নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হার মমতার

 

ঋতুপর্ণা পাত্র, নন্দীগ্রাম  : সাপ-লুডোর খেলা চলল শুরু থেকেই। শেষ পর্যন্ত নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।


সকাল থেকেই কখনো মমতা আবার কখনো শুভেন্দু সকাল থেকেই সকলের চোখ ছিল নন্দীগ্রামের দিকে। রাজ্যে ২০০ এর বেশি আসন পেয়ে মমতা সরকার গড়লেও শেষ পযন্ত হার হলো নন্দীগ্রামে ।১৯৫৩ ভোটে মমতাকে হারিয়ে এগিয়ে গেল বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 

এ প্রসঙ্গে, মমতা ব্যানার্জি বলেন যে "প্রথমে আমাকে জিতিয়ে দেওয়া হয়েছে তারপর আমি হঠাৎ করে হেরে গেলাম এই নিয়ে আমি আদালতে যাব"।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো