2020-2021 আর্থিক বর্ষে বন্ধন ব্যাঙ্কের ব্যবসা বৃদ্ধি পেয়েছে

 



- মোট গ্রাহক সংখ্যা মার্চ 31, 2021 তারিখে হয়েছে 2.3 crore 

- গত অর্থবর্ষের তুলনায় মোট আমানত 37% বেড়ে হয়েছে 77,972 crore টাকা

- গত অর্থবর্ষের তুলনায়  প্রদত্ত ঋণ 23% বেড়ে হয়েছে 80,255 crore 

- গত অর্থবর্ষের তুলনায় কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে)                       আমানত বৃদ্ধি হয়েছে 60.9%

- কাসা অনুপাত রয়েছে 43.4%

- 2020-2021 আর্থিক বর্ষে নেট লাভ 2205 crore টাকা


কলকাতা : দেশের অন্যতম সার্বজনীন ব্যাঙ্ক - বন্ধন ব্যাঙ্ক মার্চ 31, 2021 তারিখে শেষ হওয়া ত্রৈমাসিক এবং আর্থিক বর্ষের ফলাফল আজ প্রকাশ করেছে। 2020-2021 আর্থিক বর্ষের শেষে ব্যাঙ্কের মোট ব্যবসা (আমানত এবং অগ্রিম) 28% বৃদ্ধি পেয়ে ১.৬৫ কোটি টাকা হয়েছে। চালু হওয়ার ষষ্ঠ বছরে থাকা এই ব্যাঙ্ক 1149 শাখা এবং 5371 আউটলেটের মাধ্যমে 2.37 crore গ্রাহককে পরিষেবা দিচ্ছে (এপ্রিল 30, 2021 তারিখের হিসাব অনুযায়ী)। মার্চ 31, 2021 তারিখে বন্ধন ব্যাঙ্কের মোট কর্মী সংখ্যা ৪৯,৪৪৫।


গত এক বছরে অর্থনীতি ক্রমশ ঘুরে দাঁড়ানোর ফলে ব্যাঙ্কের আমানত আগের বছরের এই কোয়ার্টারের তুলনায় 37% বৃদ্ধি পেয়েছে। মোট আমানত এখন ৭৭৯৭২ কোটি টাকা। গত অর্থবর্ষের তুলনায় কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) আমানত 61% হারে বৃদ্ধি পেয়েছে এবং মোট আমানতের মধ্যে এখন কাসা অনুপাত হল 43.4%।


আগের বছরের এই ত্রৈমাসিকের তুলনায় ব্যাঙ্কের অগ্রিম বৃদ্ধি পেয়েছে 21%. এখন মোট অগ্রিমের পরিমাণ 87,054 crores টাকা। ব্যাঙ্কের স্থিতিশীলতার সূচক ক্যাপিটাল অ্যাডেকোয়েসি রেশিও (CAR) এখন 23.5%, যা প্রয়োজনীয় পরিমাণের চেয়ে বেশি।


মার্চ 31, 2021 তারিখে শেষ হওয়া কোয়ার্টারে ব্যাঙ্কে নেট লাভ ১০৩ কোটি  টাকা। পুরো ২০২০-২১ আর্থিক বর্ষের জন্য নেট লাভ ২২০৫ কোটি টাকা।


এই ফলাফল নিয়ে এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, “গত এক বছরে অর্থনীতি ক্রমশ ঘুরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমরা চতুর্থ কোয়ার্টারে এবং ২০২০-২১ আর্থিক বর্ষে ব্যবসার ভালো উন্নতি দেখতে পেয়েছি। দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় আমরা আমাদের মূল্যবান গ্রাহকদের যতরকমভাবে সম্ভব সাহায্য করতে বদ্ধপরিকর। বন্ধন ব্যাঙ্কের উপর বিশ্বাস রেখে যাওয়ার জন্য আমরা তাঁদের ধন্যবাদ জানাই।”

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো