এটা বিজয় মিছিল করার সময় নয়,মন্তব্য ফিরহাদের

 


দেবযানী ভট্টাচার্য্য : বন্দর বিধানসভায় জয়ের রেকর্ড ধরে রাখবেন ফিরহাদ হাকিম, গণনার আভাস এমনটাই। শুধু নিজের কেন্দ্র নয়, দুপুর ১২টা পার হতেই রাজ্যে তৃণমূলের পাল্লা অনেকটাই ভারী। আর জয়ের আভাস পেয়েই কার্যত আনন্দের স্রোতে ভাসছে ঘাসফুল শিবির। এবার ভোটের ফলাফল প্রসঙ্গে মুখ খুললেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'আরও একবার বন্দর বিধানসভার মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে তাতে আমি কৃতজ্ঞ। গোটা বাংলার মানুষ আমাদের ভালোবাসা দিয়েছে। এটা প্রমাণিত যে নিজের মানুষের সেবা করলে আপনি তাঁদের থেকে ভালোবাসা, সমর্থন পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই সাফল্য পেয়েছে দল।'


তবে তৃণমূল জয়ী হলেও কোনও বিজয় মিছিল হবে না রাজ্যে, স্পষ্ট জানিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, 'এটা বিজয় মিছিল করার সময় নয়। করোনা প্রাণ কাড়ছে বহু মানুষের। অনেকে নিজের আত্মীয়কে হারিয়েছেন এমনকী, আমাকে যাঁরা ভোট দিয়েছেন তাঁদের অনেকেই নেই। এই অবস্থায় বিজয় মিছিল করার মতো মনের অবস্থা আমার নেই।'


প্রসঙ্গত, আজ বাংলার রায়। কার হাতে থাকবে বাংলার কুর্সি? প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? আজই মিলবে এই লাখ টাকার প্রশ্নের উত্তর। সেই মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে গোটা বাংলা। সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। করোনা সুরক্ষাবিধির কথা মাথায় রেখে এবার ভোটগণনা পর্ব চলছে। এজন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এদিকে, Exit Poll-এ টানটান লড়াইয়ের আভাস মিলেছে। একুশের মহাসংগ্রামে মূলত দুই প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও BJP। একদিকে, হ্যাটট্রিক করে নবান্নে ফের ফিরতে মরিয়া মমতা ব্রিগেড। অন্যদিকে, সোনার বাংলা গড়তে মুখিয়ে রয়েছে পদ্মশিবির। জোড়াফুল না পদ্মফুল? কোন ফুলকে বেছে নেবে বাংলা, তারই অপেক্ষায় প্রহর গুনছে রাজনৈতিক মহল।


নন্দীগ্রামে পঞ্চম রাউন্ড শেষে ৩১১০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। একুশের মহাসংগ্রামে শেষ হাসি কি হাসছে তৃণমূল? প্রাথমিক ট্রেন্ড অন্তত তেমন ইঙ্গিতই দিচ্ছে। পরিবর্তন নয়, ট্রেন্ড অনুযায়ী প্রত্যাবর্তনের পক্ষেই রায় দিয়েছেন বঙ্গবাসী। তৃতীয়বারের মতো আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ছে তৃণমূল? ট্রেন্ডে এই ইঙ্গিত মেলার পরই জেলায় জেলায় উৎসবের মুডে তৃণমূল কর্মীরা।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের