করোনা অতিমারীর কারণে আংশিক লকডাউনে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো

 


গোপাল দেবনাথ : গত মার্চ মাস থেকে রাজ্যে ভোটের কারণে সেই অর্থে রক্ত সংগ্রহ করা সম্ভবপর হয়নি। সেই সাথে  করোনা অতিমারীর প্রকোপ তো আছেই। রাজ্যের ব্ল্যাড ব্যাংকের ভান্ডার শূন্য বলা যেতে পারে। করোনার বাইরেও যে বহু রোগ ও অস্ত্রোপচার এর প্রয়োজনে প্রচুর পরিমানে রক্তের প্রয়োজন হয় সেই কথা ভুলে গেলে চলবে না। রাজ্যে গ্রীষ্মের প্রখর দাবদাহ চলছে সেই সাথে আজ অর্থাৎ ১৬ই মে থেকে শুরু হয়েছে আংশিক লকডাউন। জেলায় জেলায় রক্তসংকটের চরম বেহাল অবস্থা। আমাদের পূর্ব বর্ধমান শহরের ব্লাড সেন্টারও এর ব‍্যাতিক্রম নয় A+,B+ এর মতো সহজলভ‍্য গ্রুপের রক্তও বিরল হয়ে পড়লো ।  স্বেচ্ছা রক্তদান নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আজ ১৫০ ইউনিট ব্ল্যাড সংগ্রহে সাময়িক স্বস্তি দিল যার ফলে কিছু থ‍্যালাসেমিয়া শিশুর কয়েকজন নিয়মিত রক্ত পাবে। কয়েকজন মুমূর্ষু রোগীর আটকে পড়া ডায়ালিসিস করা সম্ভবপর হবে। চিকিৎসা ব‍্যবস্থাকে সচল রাখতে হলে সকলকে এগিয়ে আসতে হবে এবং সচেতনভাবে স্বেচ্ছারক্তদানে এগিয়ে আসতে হবে সকলকে । মনে রাখতে হবে আমরা যে দলেরই সমর্থক বা কর্মী হই না কেন প্রথমে আমরা মানুষ, তাই মানবিকতা ও মানবিক দায়িত্ব পালন আমাদের প্রথম প্রধান কর্তব‍্য।

স্বেচ্ছারক্তদান কর্মসূচি তো অব‍্যাহত থাকতেই পারে কোনো শিরোনাম ছাড়াই । সকলের কাছে আন্তরিক আবেদন ব্লাড সেন্টার গুলো রক্তাল্পতায় ভূগছে যার অর্থ কিছু মানুষের রক্তাভাবে জীবন মরণ সংশয়। সাধারণ মানুষ এগিয়ে না এলে আমাদের শহরের রক্তসঞ্চারন পরিষেবা ভেঙ্গে পড়বে ।

ছোটছোট রক্তদান শিবিরের আয়োজন করে আমাদের সকলকে এই রক্তের ভান্ডার পূর্ণ রাখতেই হবে। এই সব কথা জানালেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় চেয়ারম্যান বুম্বা মুখার্জী।

তিনি আরও বলেন প্রত‍্যেককেই উদ‍্যোগ নিতে হবে অন্তত একটি রক্তদান শিবিরের। আমাদের পারতে হবেই.....আর তা সকলের পারস্পরিক সহযোগিতার দ্বারাই শুধু সম্ভব হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন --

👉Shampa Day Dhara ( Raina Bidhansava MLA )

👉Ratna Day Nag ( Block Sabhapati )

👉Mohd Ashrafuddin Babu

👉 Mr. Pulok ( O C Raina Thana )

👉Bumba Mukherjee ( Chiarman AIHR )

👉Supradip Mukherjee ( Youth Presedent Paschim Bardhaman )

👉 Subhashis Guha ( State Present AIHR )

সহযোগিতায় - অল ইন্ডিয়া হিউম্যান রাইটস AIHR ( বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি )

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের