সাইক্লোন যশের জন্য আগাম সতর্কতায় করোনাবিধি শিথিল করল নবান্ন


স্নিগ্ধা মুখার্জীঃ একেই করোনা তার ওপর লকডাউন চলছে রাজ্যে। ইতিমধ্যেই গত বছরের আম্পানের স্মৃতি মনে করাচ্ছে সাইক্লোন যশের আগমন। ইতিমধ্যেই রাজ্যে বিভিন্ন রকম সতর্কতা নেওয়া হয়েছে যশের কারনে। বিদ্যুৎ ক্ষেত্র এবং জরুরি বিপর্যয় মোকাবিলা করার ক্ষেত্রে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।সতর্ক করা হয়েছে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিকে। তবে লকডাউনের কারণে নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়ায় তা লঙ্ঘন করে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে পারছেন বেশ কিছু শ্রেণীর মানুষ।এবার তাদের জন্য লকডাউনের মধ্যেও আগাম ছাড় দিল রাজ্য।

যেসব দিকে ছাড় দিয়ে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেগুলি হল, কৃষি ক্ষেত্র ও গ্রামোন্নয়ন।  অর্থাৎ কৃষিজ ফসল, ফুল বাজারে বিক্রি, সামগ্রী নিয়ে আসার ক্ষেত্রে, পরিবহণ ক্ষেত্রে, ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলে মেরামতির কাজে যাতে সমস্যা না হয় সেই কারণে গ্রামোন্নয়নের ক্ষেত্রেও দেওয়া হচ্ছে ছাড়।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো