সিধুর বাড়িতে রক্তদান শিবির


 

গোপাল দেবনাথ : চারিদিকে রক্তের হাহাকার। রাজ্যে ভোটের দামামা বাজতে না বাজতেই স্বেচ্ছা রক্তদান শিবির প্রায় বন্ধ। করোনা অতিমারীর সাথে অন্যান্য বহু রোগে যে বিপুল পরিমাণে রক্তের প্রয়োজন হয় সে কথা ভুলে গেলে চলবে না। সেই সব কথা মাথায় রেখে ক্যাকটাস ব্যান্ডের পক্ষ থেকে আজ আয়োজন করা হয়েছিল রক্ত দান শিবির দলেরই ফ্রন্টম্যান সিধুর বাড়িতে।ক্যাকটাসের সদস্য সহ কিছু অনুরাগীরাও এই কর্মকাণ্ডে সামিল হন। একদিকে গরম,ভোট অন্যদিকে করোনার দাপট রক্ত পাওয়ার ব্যাপারে রোগীর চরম সঙ্কটের সময়ে এনে দাঁড় করিয়েছে। কভিড বিধি মেনেই ছোটো করে হলেও বারো জন মতো শুভানুদ্ধায়ী বন্ধু এক হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই ভাগ করে বারে, বারে রক্ত দিলেন। আর সিধুর বাড়ি যখন গানতো সঙ্গী ছিলই। গিটার হাতে গান করে চলেছেন সিধু'র সামনে চলছে রক্তদান।এমন মিউজিকাল রক্তদান শিবির এ শহর এর আগে দেখেছে বলে মনে হয়না। সিধু বললেন," ভোট, করোনা, গরম সব মিলিয়েই রক্তের একটা ঘাটতি চলছে বেশ কিছু ডাক্তারের সঙ্গে পরিচিত হওয়ার সুবাদে জানতে পারি। তখনই মাথায় আসে নিজেদের মতো করে উদ্যোগ নেব। করোনা বিধি মেনেই এক বেসরকারি হাসপাতালের সহযোগীতায় আজ ক্যাকটাস এই উদ্যোগ নেয়।" পটা বলেন," এই উদ্যোগ দেখে আরো কেউ যদি ছোটো করেও আয়োজন করেন রক্তদান শিবিরের তাহলে সাধারণ মানুষরা উপকৃত হবেন এবং কিছু প্রাণ বাঁচবে।"






Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ