খুকুমণির ক্যালেন্ডারে সম্পৃতির বার্তা


 গোপাল দেবনাথ, কলকাতা : খুকুমণির সুবর্ণজয়ন্তী বর্ষ এইবছর। বাংলার ঘরে ঘরে এক অতিপরিচিত নাম। বিবাহিত নারীদের জীবনে মঙ্গলের প্রতীক সিঁদুর এবং আলতা। পূজো পার্বনে ও সিঁদুর ও আলতা অপরিহার্য। আর এই সিদুঁর,আলতা বলতেই মনে পড়ে খুকুমণির নাম। কলকাতার পাশেই হাওড়ার বাগনানে পঞ্চাশ বছর আগে শুরু হয় এই ফ্যাক্টরি। আজও একই ভাবে সমাদৃত সেই নাম। নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি লিকুইড হার্বাল সিদূঁর নিয়ে এলো খুকুমণি। বছরের নানা সময়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির ডাইরেক্টর অরিত্র রায় চৌধুরী। সম্প্রতি নববর্ষ উপলক্ষে প্রথা মেনে বিভিন্ন পুরোনো ডিলারদের আপ্যায়ন করা হয় অনুষ্ঠান স্থলে, উপস্থিত ছিলেন বেশ কিছু বিশিষ্টজনেরাও। সর্বদা পাশে ছিলেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা। নববর্ষে প্রকাশিত হয় খুকুমণির বিশেষ পরিচিত "লক্ষী" দেবীর ক্যালেন্ডার। ওড়িশার জন্য জগন্নাথ দেবের ক্যালেন্ডার এবং মুসলিম সম্প্রদায়ের কথা মাথায় রেখে তাঁদের জন্যও ক্যালেন্ডার প্রকাশ প্রথা মেনে করা হলো।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো