুর মিছিল। কেন্দ্রের অনুমোদিত কৃষি বিল থেকে শুরু করে শ্রম কোডের বিরোধিতা করে আগামীকাল বামেদের ডাকা দেশব্যাপী ধর্মঘটের সমর্থনের দাবীতে আজ এক বিরাট মিছিলের আয়োজন করা হয়। জগদ্দল অকল্যান্ড জুট মিল গেট থেকে শুরু করে ভাটপাড়া রিলায়েন্স জুট মিল পর্যন্ত চলে এই মিছিল।  একাধিক দাবিতে আগামীকাল দেশ জুড়ে বামেদের ডাকা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম ও তাদের সহযোগী দলগুলি। আর এই ধর্মঘট সফল করার জন্য বাম ও কংগ্রেস যৌথভাবে এক মহামিছিল আয়োজিত হলো জগদ্দল অকল্যান্ড জুট মিল গেট থেকে শুরু করে ঘোষপাড়া রোড ধরে ভাটপাড়া রিলায়েন্স জুট মিল গেট পর্যন্ত। এই মিছিলে পা মেলান বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।

সাংবাদিক চন্দ্রশেখর কে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক

Image
দেশের আইন কারণ একদিকে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করে। অন্যদিকে সেই আইনকে অপব্যবহার করে ভালো মানুষকে বিপদে ফেলছে, তেমনি উদাহরণ দেশের প্রতিটি রাজ্যের ভুরি ভুরি আছে। রাজনৈতিক হিংসার ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা বাংলার বুকে সাংবাদিকরাও টের পেয়ে যাচ্ছে। অনলাইন নিউজ পোর্টাল নিউজ সারাদিনের সাংবাদিক চন্দ্রশেখর সরকার বাংলার দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার আমঝাড়া হাটখোলাতে বাড়ি।তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলেছে ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশনের তরফ থেকে। গ্রামের একাধিক লোক একটি ঘটনার বিবরণ দিচ্ছে, ২০১৮ এক ভদ্রলোক সাংবাদিক চন্দ্রশেখর এর বাড়ির পাশে টি থাকতো, সেই ব্যক্তি হাজার পনের টাকা ধার নিয়েছিল সাংবাদিক চন্দ্রশেখর সরকারের কাছ থেকে, সেই টাকা চাওয়াতে ভয়াবহ বিপত্তি হয়ে গেল।তার নামে মিথ্যা অভিযোগ করল সেই ভদ্রলোকের  নাবালক মেয়েকে দিয়ে। এই মামলা জাতীয় সিডিউল কাস্ট কমিশন পর্যন্ত গড়ায়। সেই সময় বিষয়টি কমিশনার হস্তক্ষেপে মিটিয়েও যায়। এরপর দুবছর কেটে গেলেও হঠাৎ গতকাল রাতে বাসন্তী থানার পুলিশ সক্রিয় হয়ে সাংবাদিক চন্দ্রশেখর সরকারকে  গ্রেপ্...

১২তম বর্ষের জগদ্ধাত্রী পুজোয় "দেবী ঘটেই , দেবী পুজো" ভাবনায় খাদ্য সামগ্রী প্রদান কর্মসূচি পালন

Image
শুভ ঘোষ, কলকাতাঃ শ্রীশ্রী পটুয়াটোলা লেন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির এ বছরের ১২ তম পূজার সূচনা হয়। এই পূজা কমিটি শুধু পুজো নিয়ে থেমে থাকে না।  এই করোনা আবহে এবং আমফান দুর্যোগের সময় সাধারণ গরীব,  অসহায় মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। আর তাই পুজোর জোগাড়জন্তের পাশাপাশি আজও তারা বিড়ম্বনা রাখেনি। তারা সেই মতাদর্শ নিয়েই ৫০ জন অসহায় মানুষদের খাদ্য সামগ্রী স্বরুপ চাল,ডাল দ্রব্য সামগ্রিক প্রদান করেন। মানুষে মানুষে পাশে থাকার সহযোগিতার হাত এভাবেই বাড়িয়ে দেন তারা।  পটুয়া তলা লেন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার এবছরের মূল ভাবনা দেবী ঘটেই দেবী পুজো। এই দিনের এই পুজো মন্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়ার তলা লেন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির সভাপতি  সিদ্ধার্থ সরকার, সম্পাদক দীপঙ্কর সাহা ,কোষাধ্যক্ষক অলোক ব্যানার্জি এবং আরো বিশিষ্ট ব্যক্তিরা।

রেকর্ড শীত পড়ার আশঙ্কায় গরম পোশাক কেনার ভিড়

Image
  জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: গত দু’দিন ধরে চলতে থাকা ঠান্ডা হিমেল হাওয়ার জন্য পারদ নামল শীতের। আর তাতেই কাপড়ের দোকানগুলিতে শীত থেকে বাঁচার জন্য গরম পোশাক কেনার ভিড় উপচে পড়ছে ক্রমাগত।  গত শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া হিমেল হাওয়ার জেরে ঠান্ডার পারদ ক্রমে নামতে থাকে। এক লাফে তাপমাত্রা নেমে দাঁড়ায় ১৮-২০ ডিগ্রিতে। হাওয়া অফিস জানায়, রবিবার ছিল শীতলতম দিন। সেই কারণে করোনা আবহে শীতের চরম দাপট থেকে বাঁচার জন্য জেলা জুড়ে ছোট-বড়ো বিভিন্ন কাপড়ের দোকানগুলিতে গরম পোশাক কেনার ভিড় জমাচ্ছেন আবালবৃদ্ধবনিতা। এদিন আবালবৃদ্ধবনিতা যথাযথভাবে পাল্লা দিয়ে দামি থেকে শুরু করে কম দামি অবধি শীতের শাল, চাদর, পশমের জ্যাকেট, সোয়েটার, মাফলার, ঠান্ডা থেকে বাঁচার জন্য মাঙ্কি টুপি থেকে শুরু করে সমস্ত কিছু কিনতে ব্যস্ত হয়ে উঠেছেন। হাওয়া অফিস জানিয়েছে, সবে শুরু হয়েছে শীত। আগামীতে আরও ঠান্ডা পড়ে এবারের শীত সবচেয়ে বেশি রেকর্ড করতে পারে। আর সেই খবর জানতে পেরেই সবাই গতানুগতিকভাবে দোকানগুলিতে ভিড় করছেন। এদিকে গরম পোশাক বিক্রি করতে হিমশিম খাচ্ছেন দোকান মালিক থেকে শুরু করে কর্মচারীরা। কেউ বলছেন দু’দিন ধরে হিম...

শিশুঅধিকাররক্ষা_দিবস উপলক্ষে নীল আলোয় সেজে উঠলো হাওড়া ব্রিজ সহ বেশ কিছু হেরিটেজ ভবন, আলোয় সেজেছে কলকাতা প্রেস ক্লাবও

Image
স্বপন কুমার দাস, কলকাতা : বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে মেয়ো রোডে  কলকাতা প্রেস ক্লাব নীল আলোয় সেজে উঠেছে। ২০ নভেম্বর দিনটি সারা বিশ্বে শিশুদের সুরক্ষা ও বিকাশ এবং তাদের অধিকার সুনিশ্চিত করার জন্য সকলের অংশগ্রহণ এবং সচেতনতা ও জনমত বৃদ্ধির উদ্দেশ্যে পালিত হয়। ২০ নভেম্বর শুক্রবার বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে বিশ্বের উল্লেখযোগ্য ভবনগুলি নীল আলোয় সেজে উঠে। ইউনিসেফ আয়োজিত এই উদযাপনের অঙ্গ হিসেবে কলকাতার কয়েকটি  উল্লেখযোগ্য স্থান যেমন হাওড়া ব্রিজ, কলকাতা ও বিধাননগর পুলিসের সদর দপ্তর, বিড়লা মিউজিয়াম, জওহর শিশু ভবন, পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের দপ্তর এবং কলকাতা প্রেস ক্লাব সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এদিন সন্ধ্যায় নীল আলোতে সেজে উঠেছে।  ১৯৫৪ সালের এই দিনে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে শিশুদের অধিকার সংক্রান্ত ঘোষণাটি গৃহীত হয়। এই দিনেই ১৯৮৯ সালে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদ শিশুদের অধিকার রক্ষার সম্মেলনে গৃহীত সনদটি অনুমোদন করে। তাই প্রতি বছর এই ২০ নভেম্বর দিনটি সারা বিশ্বে শিশুদের সুরক্ষা ও বিকাশ এবং তাদের অধিকার সুনিশ্চিত করার জন্য সকলের অংশগ্রহণ এবং সচেতনতা ও জন...

*রবীন্দ্র সরোবরে হল না ছট;সফল হল 'ঐক্য বাংলা'র লড়াই*

Image
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : অবশেষে সমস্ত আশঙ্কার অবসান হল। সুপ্রিম কোটের রায়কে মান্যতা দিল প্রশাসন।  এই বছর রবীন্দ্র সরোবরে ছট পুজো হল না। অক্ষুণ্ণ থাকল রবীন্দ্র সরোবরের পরিবেশ।  আজকের এই কৃতিত্বের পথের পথনির্দেশক হিসেবে নজির গড়েছে বাংলার প্রথম মুক্তপন্থী বাঙালি জাতীয়তাবাদী সংগঠন 'ঐক্য বাংলা'।  'ঐক্য বাংলা'র অন্যতম নেতা অভিজিৎ গুহ নিয়োগী জানালেন , " রবীন্দ্র সরোবর শুধু "কলকাতার ফুসফুস' নয়,এটি বাংলার একটি ঐতিহ্য। যেভাবে গত দু বছর পরিবেশ আদালতের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে রবীন্দ্র সরোবরে ছটের নামে তান্ডব চালায় বহিরাগতরা সেটা একেবারেই সমর্থনযোগ্য নয়। তাই এবার প্রথম থেকেই আমরা এর বিরুদ্ধে যথাসাধ্য জনমত গঠন ও উপযুক্ত কর্মসূচি গ্ৰহণ করেছি। "  কি কি ভাবে জনমত গঠন ও অন্যান্য কর্মসূচি গ্ৰহণ করল 'ঐক্য বাংলা' ?  ঐক্য বাংলার সাধারণ সম্পাদিকা সুলগ্না দাশগুপ্ত জানালেন , "গত কয়েক সপ্তাহ ধরেই আমরা সামাজিক মাধ্যমে ক্রমাগত জনমত গঠন করে চলেছি যাতে রবীন্দ্র সরোবরের পরিবেশ অক্ষুণ্ণ থাকে। বাংলা জাতীয়তাবাদী সংগঠনগুলোর মধ্যে আমরাই প্রথম যারা বিষয়টি নিয়...

কোভিড-১৫ ও জনস্বাস্থ্য ড. গৌতম পাল রচিত গুরুত্বপূর্ণ বইটি আনুষ্ঠানিক উদ্বোধন করলে ড. অর্ণব সেনগুপ্ত

Image
সংবাদদাতা, কলকাতা: কোভিড-১৫ ও জনস্বাস্থ্য  ড. গৌতম পাল রচিত গুরুত্বপূর্ণ বইটি কলকাতা প্রেসক্লাবে আনুষ্ঠানিক উদ্বোধন করলে ড.  অর্ণব সেনগুপ্ত, উপস্থিত ছিলেন ড. ডি এন বন্দ্যোপাধ্যায়, ড. সুশীলচন্দ্র বিশ্বাস, দাশগুপ্ত প্রকাশনের পক্ষে ছিলেন অরবিন্দ দাশগুপ্ত।  কোভিড-১৯ একটি অভূতপূর্ব মহামারী (প্যানডতেমিক) ব্যাধি। অত্যন্ত সংক্রামক হওয়ায় খুব অল্প সময়ের মধ্যে কোভিড-১৯ ব্যাধিটি গােটা বিশ্বে সংক্রামিত হয়েছে। এছাড়া ব্যাধিটি প্রাণঘাতী হওয়ায় এবং নিরাময়ে নির্দিষ্ট কোনাে প্রতিষেধক বা টীকা বিদ্যমান না থাকায় ইতােমধ্যে এই ব্যাধিতে বহু মানুষের প্রাণনাশ ঘটেছে। আশার কথা, খুব অল্প সময়ের মধ্যে কোভিড-১৯ নিরাময়ের টাকা (ভ্যাকসিন) চিকিৎসা ব্যবস্থায় প্রচলিত হবার সম্ভাবনা তৈরি হয়েছে।   নিবারণ যে কোনাে ব্যাধির নিরাময়ের শ্রেষ্ঠ পন্থা এই প্রবচনটি আমরা প্রায় সকলেই জানি। কোভিড-১৯ ব্যাধিটিকে নিবারণ করার জন্য ব্যাধিটির কারণ ও সংক্রমণের কৌশল সর্বাগ্রে জানা দরকার। এই বইটি কোভিড-১৯ ব্যাধিটির রােগতত্ত্ব ও স্বাস্থ্যসম্মত জীবনচর্যা সম্বন্ধে সাধারণ নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করে কোভিড-১৯ ব্যাধি...

নিজের অপরাধের অনুশোচনায় মানুষকে ছাপিয়ে গেল অনুতপ্ত ষাঁড়

Image
ভাস্কর বাগচী,শিলিগুড়ি:   অপরাধের অনুশোচনায়  শুভবুদ্ধি সম্পন্ন মানুষকেও ছাপিয়ে গেল ষাঁড়। এমনই ঘটনার প্রত্যক্ষদর্শী হলেন শিলিগুড়ি বাঘাযতীন  পার্কের বাসিন্দারা। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক প্রধান সড়কের এই ঘটনায় তাজ্বব হয়ে যায় গোটা শিলিগুড়ির বাসিন্দারা। ঘটনাটির সুত্রপাত বেশ কয়েকদিন আগে। স্থানীয় এক ব্যবসায়ী, নাম নৃপেন ভাওয়াল! শিলিগুড়ি বাঘাযতীন পার্ক এলাকায় ব্যবসা সেরে  বাড়ি ফেরার পথে সম্প্রতি একটি ষাঁড়ের গুঁতোয় গুরুতর আহত হয়ে পরেন তিনি। এরপর যথারীতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চলে চিকিৎসা। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তিনি গত পরশু রাতে পরোলোক গমন করেন। নৃপেন বাবু ছিলেন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক এলাকার একজন খুবই পুরোনো ও অভিজ্ঞ ওষুধ ব্যাবসায়ী। শুক্রবার শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ব্যাবসায়ীদের উদ্যোগে একটি স্মরণসভার আয়োজন করা হয়।স্মরণসভা দেখেই সেখানে হাজির হয় ঘাতক ষাঁড়টি। দীর্ঘক্ষণ একদৃষ্টিতে নৃপেন বাবুর ফটো দেখার পর তার দিকে এগিয়ে গিয়ে চোখের জল ফেলে নিজের ভুল বুঝতে পেরে শোক জ্ঞাপন করেন অনুতপ্ত ষাঁড়টি। এই ঘটনায় শিলিগুড়ি বাঘাযতীন  পার্ক এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাজ্জব...

**রবীন্দ্র সরোবরের পরিবেশ রক্ষার্থে ছটের আগের দিনও রাজপথে রইল 'ঐক্য বাংলা'**

Image
নিজস্ব সংবাদদাতা , কলকাতা : গ তকাল সুপ্রিম কোর্ট পরিবেশ আদালত ও হাইকোর্টের রায় বহাল রাখে। সুতরাং ধরেই নেওয়া যায় যে এই বছর রবীন্দ্র সরোবরে ছট পুজো হবে না।  তবে গত দু বছরে যেভাবে রবীন্দ্র সরোবরে তান্ডব হয়েছিল তাতে উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে পরিবেশপ্রেমী সংগঠনগুলিও। তবে এইসবের মধ্যেও যথাসম্ভব লড়াই করে যাচ্ছে বাংলার প্রথম মুক্তপন্থী বাঙালি জাতীয়তাবাদী সংগঠন 'ঐক্য বাংলা'।  বিগত এক সপ্তাহ ধরেই এর প্রতিবাদে সই সংগ্রহ থেকে শুরু করে রবীন্দ্র সরোবর থানায় স্মারকলিপি প্রদান, পোস্টারিং ইত্যাদি সম্বলিত এক ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে 'ঐক্য বাংলা'।  'ঐক্য বাংলা'র সাধারণ সম্পাদিকা শ্রীমতী সুলগ্না দাশগুপ্ত জানালেন , " আমরা গত দুই সপ্তাহ ধরে সামাজিক মাধ্যমে ক্রমাগত জনমত গঠন করে চলেছি। রবীন্দ্র সরোবরের পরিবেশ রক্ষার্থে প্রচুর বাঙালি স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের নির্দিষ্ট বয়ানে তাঁরা সই করেছেন। এর আগেও আমরা পথে নেমে লিফলেট বিলি করেছি। আজকে আমরা রবীন্দ্র সরোবর থানায় স্মারকলিপি প্রদান করেছি , আমরা কেমডিএ কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছি। এরপর আমরা পোস্...

*রবীন্দ্র সরোবরের দূষণমুক্তি কি সম্ভব ? চিরস্থায়ী সমাধানের দিকে এগোচ্ছে 'ঐক্য বাংলা'*

Image
  নিজস্ব সংবাদদাতা , কলকাতা : গত কয়েক বছর ধরে যেভাবে আইন অমান্য করে রবীন্দ্র সরোবরে ছট পুজো পালন করা হয়েছিল তাতে রীতিমত বিক্ষুব্ধ হয়েছিল সাধারণ মানুষ থেকে পরিবেশপ্রেমী সংগঠনগুলি। এই তালিকায় রয়েছে কিছু বাংলা জাতীয়তাবাদী সংগঠনও।  এই বছর পরিবেশ আদালত তাদের রায়ে জানিয়ে দেয় রবীন্দ্র সরোবরে ছট সহ কোনো ধর্মীয় উৎসবই পালন করা যাবে না। এই রায়ের বিরুদ্ধে KMDA হাইকোর্টে আবেদন করলেও সেখানেও একই রায় বহাল রাখা হয় ।  অবশেষে সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন করলেও এই বিষয়ে চূড়ান্ত রায় বেরোবে ২৩ই নভেম্বর।  সুতরাং হাইকোর্টের রায় বজায় থাকছে।  কিন্তু এত কিছুর পরেও কি রায় ঠিকঠাক ভাবে পালন করা হবে ?  গত দুই বছরের মত পুনরাবৃত্তি হবে না তো ?  ঐক্য বাংলার সাধারণ সম্পাদিকা শ্রীমতী সুলগ্না দাশগুপ্ত জানান , " আমরা আশা করি প্রশাসন হাইকোর্টের রায়কে মান্যতা দেবে এবং রবীন্দ্র সরোবরে এই বছর ছট পুজো হবে না।"  'ঐক্য বাংলা'র দাবি বছরের পর বছর যেভাবে রবীন্দ্র সরোবরে দূষণ হয়ে চলেছে সেটার একটা চিরস্থায়ী সমাধান খুব শীঘ্রই হবে।  জানা গিয়েছে যে সামাজিক মা...

"বাইক দুর্ঘটনায় ফুটবলারের মৃত্যু আহত আরও এক""

Image
কৌশর আলি, বসিরহাটঃ উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাট থানা মেরুদন্ডী সুইচ গেট এলাকার ঘটনা। ২৮ বছরের নামি ফুটবলার অমিত দে,তার বন্ধু সৌভিক রায়, দুই বন্ধু আজ সোমবার ভোররাতে স্বরূপনগর থানার কৈজুরী সীমান্তে কালী পূজার ঠাকুর দেখতে গিয়েছিল। সেখান থেকে বসিরহাট ধলতিথাতে বাড়ি ফেরার পথে মেরুদন্ডী সুইট গেটের  ব্রিজ থেকে নামতেই বাম্পার, সেই বাম্পার বাঁচাতে গিয়ে মোটরবাইক উল্টে যায়  ঘটনাস্থলেই মৃত্যু হয় অমিতের। আরো এক বন্ধু সৌভিকের অবস্থা আশঙ্কাজনক, তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ,পুলিশ সূত্রের খবর এদের মাথায় কোন হেলমেট ছিল না, গাড়ির গতি বেগ ছিল অনেক বেশি, তাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে বাইকটি। ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে ধলতিথা গ্রামে।পাশাপাশি প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের এত ঘটা করে পথ নিরাপত্তা সপ্তাহ সেভ লাইফ সেভ ড্রাইভ প্রচার করছে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে। তাহলে কি এখনো মানুষের হুসফিরছে না? তার ওপরে দীপাবলি রাত্রে উদ্যম গতিতে বাইক চালানোর জন্য মৃত্যু হল ফুটবলারের। আরো একজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন কলকাতা পুলিশ কর্মী

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কলকাতা পুলিশের একজন কর্মরত অফিসার কমল কৃষ্ণ বল। করোনা মহাকারিকালের মধ্যেও তিনি অনবরত লড়াই করেছেন তিনি। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের একজন কর্মরত অভিজ্ঞ কর্মী ছিলেন। বেশ কিছুদিন আগে থেকে করোনায় আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন । আজ সকালে তার সেই হাসপাতালের বিছানায় কমল কৃষ্ণ বলের মৃত্যু হয়। তার মৃত্যুতে কলকাতা পুলিশের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আগামীদিনে তাদের যো কোনো রকম অসুবিধায় পাশে থাকার আশ্বাস কলকাতা পুলিশের।   

।। উত্তম কুমারের মরদেহ কি তৎকালীন বাম সরকার রবীন্দ্র সদনে রাখতে দেয়নি? ।।

Image
  লেখক- চন্ডী লাহিড়ী (প্রখ্যাত কার্টুনিস্ট)  সাঁইবাড়ির রক্তমাখা ভাত, মরিচঝাঁপির পর সুন্দরবনের বাঘেরা মানুষ খেকো হয়ে ওঠে'র মত দক্ষিণপন্থীদের ছড়ানো আরেকটি মিথ্যাচার। সত্যিটা হল উত্তমকুমারের পরিবারের অনুরোধেই শবদেহ রাখা হয়নি রবীন্দ্র সদনে। প্রখ্যাত কার্টুনিস্ট চন্ডী লাহিড়ী আসল সত্যটা লিখেছিলেন "এইসময়" পত্রিকায়। সেটাই তুলে ধরা হল ...... রবীন্দ্রনাথ ঠাকুরের শবদেহ ১৯৪১ সালে নিমতলা শ্মশানঘাটে নামানো হয় তখন ভক্তবৃন্দের অতি উৎসাহে কবির দাঁড়ির চুল উৎপাটিত হয়েছিল। প্রতিমাদেবী সে দৃশ্য দেখে কেঁদে ফেলেছিলেন। নির্মলকুমারী মহলানবীশ আমৃত্যু সেই কুদৃশ্য ভুলতে পারেননি। অনেকে এখনও অভিযোগ করেন যে উত্তমকুমার মারা যাওয়ার পর তাঁর শবদেহ রবীন্দ্র সদনে নামানো হয়নি।  উত্তমকুমারের সময়ে কলকাতার লোকসংখ্যা বা উত্তমের ভক্তসংখ্যা বেড়েছিল বহুগুণ। যদি সত্যিই সেদিন রবীন্দ্র সদনে নামানো হত মাথার চুল নয়, গায়ের মাংস পর্যন্ত ভক্তরা ছিঁড়ে নিয়ে বাড়ি যেত। পুলিশ আমাদের ফোন করে। আমরা সাংবাদিকরাই বারণ করেছিলাম। দুলেন্দ্র ভৌমিক ও আমি এক কোণে বসে দুটো উত্তমভক্ত বদ্ধ পাগলকে সামলাচ্ছিলাম। একটা পাগল তো প্রতিজ্ঞাই করেছিল উ...

বামনের হাজার প্রদ্বীপে সাজালো গ্রাম

Image
নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ ১০০০ প্রদ্বীপ জ্বেলে আলোয় ভরিয়ে দিলেন বাপন দাস। দীপাবলি শুরু হতেই শিলিগুড়ি মহকুমা চটহাট পঞ্চায়েত এলাকার অন্তর্গত দুটি গ্রাম আলোকিত করেন তিনি।নিরগিন গছ এবং ভিমা গছ গ্রামের বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে ঘুরে রাস্তার দু'ধার দিয়ে মাটির প্রদ্বীপ জ্বালিয়ে আলোয় ভরিয়ে দিলেন সমাজকর্মী তথা পুলিশ কর্মী বাপন দাস।  এলাকার মহিলাদের সাথে নিয়ে গতকাল সূর্যাস্তের আগেই রাস্তার ধার দিয়ে মাটির প্রদ্বীপ জ্বালিয়ে রেখে যান। নিগাম ক্লাবের মহিলা সদস্যদের নিয়ে উলু ধ্বঞ্জ এবং শঙ্খ বাজিয়ে এই কর্মসুচী পালন করা হয়।  এক অভিনব উদ্যোগ বামন দাসের। গ্রামবাসীরা এমন ব্যাপার আগে দেখেননি। তাদের মতে, হঠাৎ দেখি গ্রামের বিভিন্ন রাস্তা আলোকিত লাগছে। খুব সুন্দর লাগছে দেখতে।। গ্রামবাসীরা ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় ভিড় জমান বামন বাবুর এই সুন্দর কর্মকাণ্ড দেখতে।। বামন দাসের নব ভাবনায় সাজানো সমগ্র গ্রাম যেন এক অসাধারণ রুপ নিয়েছে। পুলিশকর্মী বামন দাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।

তপনে দুই শিশুকন্যাসহ একই পরিবারের ৫ সদস্য খুনের ঘটনার তদন্তে নামল সিআইডি, শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে তিন সদস্যের প্রতিনিধি দল

Image
  সুদীপ পাল, বালুরঘাটঃ নৃশংসভাবে দুই শিশুকন্যাসহ একই পরিবারের পাঁচ সদস্যকে খুনের ঘটনার তদন্তে নামল সিআইডি। শুক্রবার কলকাতার ভবানী ভবন থেকে সিআইডির বিশেষ টিম দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চন্ডিপুর পঞ্চায়েতের জামালপুর গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিন পুলিশের সিল করে রাখা মৃতের বাড়ি সহ আশপাশ খতিয়ে দেখেন সিআইডির কর্মীরা। বাড়ির বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্টও নিয়েছে সিআইডি। সেদিন ওই বাড়ি থেকে তিনটি ছোট শিশু উদ্ধার করে সিআইডির টীম। যার মধ্যে বিষাক্ত কিছু পদার্থ রয়েছে বলে মনে করছেন তদন্তকারী সংস্থা। তপন থানার ওসি সৎকার সাংবোকে সঙ্গে নিয়ে মৃত অনু বর্মনের বাড়ি থেকে তার হাতের লেখা একটি খাতা উদ্ধার করেছে সিআইডি। কিছুদিন আগে বাড়ি তৈরীর সময় হিসাব লিখে রেখেছিলেন অনু বর্মন। যার সাহায্যে মৃত্যুর সময় হাতে লিখে যাওয়া চারজনের নাম সঠিক কিনা তার প্রমান উঠে আসবে বলে মনে করা হচ্ছে। এদিন সিআইডি আধিকারিক সঞ্জয় রায় সহ তিনজনের প্রতিনিধিদল আরো একাধিক তথ্য সংগ্রহ করেন।  স্থানীয় বাসিন্দাদের দাবি, অনু বর্মনের বাড়ি চারিদিকে খোলা থাকায় তারা ঘুমিয়ে পড়লে কিছু স...

আন্তর্জাতিক বাই সাইকেল ব্র‍্যান্ড ইউনিরক্ষ ভারতের প্রথম স্টোর এবার কলকাতার বেন্টিক স্টিটে

Image
শুভ ঘোষ, লালবাজারঃ  ধনতেরাসের দিন লাল বাজার সংলগ্ন একটি আন্তর্জাতিক বাই সাইকেল ব্যান্ড ইউ নিরক্ষ ভারতের প্রথম স্টোর খুলল আমাদের এই কলকাতাতে বেন্টিক স্টিট অঞ্চলে।  বাইসাইকেলের ব্যান্ড ইউনিয়ন এর ডাইরেক্টর সুবীর ঘোষ বলেন এই করোনা পরিস্থিতিতে সাইকেল মানুষের বড় সম্বল তাই আমাদের সাইকেল অন্যান্য সাইকেল এর চেয়ে ভাল এবং দামেও কম। আমাদের ইলেকট্রনিক্স সাইকেল বিক্রি চাহিদাও বেশি।  আমেরিকা এবং ইউরোপ বিভিন্ন দেশে আমাদের ইউনিরক ব্যান্ড সাইকেল এর জনপ্রিয়তা বেশি। এই ইউনি রক্স বাইসাইকেল দেশের বিভিন্ন স্থানে পোল্যান্ড, জার্মান, ফিনল্যান্ড, ইটালি ,ফ্রেন্ডস অন্ড রোমানিয়া, দেশের মানুষেরা বেশি ইউজ করেন।

বড়বাজার কালাকার স্টিড মিলন সংঘের কালীপুজোর সুচনা হলো মাস্ক বিতরণ করে

Image
শুভ ঘোষ,বড়বাজারঃ আজ 13 ই নভেম্বর উপলক্ষে বড়বাজার কালাকার স্টিড মিলন সংঘের কালীপুজো 69 বছরে পা দিল। সুশীল কোঠারির উদ্যোগে কালাকার স্টিড মিলন সংঘ শ্যামা পূজার শুভ সূচনা হয় । কালা কার স্টিড মিলন সংঘের মূর্তি উন্মোচন করেন এমএলএ স্মিতা বক্সি,সঞ্জয় বক্সী, সুশীল কোঠারি, রঘুনাথ আগারওয়াল, দেবেন্দ্র সিং, রূপনারায়ন দিশারী, চেয়ারম্যান বিনয় দুবে উপস্থিত ছিলেন আরো অনেকে।এই করোনা মহামারী কে মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে পুজোর আয়োজন করা হয় এবং মাক্স ও স্যানিটেশন করা হয়।

বিধায়ক বেচারাম মান্নার বাড়িতে গিয়ে দেখা করলেন হুগলি জেলা তৃণমূলের মুখপাত্র

Image
সুব্রত রায়, হুগলীঃ হরিপাল বিধানসভার তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার বাড়িতে গিয়ে দেখা করলেন হুগলি জেলা তৃণমূলের মুখপাত্র তথা উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।গতকাল বিধায়ক বেচারাম মান্নার পদত্যাগ পত্র বিধানসভার স্পিকারের কাছে জমা দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় হুগলি জেলা রাজনীতিতে।এমনিতেই হুগলি জেলায় তৃণমূল দলের গোষ্টিকোন্দল দীর্ঘদিনের সমস্যা।তারপর হুগলি জেলার নতুন কমিটি গঠনের পরে যেন আগুনে ঘি দেওয়ার মতো অবস্থা হয়েছে।হুগলি জেলার বিভিন্ন জায়গায় নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অনেকই। কিছুদিন আগেই সিঙ্গুরের বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য দলে থাকবেন কিনা ভেবে দেখার কথা বলেন।এরপর গতকাল আবার হরিপালের বিধায়ক বেচারাম মান্নার পদত্যাগ পত্র জমা দেওয়া নিয়ে শুরু হয় শোরগোল।এরপর জানা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও তৃণমূলের রাজ্যসভাপতি সুব্রত বক্সীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বেচারাম মান্নার পদত্যাগ এর ঘটনায়।কিন্তু হুগলি জেলায় তৃণমূলের একের পর এক ঘটনায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তাহলে কি হুগলি জেলায় তৃণমূল দলের নেতা কর্মীরাই তাদের প্রধান প্রতিপক্ষ বিজেপির হাত শক্ত করছে এসব...

কুমারগঞ্জ পাচারকারী সন্দেহে এক যুবককে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের

Image
  সুদীপ পাল,বালুরঘাট: রাতের অন্ধকারে হাট থেকে বাড়ি ফেরার সময় পাচারকারী সন্দেহে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। বুধবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সমঞ্জিয়া দাউদপুর এলাকার ঘটনা। ঘটনার পরে ওই যুবককে উলঙ্গ অবস্থায় রাস্তাতেই ফেলে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এলাকায় পৌঁছতেই সেখান থেকে সরে যান বিএসএফ কর্মীরা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। যদিও দীর্ঘসময় পরেও এলাকায় পুলিশের দেখা মেলেনি বলে অভিযোগ।    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা বছর পঁয়ত্রিশের রহুল মোল্লা ওই দিন সন্ধ্যায় হাট থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ সেই সময় রাস্তাতেই তাকে পাচারকারী বলে আটক করে বিএসএফ জওয়ানরা। যেখানে তাকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে বাসিন্দারা ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরাহার হাসপাতালে ভর্তি করেন। তারপর সেখান থেকে বালুরঘাট জেলা হাসপাতালে রেফার করা হয় তাকে। বর্তমানে চ...

খ্রিষ্টান দম্পতির সম্পর্কের কিছু অস্বাভাবিক গল্প নিয়ে আসছে কফিন

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ দীর্ঘদিন পর এক খ্রিষ্টান দম্পতির সম্পর্কের টানা পোড়েনের গল্প কাহিনী নিয়ে আসছে কফিন। এখানে যেমন প্রেম আছে , বিশ্বাস আছে , যত্ন আছে আবার হিংসে আছে , সন্দেহ আছে , যন্ত্রণা ও আছে। আছে বিশাল এক ষড়যন্ত্র। তাপসী রায় পরিচালিত বাংলা চলচ্চিত্রে এক নতুন ধারার কাহিনী নিয়ে আসছে কফিন।   এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শ্বাশ্বত চ্যাটার্জী, সোনালি চৌধুরী, ঐশ্চর্য্য চ্যাটার্জী। অ্যান্টনি একজন প্রতিষ্ঠিত লেখক , অসুস্থ স্ত্রী এমিলি সাথে তার সংসার। অসুস্থতার কারণে এমিলি মাঝে মাঝেই আজকাল অস্বাভাবিক সব আচরণ করে। স্বামীকে হারানোর ভয় যেনো একটু বেশি করে তার বুকে চেপে বসে। আর সেই কারণেই কোনো মহিলাকে সে তাদের আশেপাশে ও সহ্য করতে পারেনা। অ্যান্টনি একা হাতে স্ত্রীর পাগলামি আর লেখার কাজ সামলাতে পারেনা। নানান অশান্তির মধ্যে হঠাৎ ই অ্যান্টনি এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে নেয়। সেটাই ছবির মূল চমক। কল্যাণ ভৌমিক প্রযোজিত কফিন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন বিশ্ববিজয় সেন। শর্মিষ্ঠা ঝাঁর স...