নতুন ক্লিক স্টুডিওতে কাস্ট এবং প্রযোজকদের পুরো টিমের সাথে রূপকথা রেডিওর ট্রেলার লঞ্চ

 


বিশেষ প্রতিনিধি , কলকাতা : নতুন ক্লিক স্টুডিওতে কাস্ট এবং প্রযোজকদের পুরো টিমের সাথে রূপকথা রেডিওর ট্রেলার লঞ্চ হল কলকাতায়।

২০২১ সালের ১৩ এপ্রিল  আমরা নতুন ক্লিক কে স্টুডিওতে অভিনেতাদের এবং প্রযোজকদের পুরো টিমের সাথে রূপকথার রেডিওর একটি দুর্দান্ত ট্রেলার লঞ্চের আয়োজন করেছিলাম। পরিচালক সায়ন দাশগুপ্ত এবং অভিনেতারা পুরো ওয়েব সিরিজটির শুটিংয়ের তাদের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন।

তারা শুটিংয়ের বিভিন্ন স্মরণীয় এবং মজাদার উপাখ্যানগুলিও ভাগ করে নিয়েছিল।

সংগীত পরিচালক বিশ্বজিৎ দাসের নেতৃত্বে এই সিরিজের সংগীত দলটি রূপকথা রেডিওর দুর্দান্ত কিছু গান ও সুর গেয়েছিল। এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত থেকে  জনপ্রিয় লোকসঙ্গীত উপস্থিত শিল্পী কলাকুশলীরা সকলে মিলে একসাথে গেয়ে  মুগ্ধ করে দেন।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  প্রযোজক - অভয় তান্তিয়া, আকাশ, বিকাশ, নিরাজ এবং সিদ্ধার্থ তান্তিয়া। গত চার দশক ধরে  ব্র্যান্ড অ্যাঞ্জেলের উত্তরাধিকার নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনা ভাগ করেছেন। KLIKK OTT নিয়ে তাদের আশার কথা ব্যক্ত করেন।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক