দীর্ঘ রাজনৈতিক জীবনে লড়াইয়ে জয়ী হলেও, করোনার কাছে হার মানলেন বর্ষীয়ান ডানপন্থী নেতা অজয় দে

 


নিজস্ব প্রতিবেদন, শান্তিপুর: মৃত্যু হল টানা 25 বছরের শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অজয় দে। শোকস্তব্ধ শান্তিপুর নদীয়া জেলার।  কংগ্রেসের হাত ধরেই ছাত্ররাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবনে প্রবেশ। প্রথমে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও রাজ্যে পালাবদলের পর 2014 সাল নাগাদ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান। পাঁচ বছরের বিধায়ক ছাড়াও তিনি দীর্ঘদিন তিনি শান্তিপুর পৌরসভার পৌর প্রধানের দায়িত্ব সামলেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। 1990 সাল থেকে টানা 6 বছর শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। 


এবারের বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর ফল ঘোষণার আগেই শ্বাসকষ্ট নিয়ে 29 শে এপ্রিল বৃহস্পতিবার থেকে শারীরিক অসুস্থতা নিয়ে তিনি   কলকাতা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেই থেকে আজ সকাল পর্যন্ত শারীরিক উন্নতি হয়নি। আজ সকাল সাড়ে নটা নাগাদ, তার মৃত্যু হয়। সমগ্র রাজনৈতিক মহল সহ গোটা নদীয়াজেলা স্তব্ধ হয়ে পড়েছে।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের